গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে ইতিহাস গড়েছেন মার্কিন গায়িকা বিয়ন্সে। মোট চারটি গ্র্যামি পুরস্কার জিতে সবচেয়ে বেশি গ্র্যামিজয়ী তারকা এখন তিনি। এখন পর্যন্ত ৩২টি গ্র্যামি জিতেছেন এই মার্কিন তারকা। প্রয়াত হাঙ্গেরিয়ান-ব্রিটিশ তারকা সংগীত পরিচালক জর্জ সলতি দুই দশক ধরে ৩১ বার গ্র্যামি পুরস্কারের রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্রিপটো ডটকম অ্যারেনায় বসেছিল এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের আয়োজন।
বাংলাদেশ সময় আজ সোমবার সকাল ছয়টায় শুরু হয় গ্র্যামি অ্যাওয়ার্ডের এবারের আয়োজন। কমেডিয়ান ট্রেভর নোয়াহ তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডের উপস্থাপনা করেন।
এবারের আসরে ৯ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বিয়ন্সে। সেরা নাচ–ইলেকট্রিক মিউজিক অ্যালবাম (রেনেসাঁ) ছাড়াও সেরা ট্র্যাডিশনাল আরঅ্যান্ডআর পরিবেশনা (প্লাস্টিক অব দ্য সোফা), সেরা নাচ–ইলেকট্রিক রেকর্ডিং (ব্রেক মাই সোল), সেরা আরঅ্যান্ডআর গান (কাফ ইট) বিভাগে পুরস্কার জিতেছেন বিয়ন্সে।
পুরস্কার জয়ের পাশাপাশি মনোনয়নের রেকর্ডেও ভাগ বসিয়েছেন বিয়ন্সে। গ্র্যামির ইতিহাসের সর্বোচ্চ মনোনয়ন এখন যৌথভাবে বিয়ন্সে ও তাঁর স্বামী জে-জেডের দখলে। ৮৮ বার মনোনয়ন পাওয়ায় যৌথভাবে এই রেকর্ডটি গড়েছেন তাঁরা।
অনুভূতি জানাতে গিয়ে গ্র্যামির মঞ্চে বিয়ন্সে বলেন, ‘আমি আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। প্রথমে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমার চাচা জনিকে ধন্যবাদ জানাই, যিনি আমাদের মাঝে নেই, কিন্তু প্রেরণা হয়ে তিনি আমার মাঝে আছেন। আমি মা-বাবা, স্বামী ও সন্তানদের ধন্যবাদ জানাই।’
গ্র্যামিতে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়ার তালিকায় বিয়ন্সে ও সলতির পর রয়েছেন প্রযোজক কুইন্সি জোনস (২৮) ও অ্যালিসন ক্রাউস (২৭)। এবারের আসরে ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে লিজ্জোর ‘অ্যাবাউট ড্যাম টাইম’। ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নিয়েছে বনি রাইটের ‘জাস্ট লাইক দ্যাট’ গানটি। ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ হয়েছে হ্যারি স্টাইলসের ‘হ্যারি’স হাউস’। ‘বেস্ট পপ সোলো আর্টিস্ট’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন অ্যাডেল। ‘ইজি অন মি’ গানের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও প্রযোজক ভায়োলা ডেভিসও। নিজের আত্মজীবনী ‘ফাইন্ডিং মি’-এর অডিও বইয়ের জন্য গ্র্যামি জেতেন তিনি। এর মাধ্যমে এমি, গ্র্যামি, অস্কার ও টনি অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকায় জায়গা করে নিয়েছেন ভায়োলা ডেভিস।
গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে ইতিহাস গড়েছেন মার্কিন গায়িকা বিয়ন্সে। মোট চারটি গ্র্যামি পুরস্কার জিতে সবচেয়ে বেশি গ্র্যামিজয়ী তারকা এখন তিনি। এখন পর্যন্ত ৩২টি গ্র্যামি জিতেছেন এই মার্কিন তারকা। প্রয়াত হাঙ্গেরিয়ান-ব্রিটিশ তারকা সংগীত পরিচালক জর্জ সলতি দুই দশক ধরে ৩১ বার গ্র্যামি পুরস্কারের রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্রিপটো ডটকম অ্যারেনায় বসেছিল এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের আয়োজন।
বাংলাদেশ সময় আজ সোমবার সকাল ছয়টায় শুরু হয় গ্র্যামি অ্যাওয়ার্ডের এবারের আয়োজন। কমেডিয়ান ট্রেভর নোয়াহ তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডের উপস্থাপনা করেন।
এবারের আসরে ৯ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বিয়ন্সে। সেরা নাচ–ইলেকট্রিক মিউজিক অ্যালবাম (রেনেসাঁ) ছাড়াও সেরা ট্র্যাডিশনাল আরঅ্যান্ডআর পরিবেশনা (প্লাস্টিক অব দ্য সোফা), সেরা নাচ–ইলেকট্রিক রেকর্ডিং (ব্রেক মাই সোল), সেরা আরঅ্যান্ডআর গান (কাফ ইট) বিভাগে পুরস্কার জিতেছেন বিয়ন্সে।
পুরস্কার জয়ের পাশাপাশি মনোনয়নের রেকর্ডেও ভাগ বসিয়েছেন বিয়ন্সে। গ্র্যামির ইতিহাসের সর্বোচ্চ মনোনয়ন এখন যৌথভাবে বিয়ন্সে ও তাঁর স্বামী জে-জেডের দখলে। ৮৮ বার মনোনয়ন পাওয়ায় যৌথভাবে এই রেকর্ডটি গড়েছেন তাঁরা।
অনুভূতি জানাতে গিয়ে গ্র্যামির মঞ্চে বিয়ন্সে বলেন, ‘আমি আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। প্রথমে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমার চাচা জনিকে ধন্যবাদ জানাই, যিনি আমাদের মাঝে নেই, কিন্তু প্রেরণা হয়ে তিনি আমার মাঝে আছেন। আমি মা-বাবা, স্বামী ও সন্তানদের ধন্যবাদ জানাই।’
গ্র্যামিতে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়ার তালিকায় বিয়ন্সে ও সলতির পর রয়েছেন প্রযোজক কুইন্সি জোনস (২৮) ও অ্যালিসন ক্রাউস (২৭)। এবারের আসরে ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে লিজ্জোর ‘অ্যাবাউট ড্যাম টাইম’। ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নিয়েছে বনি রাইটের ‘জাস্ট লাইক দ্যাট’ গানটি। ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ হয়েছে হ্যারি স্টাইলসের ‘হ্যারি’স হাউস’। ‘বেস্ট পপ সোলো আর্টিস্ট’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন অ্যাডেল। ‘ইজি অন মি’ গানের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও প্রযোজক ভায়োলা ডেভিসও। নিজের আত্মজীবনী ‘ফাইন্ডিং মি’-এর অডিও বইয়ের জন্য গ্র্যামি জেতেন তিনি। এর মাধ্যমে এমি, গ্র্যামি, অস্কার ও টনি অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকায় জায়গা করে নিয়েছেন ভায়োলা ডেভিস।
ভারতের পাকিস্তানে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নামটির ট্রেডমার্ক পাওয়ার আবেদন করেছিল আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তবে পরে সেই আবেদন প্রত্যাহার করা হয়েছে।
১২ ঘণ্টা আগে১১ মে মা দিবস। দিবসটিকে সামনে রেখে মাকে নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবারই প্রথম মাকে নিয়ে গাইলেন তিনি। কামরুল নান্নুর লেখা ‘নাড়ির বন্ধন’ শিরোনামের গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামিনা চৌধুরী। ১১ মে গানটি প্রকাশ করা হবে সামিনা
১৫ ঘণ্টা আগেশামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের সম্পর্ক নিয়ে পানি কম ঘোলা হয়নি একসময়। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভাইরালও হয়েছে তাঁদের সম্পর্কের খবর। তবে প্রেমের কথা কখনো স্বীকার করেননি তাঁরা। জানিয়েছেন, তাঁরা ভালো বন্ধু। গত মঙ্গলবার শামীম হাসান গণমাধ্যমকে জানালেন, একসময় তাঁদের মধ্যে প্রেম ছিল।
১৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন বেশ পুরোনো। গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের উত্তেজনা গড়িয়েছে যুদ্ধে। গত মঙ্গলবার পাকিস্তানে হামলা চালায় ভারত, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানও দিচ্ছে জবাব। পাকিস্তানে হামলার সমর্থন জানিয়েছেন ভারতের বেশির ভাগ শোবিজ
১৬ ঘণ্টা আগে