Ajker Patrika

মায়ের কণ্ঠে মেয়ের গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ২৩: ৪৮
মেয়ে রোদেলার সঙ্গে ন্যান্‌সি। ছবি: সংগৃহীত
মেয়ে রোদেলার সঙ্গে ন্যান্‌সি। ছবি: সংগৃহীত

গত বছরের শেষ দিকে প্রকাশ পায় রোদেলার একক গান ‘রাজকুমার’। রাজু চৌধুরীর কথায় এহসান রাহীর সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। গানটি প্রকাশের পর প্রশংসিত হয়েছে রোদেলার গায়কি। এবার রোদেলার রাজকুমার গাইলেন তাঁর মা সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি।

গত রোববার প্র্যাকটিস সেশন থেকে ফেসবুক লাইভে এসে রোদেলার গাওয়া রাজকুমার গেয়ে শোনান ন্যান্‌সি। গান শুরুর আগে ন্যান্‌সি বলেন, ‘গত ডিসেম্বরে আমার বড় কন্যা রোদেলার রাজকুমার গানটি প্রকাশ পায়। গানটি শোনার পর এখন কাভার করার চেষ্টা করছি। স্টুডিওতে প্র্যাকটিস করছি। চেষ্টা করছি, আমি গাইলেও যেন গানটি সবার ভালো লাগে।’

ন্যান্‌সি আরও বলেন, ‘মেয়ের গান এভাবে আগে কণ্ঠে তুলিনি। এবারের গানটি বেশ অন্য রকম এবং মজার। রাজকুমার গানটি অনেকের প্রিয় হয়ে উঠেছে। তাদের মধ্যে আমিও একজন। আমিও বিভিন্ন অনুষ্ঠানে গানটি গাইব বলে ঠিক করেছি।’

এরপর রাজকুমার গানের কয়েক লাইন লাইভে গেয়ে শোনান ন্যান্‌সি। গান শেষ করে ন্যান্‌সি বলেন, ‘রোদেলা যখন আমার গান গায়, তখন সবাই বলে, মায়ের মতো হয়নি; এখন হয়তো আমাকে বলবে, রোদেলার মতো হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত