বিনোদন ডেস্ক
ব্যক্তিগত প্লেলিস্ট থেকে সোশ্যাল মিডিয়ার রিলস—সবখানে এখন সবার পছন্দের গান ‘আপাতে’। দক্ষিণ কোরিয়ার নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য রোজির সঙ্গে এ গানে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স। এ জুটির আপাতে প্রকাশিত হয় গত বছরের অক্টোবরে। সেই থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে রাজত্ব করে চলেছে গানটি। ইউটিউবে এ পর্যন্ত প্রায় ৯৬ কোটিবার শোনা হয়েছে। বিলবোর্ডের একাধিক তালিকায়ও শীর্ষে অবস্থান করছে আপাতে।
সম্প্রতি শীর্ষ ১০ গান নিয়ে গ্লোবাল লিস্ট (যুক্তরাষ্ট্র বাদে) প্রকাশ করেছে বিলবোর্ড। তাতে বিলি আইলিশ, ব্যাড বানি, লেডি গাগা—সবাইকে টপকে প্রথম অবস্থানে রয়েছে রোজির আপাতে। এ নিয়ে টানা ১২ সপ্তাহ ধরে এ তালিকার শীর্ষস্থানটি ধরে রেখেছেন রোজি। এর আগে কোনো কোরিয়ান গান এত দিন ধরে এ তালিকার প্রথমে থাকতে পারেনি।
বিলবোর্ড জানিয়েছে, সবচেয়ে বেশি সময় ধরে গ্লোবাল লিস্টে থাকা গানের তালিকায় আপাতের অবস্থান এখন তৃতীয়। এর আগে টানা ১৪ সপ্তাহ ধরে শীর্ষে ছিল মারিয়া ক্যারির ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’, আর ১৩ সপ্তাহ শীর্ষে ছিল মাইলি সাইরাসের ‘ফ্লাওয়ার অ্যান্ড হ্যারি স্টাইলস’। আপাতের রেকর্ড আরও আছে। বিলবোর্ড ডিজিটাল সং সেলস চার্টে গানটি রয়েছে শীর্ষে। এ ছাড়া সেরা ২০০ গানের তালিকায় রয়েছে দ্বিতীয় অবস্থানে। বিলবোর্ড ছাড়াও কনসিকোয়েন্স, এনএমই, পেস্ট, রোলিং স্টোন, স্টেরিওগামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেরা গানের তালিকায় আপাতে জায়গা করে নিয়েছে।
‘আপাতে’ গানের গল্প
কোরিয়ান ভাষায় ‘আপাতে’ শব্দের অর্থ অ্যাপার্টমেন্ট। এটি মূলত একটি ড্রিংকিং গেম। মদ্যপান করার সময় একজন আরেকজনের হাতের ওপর হাত রেখে, অনেকটা ভবনের মতো আকৃতি তৈরি করে এবং অনেকে মিলে খেলাটি খেলা হয়। গানটির নেপথ্যের গল্প প্রসঙ্গে রোজি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ায় কারও ২০ বছর বয়স হলেই তখন তিনি মদ্যপান করার অনুমতি পান। রোজির বয়স যখন ২০ পূর্ণ হয়, তখন ব্ল্যাকপিঙ্কের সদস্যের সঙ্গে তিনিও প্রথম মদ্যপান করেন। সেখানে এ খেলাটি খেলা হয়েছিল। খেলার সময় ‘আপাতে আপাতে’ বলার যে ছন্দ, সেটা মাথায় গেঁথে গিয়েছিল রোজির। পরে এটি নিয়ে একটি গান লেখেন।
কিন্তু রোজির গানে কীভাবে যুক্ত হলেন ব্রুনো মার্স? রোজি জানান, বছর দুয়েক আগে সিওলে কনসার্ট করতে গিয়েছিলেন ব্রুনো। সেই কনসার্টে ব্রুনোর গান শুনে তাঁর ভক্ত হয়ে যান রোজি। কোলাবোরেশনের প্রস্তাব দিয়ে ব্রুনোকে তিনটি গান পাঠান। আপাতে গানটিই বেশি পছন্দ করেন রোজি। রাজি হন এ গানে কণ্ঠ দিতে। এরপর তো বাকিটা ইতিহাস!
ব্যক্তিগত প্লেলিস্ট থেকে সোশ্যাল মিডিয়ার রিলস—সবখানে এখন সবার পছন্দের গান ‘আপাতে’। দক্ষিণ কোরিয়ার নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য রোজির সঙ্গে এ গানে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স। এ জুটির আপাতে প্রকাশিত হয় গত বছরের অক্টোবরে। সেই থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে রাজত্ব করে চলেছে গানটি। ইউটিউবে এ পর্যন্ত প্রায় ৯৬ কোটিবার শোনা হয়েছে। বিলবোর্ডের একাধিক তালিকায়ও শীর্ষে অবস্থান করছে আপাতে।
সম্প্রতি শীর্ষ ১০ গান নিয়ে গ্লোবাল লিস্ট (যুক্তরাষ্ট্র বাদে) প্রকাশ করেছে বিলবোর্ড। তাতে বিলি আইলিশ, ব্যাড বানি, লেডি গাগা—সবাইকে টপকে প্রথম অবস্থানে রয়েছে রোজির আপাতে। এ নিয়ে টানা ১২ সপ্তাহ ধরে এ তালিকার শীর্ষস্থানটি ধরে রেখেছেন রোজি। এর আগে কোনো কোরিয়ান গান এত দিন ধরে এ তালিকার প্রথমে থাকতে পারেনি।
বিলবোর্ড জানিয়েছে, সবচেয়ে বেশি সময় ধরে গ্লোবাল লিস্টে থাকা গানের তালিকায় আপাতের অবস্থান এখন তৃতীয়। এর আগে টানা ১৪ সপ্তাহ ধরে শীর্ষে ছিল মারিয়া ক্যারির ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’, আর ১৩ সপ্তাহ শীর্ষে ছিল মাইলি সাইরাসের ‘ফ্লাওয়ার অ্যান্ড হ্যারি স্টাইলস’। আপাতের রেকর্ড আরও আছে। বিলবোর্ড ডিজিটাল সং সেলস চার্টে গানটি রয়েছে শীর্ষে। এ ছাড়া সেরা ২০০ গানের তালিকায় রয়েছে দ্বিতীয় অবস্থানে। বিলবোর্ড ছাড়াও কনসিকোয়েন্স, এনএমই, পেস্ট, রোলিং স্টোন, স্টেরিওগামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেরা গানের তালিকায় আপাতে জায়গা করে নিয়েছে।
‘আপাতে’ গানের গল্প
কোরিয়ান ভাষায় ‘আপাতে’ শব্দের অর্থ অ্যাপার্টমেন্ট। এটি মূলত একটি ড্রিংকিং গেম। মদ্যপান করার সময় একজন আরেকজনের হাতের ওপর হাত রেখে, অনেকটা ভবনের মতো আকৃতি তৈরি করে এবং অনেকে মিলে খেলাটি খেলা হয়। গানটির নেপথ্যের গল্প প্রসঙ্গে রোজি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ায় কারও ২০ বছর বয়স হলেই তখন তিনি মদ্যপান করার অনুমতি পান। রোজির বয়স যখন ২০ পূর্ণ হয়, তখন ব্ল্যাকপিঙ্কের সদস্যের সঙ্গে তিনিও প্রথম মদ্যপান করেন। সেখানে এ খেলাটি খেলা হয়েছিল। খেলার সময় ‘আপাতে আপাতে’ বলার যে ছন্দ, সেটা মাথায় গেঁথে গিয়েছিল রোজির। পরে এটি নিয়ে একটি গান লেখেন।
কিন্তু রোজির গানে কীভাবে যুক্ত হলেন ব্রুনো মার্স? রোজি জানান, বছর দুয়েক আগে সিওলে কনসার্ট করতে গিয়েছিলেন ব্রুনো। সেই কনসার্টে ব্রুনোর গান শুনে তাঁর ভক্ত হয়ে যান রোজি। কোলাবোরেশনের প্রস্তাব দিয়ে ব্রুনোকে তিনটি গান পাঠান। আপাতে গানটিই বেশি পছন্দ করেন রোজি। রাজি হন এ গানে কণ্ঠ দিতে। এরপর তো বাকিটা ইতিহাস!
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১৩ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে