একটি কনসার্টে ইংল্যান্ডের ম্যানচেস্টারে যাওয়ার পথে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফল বিমানবন্দরে আটক হন মার্কিন র্যাপার নিকি মিনাজ। ‘মাদক রাখার’ অভিযোগে তাঁকে আটক করে নেদারল্যান্ডস মিলিটারি পুলিশ। ভ্যারাইটি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পরে জরিমানা প্রদান করায় নিকিকে ছেড়ে দেওয়া হয়েছে।
নিকি নিজেই এক ইনস্টাগ্রামে লাইভ ভিডিওর মাধ্যমে ঘটনাটি বর্ণনা করেছেন। ভিডিওতে পুলিশকে নিকির জিনিসপত্র তল্লাশি করতে দেখা যায়। তাঁকে পুলিশের জেরাতেও পড়তে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হয়ে আসার সময় তাঁর লাগেজ পুনরায় তল্লাশি করতে চান পুলিশ এবং সেই পুলিশ অফিসার তাঁকে থানায় যেতে বলেন।
নিকিকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘তারা প্রি-রোলড মারিজুয়ানা পেয়েছে।’ পুলিশ তাঁকে জানায়, ‘ড্রাগস বহন’ করার জন্য তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে। নিকিকে যখন পুলিশ ভ্যানে উঠতে বলা হয়, নিকি তখন বলেন, ‘আমি কেন পুলিশ ভ্যানে উঠব?’ পুলিশ তখন তাঁকে মাদক বহনের কারণে থানায় যেতে বলে। তখন নিকিকে বলতে শোনা যায়, ‘আমি কোনো ড্রাগ বহন করছি না।’ তবে পুলিশ তাঁর কথা শোনেনি। ভিডিওতে বেশ কয়েকবার নিকিকে বলতে শোনা যায়, আইনজীবী না আসা পর্যন্ত তিনি কোথাও যাবেন না। নিকিকে ভিডিও ধারণ করতেও নিষেধ করেন পুলিশ কর্মকর্তা।
এ ঘটনার পর নিকির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। টুইটারে ‘#ফ্রিনিকি’ ট্রেন্ড ট্রেন্ডিংয়ে রয়েছে। আবার নেটিজেনদের কেউ কেউ বলেছেন, ‘তারকারা আইনের ঊর্ধ্বে নন।’
নিকি মিনাজ বর্তমানে তাঁর সবশেষ অ্যালবামের সমর্থনে ‘পিঙ্ক ফ্রাইডে ২’ ওয়ার্ল্ড ট্যুরে রয়েছেন। গতকাল শনিবার (২৫ মে) রাতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে তাঁর পারফর্ম করার কথা ছিল, কিন্তু অনুষ্ঠানটি এখন স্থগিত করা হয়েছে। কনসার্ট ভেন্যু কো-অপ লাইভ এক্স অ্যাকাউন্ট জানিয়েছে, কনসার্টের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
একটি কনসার্টে ইংল্যান্ডের ম্যানচেস্টারে যাওয়ার পথে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফল বিমানবন্দরে আটক হন মার্কিন র্যাপার নিকি মিনাজ। ‘মাদক রাখার’ অভিযোগে তাঁকে আটক করে নেদারল্যান্ডস মিলিটারি পুলিশ। ভ্যারাইটি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পরে জরিমানা প্রদান করায় নিকিকে ছেড়ে দেওয়া হয়েছে।
নিকি নিজেই এক ইনস্টাগ্রামে লাইভ ভিডিওর মাধ্যমে ঘটনাটি বর্ণনা করেছেন। ভিডিওতে পুলিশকে নিকির জিনিসপত্র তল্লাশি করতে দেখা যায়। তাঁকে পুলিশের জেরাতেও পড়তে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হয়ে আসার সময় তাঁর লাগেজ পুনরায় তল্লাশি করতে চান পুলিশ এবং সেই পুলিশ অফিসার তাঁকে থানায় যেতে বলেন।
নিকিকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘তারা প্রি-রোলড মারিজুয়ানা পেয়েছে।’ পুলিশ তাঁকে জানায়, ‘ড্রাগস বহন’ করার জন্য তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে। নিকিকে যখন পুলিশ ভ্যানে উঠতে বলা হয়, নিকি তখন বলেন, ‘আমি কেন পুলিশ ভ্যানে উঠব?’ পুলিশ তখন তাঁকে মাদক বহনের কারণে থানায় যেতে বলে। তখন নিকিকে বলতে শোনা যায়, ‘আমি কোনো ড্রাগ বহন করছি না।’ তবে পুলিশ তাঁর কথা শোনেনি। ভিডিওতে বেশ কয়েকবার নিকিকে বলতে শোনা যায়, আইনজীবী না আসা পর্যন্ত তিনি কোথাও যাবেন না। নিকিকে ভিডিও ধারণ করতেও নিষেধ করেন পুলিশ কর্মকর্তা।
এ ঘটনার পর নিকির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। টুইটারে ‘#ফ্রিনিকি’ ট্রেন্ড ট্রেন্ডিংয়ে রয়েছে। আবার নেটিজেনদের কেউ কেউ বলেছেন, ‘তারকারা আইনের ঊর্ধ্বে নন।’
নিকি মিনাজ বর্তমানে তাঁর সবশেষ অ্যালবামের সমর্থনে ‘পিঙ্ক ফ্রাইডে ২’ ওয়ার্ল্ড ট্যুরে রয়েছেন। গতকাল শনিবার (২৫ মে) রাতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে তাঁর পারফর্ম করার কথা ছিল, কিন্তু অনুষ্ঠানটি এখন স্থগিত করা হয়েছে। কনসার্ট ভেন্যু কো-অপ লাইভ এক্স অ্যাকাউন্ট জানিয়েছে, কনসার্টের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
ট্রাম্প বাণিজ্য দপ্তরের মতো সংশ্লিষ্ট মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত এবং যুক্তরাষ্ট্রে আনা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করতে চাই!’
২ ঘণ্টা আগেকণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আছেন কানাডায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তাঁর ছেলে নিবিড়। সেই থেকে ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াইয়ে কুমার বিশ্বজিৎ। গান ছেড়েছেন, দেশ ছেড়েছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতালে ছেলের পাশে থেকেছেন। বিশ্বজিৎ জানালেন...
৪ ঘণ্টা আগেহলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগেনাট্যদল এথিক মঞ্চে আনছে কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্র নাটক ‘সুড়ঙ্গ’। এটি এথিকের ১৪তম প্রযোজনা। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সহযোগী নির্দেশক মনি কানচন। নাটকটির প্রযোজনা অধিকর্তা রেজানুর রহমান। ২৩ মে সন্ধ্যা ৭টায় ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে সুড়ঙ্গ নাটকের উদ্বোধনী
৪ ঘণ্টা আগে