নড়াইলের রাস্তায় মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়রা নোবেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। মদ্যপ অবস্থায় নোবেলের মাতালামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পরদিন গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মাতলামির কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। নোবেল মদ্যপ অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছেন এবং স্থানীয়দের তাচ্ছিল্য করে বিভিন্ন মন্তব্য করছেন। পরে স্থানীয়রা নোবেলকে প্রাথমিক সেবা দিয়ে কিছুটা স্বাভাবিক করে তাঁর বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশে পাঠিয়ে দেন।
স্থানীয় খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বি এম বরকতুল্লাহ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নোবেলকে মদ্যপ অবস্থায় বড়দিয়ায় মধুমতি নদীর পাড়ে পাওয়া যায়। ওই অবস্থায় আমাদের স্থানীয় মানুষজন পানি ঢেলে কোনো রকম সুস্থ করে তাকে বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জে পাঠিয়ে দেয়।’
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে আমরা এ ঘটনার বিস্তারিত জানি না। তবে বিভিন্ন মানুষের কাছ থেকে এমনই শুনেছি।’
কয়েক দিন আগেই অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে গায়ক নোবেলের বিরুদ্ধে মামলা হয়। গত ২২ মে প্রতারণার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ১০ হাজার টাকা মুচলেকায় গায়ক নোবেলের জামিন মঞ্জুর করেন।
জামিনে বের হয়ে সংবাদমাধ্যমকে নোবেল জানিয়েছিলেন, ‘পেছনের সব ভুল শুধরে আগের নোবেলে ফিরে যেতে চাই’। তবে কিছুদিন না যেতেই নিজের ওয়াদা ভুলে নড়াইলে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে মদ্যপ অবস্থায় নতুন বিতর্কের জন্ম দিলেন নোবেল।
(এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নড়াইল সদর প্রতিনিধি সুলতান মাহমুদ)
নড়াইলের রাস্তায় মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়রা নোবেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। মদ্যপ অবস্থায় নোবেলের মাতালামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পরদিন গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মাতলামির কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। নোবেল মদ্যপ অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছেন এবং স্থানীয়দের তাচ্ছিল্য করে বিভিন্ন মন্তব্য করছেন। পরে স্থানীয়রা নোবেলকে প্রাথমিক সেবা দিয়ে কিছুটা স্বাভাবিক করে তাঁর বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশে পাঠিয়ে দেন।
স্থানীয় খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বি এম বরকতুল্লাহ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নোবেলকে মদ্যপ অবস্থায় বড়দিয়ায় মধুমতি নদীর পাড়ে পাওয়া যায়। ওই অবস্থায় আমাদের স্থানীয় মানুষজন পানি ঢেলে কোনো রকম সুস্থ করে তাকে বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জে পাঠিয়ে দেয়।’
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে আমরা এ ঘটনার বিস্তারিত জানি না। তবে বিভিন্ন মানুষের কাছ থেকে এমনই শুনেছি।’
কয়েক দিন আগেই অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে গায়ক নোবেলের বিরুদ্ধে মামলা হয়। গত ২২ মে প্রতারণার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ১০ হাজার টাকা মুচলেকায় গায়ক নোবেলের জামিন মঞ্জুর করেন।
জামিনে বের হয়ে সংবাদমাধ্যমকে নোবেল জানিয়েছিলেন, ‘পেছনের সব ভুল শুধরে আগের নোবেলে ফিরে যেতে চাই’। তবে কিছুদিন না যেতেই নিজের ওয়াদা ভুলে নড়াইলে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে মদ্যপ অবস্থায় নতুন বিতর্কের জন্ম দিলেন নোবেল।
(এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নড়াইল সদর প্রতিনিধি সুলতান মাহমুদ)
২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা
৮ ঘণ্টা আগেঅনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন
৮ ঘণ্টা আগেআগামী ১২ থেকে ২০ জুন বুলগেরিয়ার ভার্নায় অনুষ্ঠিত হবে ২১তম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব রেডক্রস অ্যান্ড হেলথ ফিল্মস। এ উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘খবরের কাগজ’। আসাদুজ্জামান সবুজের গল্পে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহেল আরিয়ান।
৮ ঘণ্টা আগেমেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক
৯ ঘণ্টা আগে