খায়রুল বাসার নির্ঝর
গত মাসেই ফকির আলমগীরের সঙ্গে আমার শেষ দেখা। গত ৫ জুন ছিল আজম খানের মৃত্যুবার্ষিকী। ওই উপলক্ষে আলোচনা করতে চ্যানেল আইতে গিয়েছিলাম আমি ও ফকির আলমগীর। অনুষ্ঠানের আগে–পরে কত স্মৃতিচারণা হলো, কত আড্ডা–গল্প! কে জানত সেটাই হবে ওর সঙ্গে আমার শেষ দেখা!
ফকির আলমগীরের সঙ্গে আমার প্রথম পরিচয় ১৯৭৩ সালে। ও গণসংগীত করত। তারপর খুব দ্রুতই পপসংগীতে চলে এল। আমরা একসঙ্গেই গান করতাম। নিজের চেষ্টা ও মেধা দিয়ে সে সাফল্যের শিখরে যেতে পেরেছে। পৌঁছাতে পেরেছে সাধারণ মানুষের কাছে। এটার সম্পূর্ণ কৃতিত্ব তার নিজের। তার সবচেয়ে বড় গুণ হলো, সে একসঙ্গে দুটো ঘরানা ধারণ করতে পারত। একটা পপসংগীত আরেকটা গণসংগীত। দুটো মাধ্যমেই সে যেমন সফল, তেমনি অসাধারণ সব কাজ দিয়ে দুটো মাধ্যমকেই জনপ্রিয় করে তুলেছে। আমি মনে করি, সে আমার চেয়েও গুণী শিল্পী।
ফকির আলমগীরের সঙ্গে আমার সম্পর্কটা ছিল খুব নিবিড়। তার বিয়ের মুকুটটা আমিই মাথায় পরিয়ে দিয়েছিলাম। ওই দিনের ঘটনাটা খুবই মনে পড়ে। আসলে এত বছরের সম্পর্ক, এত মায়া–মমতা; মনে তো পড়বেই।
আগাগোড়া প্রাণবন্ত একটা মানুষ ছিল ফকির আলমগীর। সবার সঙ্গেই তার বন্ধুসুলভ ভাব ছিল। তাকে আমি বলতাম, তুমি বাংলার সংগীতের বাঘ। ওর শেষনিশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গেই বাংলাদেশে গণসংগীতের ক্ষেত্রটা শূন্য হয়ে গেল। এ দেশে ফকির আলমগীরই একমাত্র গণসংগীতটা এমনভাবে ধরে রেখেছিল, যেটা আর কেউ পারেননি বা করেননি। এটা খুবই আশাব্যঞ্জক একটা ব্যাপার ছিল। কিন্তু সে তো চলে গেল। আজ থেকে বাংলাদেশ গণসংগীতহীন হয়ে গেল। আজ থেকে সংগীতের এই অসাধারণ ধারাটিতে শূন্যতা তৈরি হলো। এই ঘাটতি কবে কে পূরণ করবে, জানি না। আদৌ হবে কি না, তাও জানি না।
ফকির আলমগীরের এই অকালপ্রস্থানের কারণ করোনাভাইরাস। আমাদের আরও সচেতন হতে হবে। ওর এই চলে যাওয়া আমাদের আরও সচেতন করুক, সেই প্রত্যাশা করি।
অনুলিখন: খায়রুল বাসার নির্ঝর
আরও পড়ুন
গত মাসেই ফকির আলমগীরের সঙ্গে আমার শেষ দেখা। গত ৫ জুন ছিল আজম খানের মৃত্যুবার্ষিকী। ওই উপলক্ষে আলোচনা করতে চ্যানেল আইতে গিয়েছিলাম আমি ও ফকির আলমগীর। অনুষ্ঠানের আগে–পরে কত স্মৃতিচারণা হলো, কত আড্ডা–গল্প! কে জানত সেটাই হবে ওর সঙ্গে আমার শেষ দেখা!
ফকির আলমগীরের সঙ্গে আমার প্রথম পরিচয় ১৯৭৩ সালে। ও গণসংগীত করত। তারপর খুব দ্রুতই পপসংগীতে চলে এল। আমরা একসঙ্গেই গান করতাম। নিজের চেষ্টা ও মেধা দিয়ে সে সাফল্যের শিখরে যেতে পেরেছে। পৌঁছাতে পেরেছে সাধারণ মানুষের কাছে। এটার সম্পূর্ণ কৃতিত্ব তার নিজের। তার সবচেয়ে বড় গুণ হলো, সে একসঙ্গে দুটো ঘরানা ধারণ করতে পারত। একটা পপসংগীত আরেকটা গণসংগীত। দুটো মাধ্যমেই সে যেমন সফল, তেমনি অসাধারণ সব কাজ দিয়ে দুটো মাধ্যমকেই জনপ্রিয় করে তুলেছে। আমি মনে করি, সে আমার চেয়েও গুণী শিল্পী।
ফকির আলমগীরের সঙ্গে আমার সম্পর্কটা ছিল খুব নিবিড়। তার বিয়ের মুকুটটা আমিই মাথায় পরিয়ে দিয়েছিলাম। ওই দিনের ঘটনাটা খুবই মনে পড়ে। আসলে এত বছরের সম্পর্ক, এত মায়া–মমতা; মনে তো পড়বেই।
আগাগোড়া প্রাণবন্ত একটা মানুষ ছিল ফকির আলমগীর। সবার সঙ্গেই তার বন্ধুসুলভ ভাব ছিল। তাকে আমি বলতাম, তুমি বাংলার সংগীতের বাঘ। ওর শেষনিশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গেই বাংলাদেশে গণসংগীতের ক্ষেত্রটা শূন্য হয়ে গেল। এ দেশে ফকির আলমগীরই একমাত্র গণসংগীতটা এমনভাবে ধরে রেখেছিল, যেটা আর কেউ পারেননি বা করেননি। এটা খুবই আশাব্যঞ্জক একটা ব্যাপার ছিল। কিন্তু সে তো চলে গেল। আজ থেকে বাংলাদেশ গণসংগীতহীন হয়ে গেল। আজ থেকে সংগীতের এই অসাধারণ ধারাটিতে শূন্যতা তৈরি হলো। এই ঘাটতি কবে কে পূরণ করবে, জানি না। আদৌ হবে কি না, তাও জানি না।
ফকির আলমগীরের এই অকালপ্রস্থানের কারণ করোনাভাইরাস। আমাদের আরও সচেতন হতে হবে। ওর এই চলে যাওয়া আমাদের আরও সচেতন করুক, সেই প্রত্যাশা করি।
অনুলিখন: খায়রুল বাসার নির্ঝর
আরও পড়ুন
গত শনিবার ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে।
৩ ঘণ্টা আগে২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায়নি তৌকীর আহমেদকে। এ সময়টায় মঞ্চে নির্দেশনা দিলেও ভিজ্যুয়াল কোনো কনটেন্ট বানাননি। বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরেছেন তৌকীর। গতকাল থেকে বিটিভিতে শুরু হয়েছে তাঁর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ধূসর সময়’-এর প্রচার।
৩ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা স্নো হোয়াইটকে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে ‘স্নো হোয়াইট’। এতে স্নো হোয়াইট চরিত্রে র্যাচেল জেগলার আর ইভিল কুইন চরিত্রে অভিনয় করেছেন গল গাদত।
৩ ঘণ্টা আগেমির্জাপুর ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে অন্যভাবে। গত বছর ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর ঘোষণা আসার পর থেকে এই ক্রাইম ড্রামার অপেক্ষায় দর্শকেরা। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল দুই তারকার নাম।
৩ ঘণ্টা আগে