বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছর থেকে বাংলাদেশে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের উপস্থিতি। নিয়মিত ঢাকার মঞ্চে গাইছেন তাঁরা। আজ একই দিনে ঢাকার ভিন্ন দুই ভেন্যুতে গাইবেন পাকিস্তানের দুই শিল্পী মুস্তাফা জাহিদ ও আইমা বেগ।
মেলোডি আনলিশড কনসার্টে মুস্তাফা জাহিদ
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মুস্তাফা জাহিদের মেলোডি আনলিশড কনসার্ট। নিরাপত্তাজনিত কারণে সে সময় স্থগিত করে দেওয়া হয়। এরপর কয়েকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে আজ অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। গতকাল দুপুরে ঢাকায় এসেছেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ।
বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মেলোডি আনলিশড কনসার্ট শুরু হবে বিকেল চারটায়। ‘রক্সেন’ ব্যান্ডের ভোকাল হিসেবে সংগীত ক্যারিয়ার শুরু মুস্তাফা জাহিদের। ২০০৭ সালে বলিউডের ‘আওয়ারাপান’ সিনেমায় ‘তো ফির আও’ এবং ‘তেরা মেরা রিস্তা’ গান গেয়ে ভারতেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর ‘রানওয়ে’, ‘ব্লাড মানি’, ‘মার্ডার থ্রি’, ‘আশিকি টু’, ‘হিরোপান্তি’সহ বেশকিছু বলিউড সিনেমায় প্লেব্যাক করেছেন মুস্তাফা জাহিদ। বাংলাদেশেও বেশ জনপ্রিয় তিনি। মেলোডি আনলিশড কনসার্টে মুস্তাফা জাহিদের সঙ্গে আরও গান শোনাবেন বাংলাদেশের সংগীতশিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোর। টিকিট বিক্রি হয়েছে তিন ক্যাটাগরিতে। জেনারেল ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন ৩ হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা। গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। কনসার্টট আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।
রুল দ্য ওয়ার্ল্ড কনসার্টে গাইবেন আইমা বেগ
ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে নিয়মিত কনসার্টের আয়োজন করে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। এবার প্রথমবার এই আয়োজনে অংশ নিচ্ছেন পাকিস্তানের শিল্পী আইমা বেগ। কনসার্টের নাম দেওয়া হয়েছে রুল দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে এটি আইমা বেগের প্রথম কনসার্ট। প্রথমে এই কনসার্ট সেনা প্রাঙ্গণে বড় আয়োজনে করার কথা থাকলেও পরে ভেন্যু পরিবর্তন করা হয়। আয়োজকেরা জানিয়েছেন, আজ রাজধানীর একটি কনভেনশন হলে কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয়েছে এই কনসার্ট।
২০১৬ সালে ‘লাহোর সে আগে’ সিনেমায় প্রথমবার প্লেব্যাক করেন আইমা। ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমায় প্লেব্যাক করে জনপ্রিয়তা পান। কোক স্টুডিও পাকিস্তানেও গেয়েছেন আইমা। পিএসএলের সপ্তম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ ও গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি।
গত বছর থেকে বাংলাদেশে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের উপস্থিতি। নিয়মিত ঢাকার মঞ্চে গাইছেন তাঁরা। আজ একই দিনে ঢাকার ভিন্ন দুই ভেন্যুতে গাইবেন পাকিস্তানের দুই শিল্পী মুস্তাফা জাহিদ ও আইমা বেগ।
মেলোডি আনলিশড কনসার্টে মুস্তাফা জাহিদ
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মুস্তাফা জাহিদের মেলোডি আনলিশড কনসার্ট। নিরাপত্তাজনিত কারণে সে সময় স্থগিত করে দেওয়া হয়। এরপর কয়েকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে আজ অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। গতকাল দুপুরে ঢাকায় এসেছেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ।
বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মেলোডি আনলিশড কনসার্ট শুরু হবে বিকেল চারটায়। ‘রক্সেন’ ব্যান্ডের ভোকাল হিসেবে সংগীত ক্যারিয়ার শুরু মুস্তাফা জাহিদের। ২০০৭ সালে বলিউডের ‘আওয়ারাপান’ সিনেমায় ‘তো ফির আও’ এবং ‘তেরা মেরা রিস্তা’ গান গেয়ে ভারতেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর ‘রানওয়ে’, ‘ব্লাড মানি’, ‘মার্ডার থ্রি’, ‘আশিকি টু’, ‘হিরোপান্তি’সহ বেশকিছু বলিউড সিনেমায় প্লেব্যাক করেছেন মুস্তাফা জাহিদ। বাংলাদেশেও বেশ জনপ্রিয় তিনি। মেলোডি আনলিশড কনসার্টে মুস্তাফা জাহিদের সঙ্গে আরও গান শোনাবেন বাংলাদেশের সংগীতশিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোর। টিকিট বিক্রি হয়েছে তিন ক্যাটাগরিতে। জেনারেল ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন ৩ হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা। গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। কনসার্টট আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।
রুল দ্য ওয়ার্ল্ড কনসার্টে গাইবেন আইমা বেগ
ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে নিয়মিত কনসার্টের আয়োজন করে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। এবার প্রথমবার এই আয়োজনে অংশ নিচ্ছেন পাকিস্তানের শিল্পী আইমা বেগ। কনসার্টের নাম দেওয়া হয়েছে রুল দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে এটি আইমা বেগের প্রথম কনসার্ট। প্রথমে এই কনসার্ট সেনা প্রাঙ্গণে বড় আয়োজনে করার কথা থাকলেও পরে ভেন্যু পরিবর্তন করা হয়। আয়োজকেরা জানিয়েছেন, আজ রাজধানীর একটি কনভেনশন হলে কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয়েছে এই কনসার্ট।
২০১৬ সালে ‘লাহোর সে আগে’ সিনেমায় প্রথমবার প্লেব্যাক করেন আইমা। ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমায় প্লেব্যাক করে জনপ্রিয়তা পান। কোক স্টুডিও পাকিস্তানেও গেয়েছেন আইমা। পিএসএলের সপ্তম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ ও গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১৩ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৬ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৮ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২১ ঘণ্টা আগে