Ajker Patrika

আজ মঞ্চ মাতাবেন হাবিব, ফুয়াদ ও রাফা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
হাবিব, ফুয়াদ ও রাফা। ছবি: সংগৃহীত
হাবিব, ফুয়াদ ও রাফা। ছবি: সংগৃহীত

ক্রীড়াপ্রেমীদের মাঝে বিপিএল উন্মাদনা বাড়াতে তিন দিনের সংগীত উৎসবের আয়োজন করেছে বিসিবি। প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকাকেন্দ্রিক হলেও এবার সেটাকে তিন ভেন্যুতে ছড়িয়ে দেওয়া হয়েছে। ২৩ ডিসেম্বর ঢাকার মিরপুর স্টেডিয়ামে শুরু হয় এই আয়োজন। সিলেট ঘুরে আজ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শেষ হচ্ছে এই উৎসব।

চট্টগ্রামের সংগীত উৎসবে আজ গান শোনাবেন হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর দল, অ্যাভয়েড রাফা, সঞ্জয় ও মুজা। হাবিব ও ফুয়াদ চট্টগ্রাম পর্বে প্রথম গাইলেও সংগীত উৎসবের ঢাকা পর্বে গেয়েছিলেন রাফা। আর দুই পর্বেই ছিলেন সঞ্জয় ও মুজা। এবারের বিপিএলের থিম সং তৈরি করেছেন এই দুই শিল্পী।

চট্টগ্রাম কনসার্টের টিকিট বিক্রি করা হচ্ছে তিন ক্যাটাগরিতে। সর্বনিম্ন ৫০০ টাকায় কনসার্টটি দেখা যাবে গ্যালারিতে বসে। আর সিলভার ও প্লাটিনাম টিকিটের জন্য খরচ করতে হবে যথাক্রমে ১৫০০ ও ৪০০০ টাকা। টিকিফাই ওয়েবসাইটের পাশাপাশি স্টেডিয়ামের টিকিট বুথ থেকেও কেনা যাবে টিকিট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা আড়াইটায়, খোলা থাকবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। কনসার্টের পাশাপাশি এতে থাকবে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ব্যবহৃত গ্রাফিতি শো, বিপিএল চ্যাম্পিয়ন ট্রফি, চোখধাঁধানো লেজার লাইট শো এবং আতশবাজির ঝলক। রাত ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন।

এর আগে ২৩ ডিসেম্বর ঢাকা আয়োজনের মূল আকর্ষণ ছিলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আরও ছিল ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা, সংগীতশিল্পী জেফার, সঞ্জয়, মুজা ও হান্নান। ২৫ ডিসেম্বর সিলেট মাতান নগর বাউল জেমস, আসিফ আকবর, তোসিবারা। ৩০ ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল টি-টোয়েন্টি। সাতটি দল লড়বে চ্যাম্পিয়ন হওয়ার জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত