একটি কনসার্টে ইংল্যান্ডের ম্যানচেস্টারে যাওয়ার পথে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফল বিমানবন্দরে আটক হন মার্কিন র্যাপার নিকি মিনাজ। ‘মাদক রাখার’ অভিযোগে তাঁকে আটক করে নেদারল্যান্ডস মিলিটারি পুলিশ। ভ্যারাইটি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পরে জরিমানা প্রদান করায় নিকিকে ছেড়ে দেওয়া হয়েছে।
নিকি নিজেই এক ইনস্টাগ্রামে লাইভ ভিডিওর মাধ্যমে ঘটনাটি বর্ণনা করেছেন। ভিডিওতে পুলিশকে নিকির জিনিসপত্র তল্লাশি করতে দেখা যায়। তাঁকে পুলিশের জেরাতেও পড়তে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হয়ে আসার সময় তাঁর লাগেজ পুনরায় তল্লাশি করতে চান পুলিশ এবং সেই পুলিশ অফিসার তাঁকে থানায় যেতে বলেন।
নিকিকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘তারা প্রি-রোলড মারিজুয়ানা পেয়েছে।’ পুলিশ তাঁকে জানায়, ‘ড্রাগস বহন’ করার জন্য তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে। নিকিকে যখন পুলিশ ভ্যানে উঠতে বলা হয়, নিকি তখন বলেন, ‘আমি কেন পুলিশ ভ্যানে উঠব?’ পুলিশ তখন তাঁকে মাদক বহনের কারণে থানায় যেতে বলে। তখন নিকিকে বলতে শোনা যায়, ‘আমি কোনো ড্রাগ বহন করছি না।’ তবে পুলিশ তাঁর কথা শোনেনি। ভিডিওতে বেশ কয়েকবার নিকিকে বলতে শোনা যায়, আইনজীবী না আসা পর্যন্ত তিনি কোথাও যাবেন না। নিকিকে ভিডিও ধারণ করতেও নিষেধ করেন পুলিশ কর্মকর্তা।
এ ঘটনার পর নিকির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। টুইটারে ‘#ফ্রিনিকি’ ট্রেন্ড ট্রেন্ডিংয়ে রয়েছে। আবার নেটিজেনদের কেউ কেউ বলেছেন, ‘তারকারা আইনের ঊর্ধ্বে নন।’
নিকি মিনাজ বর্তমানে তাঁর সবশেষ অ্যালবামের সমর্থনে ‘পিঙ্ক ফ্রাইডে ২’ ওয়ার্ল্ড ট্যুরে রয়েছেন। গতকাল শনিবার (২৫ মে) রাতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে তাঁর পারফর্ম করার কথা ছিল, কিন্তু অনুষ্ঠানটি এখন স্থগিত করা হয়েছে। কনসার্ট ভেন্যু কো-অপ লাইভ এক্স অ্যাকাউন্ট জানিয়েছে, কনসার্টের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
একটি কনসার্টে ইংল্যান্ডের ম্যানচেস্টারে যাওয়ার পথে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফল বিমানবন্দরে আটক হন মার্কিন র্যাপার নিকি মিনাজ। ‘মাদক রাখার’ অভিযোগে তাঁকে আটক করে নেদারল্যান্ডস মিলিটারি পুলিশ। ভ্যারাইটি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পরে জরিমানা প্রদান করায় নিকিকে ছেড়ে দেওয়া হয়েছে।
নিকি নিজেই এক ইনস্টাগ্রামে লাইভ ভিডিওর মাধ্যমে ঘটনাটি বর্ণনা করেছেন। ভিডিওতে পুলিশকে নিকির জিনিসপত্র তল্লাশি করতে দেখা যায়। তাঁকে পুলিশের জেরাতেও পড়তে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হয়ে আসার সময় তাঁর লাগেজ পুনরায় তল্লাশি করতে চান পুলিশ এবং সেই পুলিশ অফিসার তাঁকে থানায় যেতে বলেন।
নিকিকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘তারা প্রি-রোলড মারিজুয়ানা পেয়েছে।’ পুলিশ তাঁকে জানায়, ‘ড্রাগস বহন’ করার জন্য তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে। নিকিকে যখন পুলিশ ভ্যানে উঠতে বলা হয়, নিকি তখন বলেন, ‘আমি কেন পুলিশ ভ্যানে উঠব?’ পুলিশ তখন তাঁকে মাদক বহনের কারণে থানায় যেতে বলে। তখন নিকিকে বলতে শোনা যায়, ‘আমি কোনো ড্রাগ বহন করছি না।’ তবে পুলিশ তাঁর কথা শোনেনি। ভিডিওতে বেশ কয়েকবার নিকিকে বলতে শোনা যায়, আইনজীবী না আসা পর্যন্ত তিনি কোথাও যাবেন না। নিকিকে ভিডিও ধারণ করতেও নিষেধ করেন পুলিশ কর্মকর্তা।
এ ঘটনার পর নিকির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। টুইটারে ‘#ফ্রিনিকি’ ট্রেন্ড ট্রেন্ডিংয়ে রয়েছে। আবার নেটিজেনদের কেউ কেউ বলেছেন, ‘তারকারা আইনের ঊর্ধ্বে নন।’
নিকি মিনাজ বর্তমানে তাঁর সবশেষ অ্যালবামের সমর্থনে ‘পিঙ্ক ফ্রাইডে ২’ ওয়ার্ল্ড ট্যুরে রয়েছেন। গতকাল শনিবার (২৫ মে) রাতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে তাঁর পারফর্ম করার কথা ছিল, কিন্তু অনুষ্ঠানটি এখন স্থগিত করা হয়েছে। কনসার্ট ভেন্যু কো-অপ লাইভ এক্স অ্যাকাউন্ট জানিয়েছে, কনসার্টের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
আজ ‘রূপনগরের রাজকন্যা’খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শবনমের ৮০তম জন্মদিন। এ উপলক্ষে দীর্ঘ ২৬ বছর পর তিনি অংশ নিয়েছেন কোনো টিভি অনুষ্ঠানে। চ্যানেল আইয়ের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানটির নাম ‘শবনম: রূপনগরের রাজকন্যা’।
২১ ঘণ্টা আগেরুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। নাম দিয়েছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এই সিনেমায় যুক্ত হয়েছেন রুনা খান। তিনি অভিনয় করবেন একজন চিত্রনায়িকার চরিত্রে।
২১ ঘণ্টা আগেআগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নাট্যদল স্বপ্নদল ১৮ ও ১৯ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৫’।
২১ ঘণ্টা আগেগতকাল কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার মুম্বাই থেকে কলকাতায় আসেন নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। নির্ধারিত সময়ে শুরু হলেও বাধার মুখে মাঝপথে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান।
২১ ঘণ্টা আগে