বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত মাসের শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বিবাহবিচ্ছেদের খবর দিয়েছিলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। সে সময় তিনি জানিয়েছিলেন ব্যক্তিগত সংকট পাশে রেখে মনোনিবেশ করতে চান গানে। গতকাল প্রকাশিত হলো কনার নতুন গান ‘সোনা জান’। কনা জানালেন, আরও কয়েকটি নতুন গান তৈরি করছেন তিনি। একে একে প্রকাশ করবেন সেগুলোও। শুধু তাই নয়, গান প্রকাশের পাশাপাশি বিভিন্ন কনসার্টেও অংশ নিচ্ছেন এই সংগীতশিল্পী।
কেএম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে কনার নতুন গান সোনা জান। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন আদিব কবির। মোহন ইসলামের নির্দেশনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী অলিভিয়া সরকার। তাঁর সঙ্গে আছেন অমিত পাল। এটি বাংলাদেশে অলিভিয়ার প্রথম কাজ।
নতুন এই গান নিয়ে কনা বলেন, ‘গানের কথা ও সুর খুব ভালো হয়েছে। ব্যক্তিগতভাবে এটি আমার পছন্দের একটি গান। গানটি তৈরির শুরু থেকেই আমি যুক্ত ছিলাম। তবে মিউজিক ভিডিওতে আমাকে দেখা যাবে না। অনেক এফোর্ট দিয়ে মোহন ইসলাম ভিডিওটি বানিয়েছেন। অলিভিয়া সরকার ও অমিত পাল—দুজনেই অনেক ভালো করেছেন। আশা করছি, সব মিলিয়ে সোনা জান গানটি সবার ভালো লাগবে।’
গত সপ্তাহে সিঙ্গাপুরে কনসার্টে পারফর্ম করেছেন কনা। সিঙ্গাপুর যাওয়ার আগে খবর প্রকাশ হয় কে লিংক নামের গানের দল করেছেন কনা। সে দল নিয়েই পারফর্ম করবেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে কনা জানান, কে লিংক কোনো নতুন দল নয়। কনা বলেন, ‘এই দলের সদস্যরা আগে থেকেই আমার সঙ্গে ছিলেন। আমার ড্রামার ছিলেন হানিফ ভাই। ২০২১ সালে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। কে লিংক নামটি তাঁর দেওয়া ছিল। এই দলে আছেন রাজা, জিকো, অন্তর, রাজিব ও দিপু।’
সিঙ্গাপুরে আয়োজিত কনসার্ট নিয়ে কনা বলেন, ‘খুব ভালো একটি অনুষ্ঠান হয়েছে। সেখানে বসবাসকারী অনেক প্রবাসী বাঙালি এসেছিলেন গান শুনতে। তাঁরা আমার সঙ্গে গলা মিলিয়েছেন। তাঁদের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ।’
সামনে আর কী কী গান আসছে—জানতে চাইলে কনা বলেন, ‘মাত্রই সোনা জান প্রকাশ পেল। আমি চাই, এখন এই গানটি সবাই উপভোগ করুক। আরও কয়েকটা নতুন গান করছি। প্রস্তুত হলে একে একে প্রকাশ করব।’
গত মাসের শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বিবাহবিচ্ছেদের খবর দিয়েছিলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। সে সময় তিনি জানিয়েছিলেন ব্যক্তিগত সংকট পাশে রেখে মনোনিবেশ করতে চান গানে। গতকাল প্রকাশিত হলো কনার নতুন গান ‘সোনা জান’। কনা জানালেন, আরও কয়েকটি নতুন গান তৈরি করছেন তিনি। একে একে প্রকাশ করবেন সেগুলোও। শুধু তাই নয়, গান প্রকাশের পাশাপাশি বিভিন্ন কনসার্টেও অংশ নিচ্ছেন এই সংগীতশিল্পী।
কেএম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে কনার নতুন গান সোনা জান। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন আদিব কবির। মোহন ইসলামের নির্দেশনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী অলিভিয়া সরকার। তাঁর সঙ্গে আছেন অমিত পাল। এটি বাংলাদেশে অলিভিয়ার প্রথম কাজ।
নতুন এই গান নিয়ে কনা বলেন, ‘গানের কথা ও সুর খুব ভালো হয়েছে। ব্যক্তিগতভাবে এটি আমার পছন্দের একটি গান। গানটি তৈরির শুরু থেকেই আমি যুক্ত ছিলাম। তবে মিউজিক ভিডিওতে আমাকে দেখা যাবে না। অনেক এফোর্ট দিয়ে মোহন ইসলাম ভিডিওটি বানিয়েছেন। অলিভিয়া সরকার ও অমিত পাল—দুজনেই অনেক ভালো করেছেন। আশা করছি, সব মিলিয়ে সোনা জান গানটি সবার ভালো লাগবে।’
গত সপ্তাহে সিঙ্গাপুরে কনসার্টে পারফর্ম করেছেন কনা। সিঙ্গাপুর যাওয়ার আগে খবর প্রকাশ হয় কে লিংক নামের গানের দল করেছেন কনা। সে দল নিয়েই পারফর্ম করবেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে কনা জানান, কে লিংক কোনো নতুন দল নয়। কনা বলেন, ‘এই দলের সদস্যরা আগে থেকেই আমার সঙ্গে ছিলেন। আমার ড্রামার ছিলেন হানিফ ভাই। ২০২১ সালে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। কে লিংক নামটি তাঁর দেওয়া ছিল। এই দলে আছেন রাজা, জিকো, অন্তর, রাজিব ও দিপু।’
সিঙ্গাপুরে আয়োজিত কনসার্ট নিয়ে কনা বলেন, ‘খুব ভালো একটি অনুষ্ঠান হয়েছে। সেখানে বসবাসকারী অনেক প্রবাসী বাঙালি এসেছিলেন গান শুনতে। তাঁরা আমার সঙ্গে গলা মিলিয়েছেন। তাঁদের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ।’
সামনে আর কী কী গান আসছে—জানতে চাইলে কনা বলেন, ‘মাত্রই সোনা জান প্রকাশ পেল। আমি চাই, এখন এই গানটি সবাই উপভোগ করুক। আরও কয়েকটা নতুন গান করছি। প্রস্তুত হলে একে একে প্রকাশ করব।’
সেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৫ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৫ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৫ ঘণ্টা আগে