গত ২৮ ফেব্রুয়ারি রাত ১০ টায় অভিনেতা ও গায়ক তাহসান খানের ফেসবুক পেজ থেকে একটি লাইভ আপলোড হয়, কয়েক ঘণ্টার মধ্যে সেটা মুছেও ফেলা হয়। ভিডিওতে অভিনেত্রী তাসনিয়া ফারিনকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়। আপলোডের পর ভিডিওটি নিয়ে অনেকে নানা ধরনের কমেন্ট করতে শুরু করেন। ঘণ্টাখানেক পর তাসনিয়া ফারিনও তাঁর প্রোফাইলে পোস্টে লেখেন, ‘এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম।’
গত দুইদিন এ বিষয়ে তাহসান বা ফারিণ কোনো মন্তব্য করেননি। আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সন্মেলন করে তাঁরা জানান, তাঁরা দুজনই ঢাকার একটি এপেক্স স্টোরে গিয়েছিলেন। তখনই লাইভ হয়ে যায় তাহসানের ফোন থেকে। তাঁরা সুস্থ আছেন, ভালো আছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে ভালো কিছু নিয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন।
সংবাদ সম্মেলনে তাহসান বলেন, ‘আপনারা লাইভে দেখেছেন আমরা কোথাও আটকা পড়েছিলাম। আমরা আসলে আটকা পড়িনি। কী ঘটেছিল সেটা কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন। আজ আমরা পুরোটা এক্সপ্লেইন করতে পারব না। একটি কাজের প্রয়োজনে আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। সে হিসেবে আমরা একটা স্টোরে গিয়েছিলাম। আজকে এতটুকুই বলতে পারি।’
তাসনিয়া ফারিণ বলেন, ‘আপনারা যে স্টোরে আমাদের দেখেছেন সেটা একটা অ্যাপেক্সের স্টোর ছিল। আমরা ওখানে একটা কাজের জন্য গিয়েছিলাম।’
গত ২৮ ফেব্রুয়ারি রাত ১০ টায় অভিনেতা ও গায়ক তাহসান খানের ফেসবুক পেজ থেকে একটি লাইভ আপলোড হয়, কয়েক ঘণ্টার মধ্যে সেটা মুছেও ফেলা হয়। ভিডিওতে অভিনেত্রী তাসনিয়া ফারিনকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়। আপলোডের পর ভিডিওটি নিয়ে অনেকে নানা ধরনের কমেন্ট করতে শুরু করেন। ঘণ্টাখানেক পর তাসনিয়া ফারিনও তাঁর প্রোফাইলে পোস্টে লেখেন, ‘এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম।’
গত দুইদিন এ বিষয়ে তাহসান বা ফারিণ কোনো মন্তব্য করেননি। আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সন্মেলন করে তাঁরা জানান, তাঁরা দুজনই ঢাকার একটি এপেক্স স্টোরে গিয়েছিলেন। তখনই লাইভ হয়ে যায় তাহসানের ফোন থেকে। তাঁরা সুস্থ আছেন, ভালো আছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে ভালো কিছু নিয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন।
সংবাদ সম্মেলনে তাহসান বলেন, ‘আপনারা লাইভে দেখেছেন আমরা কোথাও আটকা পড়েছিলাম। আমরা আসলে আটকা পড়িনি। কী ঘটেছিল সেটা কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন। আজ আমরা পুরোটা এক্সপ্লেইন করতে পারব না। একটি কাজের প্রয়োজনে আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। সে হিসেবে আমরা একটা স্টোরে গিয়েছিলাম। আজকে এতটুকুই বলতে পারি।’
তাসনিয়া ফারিণ বলেন, ‘আপনারা যে স্টোরে আমাদের দেখেছেন সেটা একটা অ্যাপেক্সের স্টোর ছিল। আমরা ওখানে একটা কাজের জন্য গিয়েছিলাম।’
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে