দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনে অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান ও সায়রা বানুর আলাদা হওয়ার ঘোষণার পর থেকে নেটিজেনদের নানান আলোচনা-সমালোচনা, রটনার চর্চা চলছে। নানা বিকৃত মন্তব্য, গুজব ছড়ানোর প্রতিবাদে আইনি নোটিশও দিয়েছেন রহমান। এরই মধ্যে আবার গুঞ্জন উঠেছে- বিচ্ছেদ ঘোষণার পরই কাজ থেকে বিরতি নিচ্ছেন এই সংগীতজ্ঞ। এ নিয়ে রহমান কিছু না বললেও জবাব দিলেন তাঁর মেয়ে খাতিজা।
হঠাৎই সোশ্যাল মিডিয়ায় রহমানের পোস্ট শেয়ার করে বলা হয়, এ আর রহমান সংগীত জগতের কাজ থেকে এক বছরের বিরতি নিচ্ছেন। তাঁর সুরের জাদু মিস করবেন বলেও চর্চা শুরু করেন নেটিজেনরা।
আবারও এমন গুজবে ক্ষিপ্ত হন খাতিজা। পোস্টটি শেয়ার করে রহমান কন্যা লেখেন, ‘দয়া করে এই ধরনের আজেবাজে গুজব ছড়াবেন না।’
১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল তাদের। এরপর দীর্ঘ ২৯ বছর তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। খাতিজা, রহিমা ও আমিন, তিন সন্তানের জন্ম হয়েছে। ধুমধাম করে খাতিজার বিয়ে দিয়েছিলেন সংগীতশিল্পী। ২০ নভেম্বরের শুরুতে রহমান যখন বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন, ঠিক তার পরই তাঁর সহ-শিল্পী মোহিনী দে বিচ্ছেদ ঘোষণা দেন। দুই ঘটনার যোগসূত্র টেনে নানা রটনা শুরু করেন নেটিজেনরা।
ওই সময় রহমানের বড় মেয়ে রহিমা এসব সমালোচকদের কড়া জবাব দিয়েছিলেন। তিনি লেখেন, ‘সব সময় মনে রাখবেন- গুঞ্জন তারাই ছড়ায় যারা হিংসা করে বা আপনাকে ঘৃণা করে। মূর্খরা সেগুলো রটায়। আর বোকারা সেই ভুয়া খবর, রটনাগুলোকে গিলতে থাকে। সত্যিই বলছি, নিজের চরকায় তেল দিন।’
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে মোহিনীও তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, রহমান তাঁর বাবার মতো।
রহমান নিজেও আইনি নোটিশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কয়েক পাতার সেই নোটিশের মাধ্যমেই হুঁশিয়ারি দেওয়া হয়, রহমান ও সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছেন তাঁরা অবিলম্বে বা ২৪ ঘণ্টার মধ্যে যেন সেই সমস্ত পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেন, তা না হলে ভারতীয় ন্যায় সংহিতার আইন অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে।
দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনে অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান ও সায়রা বানুর আলাদা হওয়ার ঘোষণার পর থেকে নেটিজেনদের নানান আলোচনা-সমালোচনা, রটনার চর্চা চলছে। নানা বিকৃত মন্তব্য, গুজব ছড়ানোর প্রতিবাদে আইনি নোটিশও দিয়েছেন রহমান। এরই মধ্যে আবার গুঞ্জন উঠেছে- বিচ্ছেদ ঘোষণার পরই কাজ থেকে বিরতি নিচ্ছেন এই সংগীতজ্ঞ। এ নিয়ে রহমান কিছু না বললেও জবাব দিলেন তাঁর মেয়ে খাতিজা।
হঠাৎই সোশ্যাল মিডিয়ায় রহমানের পোস্ট শেয়ার করে বলা হয়, এ আর রহমান সংগীত জগতের কাজ থেকে এক বছরের বিরতি নিচ্ছেন। তাঁর সুরের জাদু মিস করবেন বলেও চর্চা শুরু করেন নেটিজেনরা।
আবারও এমন গুজবে ক্ষিপ্ত হন খাতিজা। পোস্টটি শেয়ার করে রহমান কন্যা লেখেন, ‘দয়া করে এই ধরনের আজেবাজে গুজব ছড়াবেন না।’
১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল তাদের। এরপর দীর্ঘ ২৯ বছর তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। খাতিজা, রহিমা ও আমিন, তিন সন্তানের জন্ম হয়েছে। ধুমধাম করে খাতিজার বিয়ে দিয়েছিলেন সংগীতশিল্পী। ২০ নভেম্বরের শুরুতে রহমান যখন বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন, ঠিক তার পরই তাঁর সহ-শিল্পী মোহিনী দে বিচ্ছেদ ঘোষণা দেন। দুই ঘটনার যোগসূত্র টেনে নানা রটনা শুরু করেন নেটিজেনরা।
ওই সময় রহমানের বড় মেয়ে রহিমা এসব সমালোচকদের কড়া জবাব দিয়েছিলেন। তিনি লেখেন, ‘সব সময় মনে রাখবেন- গুঞ্জন তারাই ছড়ায় যারা হিংসা করে বা আপনাকে ঘৃণা করে। মূর্খরা সেগুলো রটায়। আর বোকারা সেই ভুয়া খবর, রটনাগুলোকে গিলতে থাকে। সত্যিই বলছি, নিজের চরকায় তেল দিন।’
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে মোহিনীও তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, রহমান তাঁর বাবার মতো।
রহমান নিজেও আইনি নোটিশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কয়েক পাতার সেই নোটিশের মাধ্যমেই হুঁশিয়ারি দেওয়া হয়, রহমান ও সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছেন তাঁরা অবিলম্বে বা ২৪ ঘণ্টার মধ্যে যেন সেই সমস্ত পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেন, তা না হলে ভারতীয় ন্যায় সংহিতার আইন অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৫ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৭ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৭ ঘণ্টা আগে