Ajker Patrika

আট ব্যান্ড নিয়ে চট্টগ্রামে গালা নাইট কনসার্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা
জেমস। ছবি: সংগৃহীত
জেমস। ছবি: সংগৃহীত

শীত মানে কনসার্টের ভরা মৌসুম। এবারও কনসার্টে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এবার আট ব্যান্ড নিয়ে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে ‘গালা নাইট কনসার্ট’। আগামী ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এই কনসার্ট দিয়ে শেষ হবে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত চট্টগ্রাম ফুল উৎসব-২০২৫।

গালা নাইট শীর্ষক কনসার্টে গান শোনাবে ব্যান্ড নগরবাউল, শিরোনামহীন, আর্টসেল, আর্বোভাইরাস, অ্যাভোয়েড রাফা, লালন, তীরন্দাজ ও উন্মাদ। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে কনসার্টের তত্ত্বাবধানে রয়েছে প্রাইমওয়েভ কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, একটি জমজমাট কনসার্ট আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছে তারা। চলতি সপ্তাহে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। শিগগির প্রাইমওয়েভ কমিউনিকেশনের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে টিকিটের দাম ও প্রাপ্তির স্থান।

শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা।	ছবি: সংগৃহীত
শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

ব্যস্ত জীবনে কিছুটা প্রশান্তি এনে দিতে নাগরিকদের জন্য ২০২৩ সাল থেকে চট্টগ্রাম ডিসি পার্কে ফুল উৎসবের আয়োজন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ‘ফুলের মতন আপনি ফোটাও গান’ প্রতিপাদ্য সামনে রেখে গত ৪ জানুয়ারি তৃতীয়বারের মতো শুরু হয়েছে মাসব্যাপী এই আয়োজন। ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন। আরও ছিল মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, চলচ্চিত্র প্রদর্শনী, ভায়োলিন শো, পুতুলনাচ ইত্যাদি। এবারের ফুল উৎসব উৎসর্গ করা হয়েছে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের উদ্দেশ্যে।

আর্টসেল ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত
আর্টসেল ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত