Ajker Patrika

বলিউডের সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথির গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বৃষ্টি বিলাস গানের পোস্টারে সিঁথি সাহা ও সেলিম মার্চেন্ট; ছবি: সংগৃহীত
বৃষ্টি বিলাস গানের পোস্টারে সিঁথি সাহা ও সেলিম মার্চেন্ট; ছবি: সংগৃহীত

বলিউডের সংগীতশিল্পী ও সুরকার সেলিম মার্চেন্টের সঙ্গে গাইলেন বাংলাদেশের সিঁথি সাহা। এই প্রথম কোনো বাংলা গানে কণ্ঠ দিলেন সেলিম। বিষয়টি নিশ্চিত করে সিঁথি সাহা ফেসবুকে লেখেন, ‘এই ভ্যালেন্টাইনে আসছে আমার গান “বৃষ্টি বিলাস”। আমার সঙ্গে প্রথমবারের মতো বাংলা গান গাইলেন উপমহাদেশের অন্যতম সেরা সুরস্রস্টা সেলিম মার্চেন্ট।’ সোমেশ্বর অলির লেখা গানটির সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। সিঁথি সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বৃষ্টি বিলাস।

এ বিষয়ে গণমাধ্যমকে সিঁথি জানান, গত বছর সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে বৃষ্টি বিলাস গানটি তৈরি করেছিলেন। তখনই তাঁর মনে হয়েছিল, এটি দ্বৈতকণ্ঠের গান হতে পারে। সেই ভাবনা থেকে সেলিম মার্চেন্টকে গানটি শুনিয়েছিলেন সিঁথি। গানটি শুনে পছন্দ করেন সেলিম। সিঁথির সঙ্গে গানটি গাওয়ার প্রস্তাবেও সম্মতি জানান।

নিজের অনুভূতি জানিয়ে সিঁথি বলেন, ‘এটি আমার জন্য অন্যরকম ভালো লাগার যে সেলিম মার্চেন্টের মতো নন্দিত সংগীতজ্ঞকে দ্বৈত গানের শিল্পী হিসেবে পেয়েছি। সেলিমের কণ্ঠ ও গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটুকু বলতে পারি, সেলিমকে সহশিল্পী হিসেবে পাওয়ায় গানটি নতুন এক মাত্রা পেয়েছে। রোমান্টিক ঘরানার গানটি ভালোবাসা দিবস উপলক্ষে শিগগির আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।’

জানা গেছে, সেলিম মার্চেন্টের সঙ্গে একটি হিন্দি গান গাওয়ার পরিকল্পনাও করছেন সিঁথি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত