অনেকবার মিউজিক ভিডিওতে দেখা গেলেও এবারই প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে ভারতের জনপ্রিয় গায়ক শানকে। পাপারাও বিয়ালাস পরিচালিত সংগীতবহুল সিনেমা ‘মিউজিক স্কুল’-এ দেখা যাবে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
সিনেমায় সুযোগ পাওয়ায় পরিচালককে কৃতজ্ঞতা জানিয়ে শান বলেন, ‘যখন ‘‘মিউজিক স্কুল’’-এর একটা গানের কাজ করলাম, তখন ধারণাই ছিল না যে তাতে অভিনয়ের সুযোগও পাব।’
কেন তাঁকেই অভিনয়ের জন্য বেছে নিলেন পরিচালক? শানের কথায়, ‘যখন আমি গান রেকর্ড করছিলাম, পরিচালকের মনে হয়েছিল, চরিত্রটায় আমাকেই সব থেকে ভালো মানাবে। তখন তিনি আমাকে প্রস্তাব দেন।’
সিনেমার গল্প নিয়ে ধারণা ছিলই, এরপর যখন পাপারাও চিত্রনাট্য পড়ে শোনান, রাজি হয়ে যান শান। তিনি জানান, ‘শুটিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো। সিনেমার বেশির ভাগ অংশ শুট করা হয়েছে ভারতের গোয়ায়।’
শানের অন্তর্ভুক্তি নিয়ে নির্মাতা পাপারাও বলেন, ‘শান যখন সিনেমার জন্য গান রেকর্ড করছিল, তখন ওকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। খুশিতে ওর চোখমুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। আক্ষরিক অর্থেই নেচে নেচে গাইছিল ও। ব্যস, সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম, যাকে খুঁজছি, আমি তাকেই পেয়ে গেছি।’
শানের বিপুল প্রশংসা করে পরিচালক জানান, ‘শান শুধু একজন অসাধারণ গায়কই নন, একজন স্বতঃস্ফূর্ত, অভিনেতাও। জোর করে কোনো কিছু করার চেষ্টা করতে হয় না তাকে। পাপারাওয়ের কথায়, সব থেকে বড় কথা, ও একজন খুব ভালো মানুষ। ওর ইতিবাচক মানসিকতা এবং উচ্ছল ভাবভঙ্গির জন্যই এ ছবিতে ওকে নিয়েছি।’
জানা গেছে, ১১টি গান থাকবে এই সিনেমায়। এর মধ্যে তিনটি গান ‘সাউন্ড অব মিউজিক’ সিনেমা থেকে নিয়ে নতুন করে সাজানো হয়েছে।
অনেকবার মিউজিক ভিডিওতে দেখা গেলেও এবারই প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে ভারতের জনপ্রিয় গায়ক শানকে। পাপারাও বিয়ালাস পরিচালিত সংগীতবহুল সিনেমা ‘মিউজিক স্কুল’-এ দেখা যাবে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
সিনেমায় সুযোগ পাওয়ায় পরিচালককে কৃতজ্ঞতা জানিয়ে শান বলেন, ‘যখন ‘‘মিউজিক স্কুল’’-এর একটা গানের কাজ করলাম, তখন ধারণাই ছিল না যে তাতে অভিনয়ের সুযোগও পাব।’
কেন তাঁকেই অভিনয়ের জন্য বেছে নিলেন পরিচালক? শানের কথায়, ‘যখন আমি গান রেকর্ড করছিলাম, পরিচালকের মনে হয়েছিল, চরিত্রটায় আমাকেই সব থেকে ভালো মানাবে। তখন তিনি আমাকে প্রস্তাব দেন।’
সিনেমার গল্প নিয়ে ধারণা ছিলই, এরপর যখন পাপারাও চিত্রনাট্য পড়ে শোনান, রাজি হয়ে যান শান। তিনি জানান, ‘শুটিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো। সিনেমার বেশির ভাগ অংশ শুট করা হয়েছে ভারতের গোয়ায়।’
শানের অন্তর্ভুক্তি নিয়ে নির্মাতা পাপারাও বলেন, ‘শান যখন সিনেমার জন্য গান রেকর্ড করছিল, তখন ওকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। খুশিতে ওর চোখমুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। আক্ষরিক অর্থেই নেচে নেচে গাইছিল ও। ব্যস, সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম, যাকে খুঁজছি, আমি তাকেই পেয়ে গেছি।’
শানের বিপুল প্রশংসা করে পরিচালক জানান, ‘শান শুধু একজন অসাধারণ গায়কই নন, একজন স্বতঃস্ফূর্ত, অভিনেতাও। জোর করে কোনো কিছু করার চেষ্টা করতে হয় না তাকে। পাপারাওয়ের কথায়, সব থেকে বড় কথা, ও একজন খুব ভালো মানুষ। ওর ইতিবাচক মানসিকতা এবং উচ্ছল ভাবভঙ্গির জন্যই এ ছবিতে ওকে নিয়েছি।’
জানা গেছে, ১১টি গান থাকবে এই সিনেমায়। এর মধ্যে তিনটি গান ‘সাউন্ড অব মিউজিক’ সিনেমা থেকে নিয়ে নতুন করে সাজানো হয়েছে।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৯ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৯ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
২০ ঘণ্টা আগে