Ajker Patrika

৫৮ বছর বয়সে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন সিধু মুসেওয়ালার মা

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৮: ১০
৫৮ বছর বয়সে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন সিধু মুসেওয়ালার মা

২০২২ সালের ২৯ মে দুষ্কৃতকারীদের গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছিলেন পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা। একমাত্র সন্তান হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সিধুর মা-বাবা। প্রয়াত সিধুর মা ৫৮ বছর বয়সে আবারও সন্তানের জন্ম দিয়েছেন। আজ রোববার এক ইনস্টাগ্রাম পোস্টে খবরটি সিধুর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তাঁর বাবা বলকাউর সিং।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন ‘সিধুকে যাঁরা ভালোবাসেন—এমন লাখ লাখ মানুষের আশীর্বাদে, সর্বশক্তিমান ওর ছোট ভাইকে আমাদের পাঠিয়েছেন। সবাই সুস্থ আছে, অফুরন্ত ভালোবাসার জন্য ধন্যবাদ।’ ইনস্টাগ্রামে দেওয়া ছবিতে তাঁকে প্রয়াত সিধুর ছবির পাশে বসে থাকতে দেখা যায়।

এদিকে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে শুভেচ্ছায় ভাসছে সিধুর পরিবার। সিধুর ভক্তরা লিখেছেন, ‘সিধু ফিরে এসেছে।’

কয়েক দিন আগেই ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল, ইন ভিট্রো ফার্টিলাইজেশনের (আইভিএফ) মাধ্যমে সিধুর মা সন্তান জন্ম দেওয়ার অপেক্ষায় আছেন। তবে এতে তাঁর পরিবার কোনো মন্তব্য করেননি।

প্রয়াত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাউল্লেখ্য, ২০২২ সালের ২৯ মে পাঞ্জাবে হত্যা করা হয় জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালাকে। গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় তাঁর শরীর। ২০২১ সালে কংগ্রেসে যোগদান করেছিলেন সিধু। ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েন তিনি। কিন্তু আম আদমি পার্টির বিজয় সিংলার কাছে ৬০ হাজারের বেশি ভোটে হেরে যান সিধু।

এর কদিন পর মুসেওয়ালাসহ ৪০০ ব্যক্তির বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে পাঞ্জাব পুলিশ। নিরাপত্তার বেষ্টনী সরিয়ে দেওয়া পরদিনই সিধুর ওপর হামলা হয়। সিধুসহ আরও দুজন ব্যক্তির উপরে ৩০টি গুলি চালানো হয়। আহত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে আনা হয় সিধুকে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রয়াত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাঘটনার এক দিন পরে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোয় গ্যাংয়ের মূল সদস্য গোল্ডি ব্রার এক ফেসবুক পোস্টে স্বীকার করেছিলেন যে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য এই হত্যার পরিকল্পনা করেছিলেন। পরে পুলিশ হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে ব্রারের নাম প্রকাশ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত