Ajker Patrika

সংসার ভাঙল কনার, বিচ্ছেদ হয়নি লিখে আবার মুছে দিলেন ইফতেখার

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুন ২০২৫, ১৩: ৫৫
সংগীতশিল্পী কনা। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী কনা। ছবি: সংগৃহীত

গতকাল মিডিয়াপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে—এক গিটারিস্টের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। এমনকি ভাঙনের পথে তাঁর ছয় বছরের সংসার। বিচ্ছেদ নিয়ে যখন কানাঘুষা চলছে, সে সময় কনা জানালেন, ভাঙনের পথে নয়, ইতিমধ্যে তাঁর স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখারের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তাঁর। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় সংসার ভাঙার খবর নিজেই জানিয়েছেন কনা।

ফেসবুকে কনা লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়। আমার সব শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়েই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এ পথে হেঁটেছি।’

কনা আরও লেখেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যে কাজের মাধ্যমেই আমি এত দূর আসতে পেরেছি। তাই আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সব সময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’

ফেসবুকে কনা স্ট্যাটাস শেয়ার করার এক ঘণ্টার মাথায় বিচ্ছেদের কথা অস্বীকার করে পোস্ট দেন ইফতেখার। তিনি জানান, পারিবারিক কিছু সমস্যা হলেও এখনো তাঁদের বিচ্ছেদ হয়নি। এমনকি যাঁরা এ ধরনের খবর প্রচার করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন তিনি। তবে কিছুক্ষণের মধ্যেই নিজের পোস্ট সরিয়ে দেন ইফতেখার।

কনা ও গোলাম মো. ইফতেখার। ছবি: সংগৃহীত
কনা ও গোলাম মো. ইফতেখার। ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর প্রেম করে ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করল কোন কোন দেশ, বাংলাদেশও কি ছিল

প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডির সঙ্গে ড. ইউনূস, পাশে মেয়ে দীনা

বিএনপির চোখ জামায়াত ও চরমোনাইয়ের দিকে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: হাইব্রিড পদ্ধতির বিশ্ববিদ্যালয় চলবে দুপুর থেকে সন্ধ্যা

ইসরায়েলকে তুলোধুনোর পর ফিলিস্তিনপন্থী বিক্ষোভে কলম্বিয়ার প্রেসিডেন্ট, ভিসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত