পঞ্চগড়ের ব্যান্ড এপিটাফের প্রথম গান ‘হারিয়ে ফেলেছি’ প্রকাশ পেয়েছে। গত ৩ ডিসেম্বর তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। ২০২২ সালের ১৮ মার্চ থেকে শুরু হয় এপিটাফের পথচলা। নাইম, রাকিব, সৌরভ, আদিব প্রথমে একটি রক ব্যান্ড গঠনের সিদ্ধান্ত নেন। ব্যান্ডের নামটি অবশ্য সৌরভের কাছ থেকে আসা।
গানটির ব্যাপারে সৌরভের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই গান আমাদের আশপাশের সেই সব মানুষকে নিয়ে, যারা ভালোবাসায় কষ্ট পেয়েছে তাদের সব থেকে প্রিয় মানুষটির কাছ থেকে। তবু সেই সব স্মৃতি বয়ে বেড়াচ্ছেন হয়তো বোবা ডায়েরিতে। এই অনুভূতি নিয়েই আমাদের এই গান।’
গানে ভোকালে আছেন এম এ নাইম, লিড গিটারে শ্যাম সৌরভ, রিদম গিটারে আছেন রাগিব নিহাল প্রণয় ও আহনাফ আদিল, বেইজ গিটারে রাকিবুল হাসান এবং ড্রামসে মো. আফিফ আরমান আদিব।
গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন এম এ নাইম। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন এস আর সবুজ। গানটি এস এস মিউজিক ল্যাবে রেকর্ডিং করা হয়েছে।
গানটি এখানে শুনুন:
পঞ্চগড়ের ব্যান্ড এপিটাফের প্রথম গান ‘হারিয়ে ফেলেছি’ প্রকাশ পেয়েছে। গত ৩ ডিসেম্বর তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। ২০২২ সালের ১৮ মার্চ থেকে শুরু হয় এপিটাফের পথচলা। নাইম, রাকিব, সৌরভ, আদিব প্রথমে একটি রক ব্যান্ড গঠনের সিদ্ধান্ত নেন। ব্যান্ডের নামটি অবশ্য সৌরভের কাছ থেকে আসা।
গানটির ব্যাপারে সৌরভের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই গান আমাদের আশপাশের সেই সব মানুষকে নিয়ে, যারা ভালোবাসায় কষ্ট পেয়েছে তাদের সব থেকে প্রিয় মানুষটির কাছ থেকে। তবু সেই সব স্মৃতি বয়ে বেড়াচ্ছেন হয়তো বোবা ডায়েরিতে। এই অনুভূতি নিয়েই আমাদের এই গান।’
গানে ভোকালে আছেন এম এ নাইম, লিড গিটারে শ্যাম সৌরভ, রিদম গিটারে আছেন রাগিব নিহাল প্রণয় ও আহনাফ আদিল, বেইজ গিটারে রাকিবুল হাসান এবং ড্রামসে মো. আফিফ আরমান আদিব।
গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন এম এ নাইম। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন এস আর সবুজ। গানটি এস এস মিউজিক ল্যাবে রেকর্ডিং করা হয়েছে।
গানটি এখানে শুনুন:
শুটিং করতে গিয়ে কবরে শোয়ার পর তৌসিফের মনে হচ্ছিল, সবাই তাঁকে মাটিচাপা দিয়ে দেবে। ছয়টি জ্যান্ত সাপের সঙ্গে আধা ঘণ্টার বেশি সময় কবরে থাকতে হয়েছে তাঁকে। ওই ৩০ মিনিট তাঁর কাছে ৩০ বছরের মতো মনে হচ্ছিল।
৭ ঘণ্টা আগেআজ টালিউডে মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘ধূমকেতু’। একই দিনে প্রকাশ পেয়েছে অভিনেতার নতুন আরও এক সিনেমা ‘রঘু ডাকাত’-এর ফার্স্ট লুক পোস্টার। দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি।
৭ ঘণ্টা আগেআগুনযাত্রার গল্প গড়ে উঠেছে উমা চরিত্রকে কেন্দ্র করে। উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ। এ গবেষণার সূত্র ধরে কমলা হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায় উমা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বিজ্ঞাপন বানাচ্ছেন শিহাব শাহীন। একসঙ্গে বানাচ্ছেন ছয়টি বিজ্ঞাপন। একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন অভিনেত্রী সামিয়া অথৈ। এবারই প্রথম শিহাব শাহীনের নির্দেশনায় কাজ করলেন অভিনেত্রী।
৭ ঘণ্টা আগে