আমেরিকান গায়িকা টেলর সুইফট ‘ফেয়ারলেস’ অ্যালবাম প্রকাশ করেছিলেন ২০০৮ সালে। এক যুগ আগের সেই অ্যালবামের জনপ্রিয় দুটি গান ‘লাভ স্টোরি’ ও ‘ইউ বিলং উইথ মি’। এ অ্যালবাম দিয়েই সারাবিশ্বে পরিচিতি পান সুইফট।
সম্প্রতি ‘ফেয়ারলেস’ এর সবগুলো গান নতুনভাবে রেকর্ড করেছেন ৩১ বছর বয়সি এ গায়িকা। পুরনো গানের এই নতুন রেকর্ডকে বলা হচ্ছে ‘টেলর ভার্সন’। শ্রোতারা দারুণ পছন্দ করেছেন ভার্সনটি।
‘ফেরারলেস’ এর তুমুল সাফল্যের পর আরও এক অ্যালবামের রিমেক নিয়ে ফিরছেন টেলর সুইফট। ২০১২ সালের অক্টোবরে প্রকাশ হওয়া ওই অ্যালবামের নাম ‘রেড’।
‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার’ এই বিখ্যাত গানটি ‘রেড’ অ্যালবামের। সম্প্রতি টেলর জানিয়েছেন, ‘রেড’ এর নতুন ভার্সনটি আসবে আগামী ১৯ নভেম্বর।
নতুন অ্যালবামে পুরনো গানগুলো তো থাকবেই। বাড়তি পাওনা হিসেবে পাওয়া যাবে কিছু অপ্রকাশিত গানও। যেগুলোর মধ্যে একটি গানের ডিউরেশন দশ মিনিট! শনিবার ইনস্টাগ্রামে নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন পপগায়িকা।
এর আগে গত মাসে যুক্তরাজ্যের অফিশিয়াল অ্যালবামস চার্টে তাঁর নতুন ‘ফেয়ারলেস’ জায়গা করে নিয়েছিল সর্বোচ্চ অবস্থানে।
এ সুখবরের হাত ধরে এসেছিল আরেকটি বড় অর্জন। ইউকে অফিশিয়াল অ্যালবাম চার্টে আগে সেরা অবস্থানে ছিল ইংল্যান্ডের বিখ্যাত রক ব্যান্ড ‘দ্য বিটলস’।
গত ৫৪ বছর ধরে ওই অবস্থান নিতে পারেনি কেউ। এতদিন পরে অর্ধ শতকেরও বেশি সময়ের রেকর্ড ভেঙে জায়গা করে নিয়েছিলেন টেলর সুইফট।
ক্যালিফোর্নিয়াভিত্তিক ট্যাবলয়েড টিএমজেড জানিয়েছিল, প্রকাশের ২৫৯ দিনের মধ্যে টেলরের তিনটি অ্যালবাম ‘ফেয়ারলেস’, ‘ফোকলোর’ ও ‘এভারমোর’ টপচার্টে পরপর শীর্ষ স্থান দখল করেছে।
এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ৫৪ বছর আগে। ‘দ্য বিটলস’ ব্যান্ডের তিনটি অ্যালবামও পরপর শীর্ষ স্থানে পৌঁছেছিল। কিন্তু ওই রেকর্ড করতে ব্যান্ডটির সময় লেগেছিল ৩৬৪ দিন।
আমেরিকান গায়িকা টেলর সুইফট ‘ফেয়ারলেস’ অ্যালবাম প্রকাশ করেছিলেন ২০০৮ সালে। এক যুগ আগের সেই অ্যালবামের জনপ্রিয় দুটি গান ‘লাভ স্টোরি’ ও ‘ইউ বিলং উইথ মি’। এ অ্যালবাম দিয়েই সারাবিশ্বে পরিচিতি পান সুইফট।
সম্প্রতি ‘ফেয়ারলেস’ এর সবগুলো গান নতুনভাবে রেকর্ড করেছেন ৩১ বছর বয়সি এ গায়িকা। পুরনো গানের এই নতুন রেকর্ডকে বলা হচ্ছে ‘টেলর ভার্সন’। শ্রোতারা দারুণ পছন্দ করেছেন ভার্সনটি।
‘ফেরারলেস’ এর তুমুল সাফল্যের পর আরও এক অ্যালবামের রিমেক নিয়ে ফিরছেন টেলর সুইফট। ২০১২ সালের অক্টোবরে প্রকাশ হওয়া ওই অ্যালবামের নাম ‘রেড’।
‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার’ এই বিখ্যাত গানটি ‘রেড’ অ্যালবামের। সম্প্রতি টেলর জানিয়েছেন, ‘রেড’ এর নতুন ভার্সনটি আসবে আগামী ১৯ নভেম্বর।
নতুন অ্যালবামে পুরনো গানগুলো তো থাকবেই। বাড়তি পাওনা হিসেবে পাওয়া যাবে কিছু অপ্রকাশিত গানও। যেগুলোর মধ্যে একটি গানের ডিউরেশন দশ মিনিট! শনিবার ইনস্টাগ্রামে নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন পপগায়িকা।
এর আগে গত মাসে যুক্তরাজ্যের অফিশিয়াল অ্যালবামস চার্টে তাঁর নতুন ‘ফেয়ারলেস’ জায়গা করে নিয়েছিল সর্বোচ্চ অবস্থানে।
এ সুখবরের হাত ধরে এসেছিল আরেকটি বড় অর্জন। ইউকে অফিশিয়াল অ্যালবাম চার্টে আগে সেরা অবস্থানে ছিল ইংল্যান্ডের বিখ্যাত রক ব্যান্ড ‘দ্য বিটলস’।
গত ৫৪ বছর ধরে ওই অবস্থান নিতে পারেনি কেউ। এতদিন পরে অর্ধ শতকেরও বেশি সময়ের রেকর্ড ভেঙে জায়গা করে নিয়েছিলেন টেলর সুইফট।
ক্যালিফোর্নিয়াভিত্তিক ট্যাবলয়েড টিএমজেড জানিয়েছিল, প্রকাশের ২৫৯ দিনের মধ্যে টেলরের তিনটি অ্যালবাম ‘ফেয়ারলেস’, ‘ফোকলোর’ ও ‘এভারমোর’ টপচার্টে পরপর শীর্ষ স্থান দখল করেছে।
এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ৫৪ বছর আগে। ‘দ্য বিটলস’ ব্যান্ডের তিনটি অ্যালবামও পরপর শীর্ষ স্থানে পৌঁছেছিল। কিন্তু ওই রেকর্ড করতে ব্যান্ডটির সময় লেগেছিল ৩৬৪ দিন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে