আলাদা হয়ে যাচ্ছেন সংগীতশিল্পী নোবেল ও তাঁর স্ত্রী সালসাবিল মাহমুদ। তাঁদের বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে। এরইমধ্যে নোবেলকে তালাকনামা পাঠিয়েছেন সালসাবিল।
মঙ্গলবার দুপুরে নোবেল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ডিভোর্স’ লিখে স্ট্যাটাস দেন। এরপরই তাঁদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে।
সালসাবিলও একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন, ‘যদিও আমার পাঠানো ডিভোর্স লেটারটায় সাইন দেওয়া হয়েছে কি না, তা আমি এখনও জানি না। একটা ডিভোর্স অথবা সংসার ভেঙে যাওয়া কখনোই সুন্দর কিছু না। তারপরও আমি নোবেলের সার্বিক সুস্থতা কামনা করি এবং তাঁর ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে সব সময় দোয়া থাকবে।’
সালসাবিল জানিয়েছেন, গত ১১ সেপ্টেম্বর নোবেলকে তালাকনামা পাঠিয়েছেন তিনি।
তখনই তালাকনামা হাতে পেয়েছেন নোবেল। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘তালাকনামা পেয়েছি কিন্তু আমি স্বাক্ষর করিনি, করব না। এটা তিন মাস পর নিজ থেকেই কার্যকর হবে। বিষয়টি নিয়ে আমি মোটেও বিচলিত নই।’
২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন নোবেল ও সালসাবিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পরিচয় হয়। আড়াই মাস প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
আলাদা হয়ে যাচ্ছেন সংগীতশিল্পী নোবেল ও তাঁর স্ত্রী সালসাবিল মাহমুদ। তাঁদের বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে। এরইমধ্যে নোবেলকে তালাকনামা পাঠিয়েছেন সালসাবিল।
মঙ্গলবার দুপুরে নোবেল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ডিভোর্স’ লিখে স্ট্যাটাস দেন। এরপরই তাঁদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে।
সালসাবিলও একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন, ‘যদিও আমার পাঠানো ডিভোর্স লেটারটায় সাইন দেওয়া হয়েছে কি না, তা আমি এখনও জানি না। একটা ডিভোর্স অথবা সংসার ভেঙে যাওয়া কখনোই সুন্দর কিছু না। তারপরও আমি নোবেলের সার্বিক সুস্থতা কামনা করি এবং তাঁর ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে সব সময় দোয়া থাকবে।’
সালসাবিল জানিয়েছেন, গত ১১ সেপ্টেম্বর নোবেলকে তালাকনামা পাঠিয়েছেন তিনি।
তখনই তালাকনামা হাতে পেয়েছেন নোবেল। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘তালাকনামা পেয়েছি কিন্তু আমি স্বাক্ষর করিনি, করব না। এটা তিন মাস পর নিজ থেকেই কার্যকর হবে। বিষয়টি নিয়ে আমি মোটেও বিচলিত নই।’
২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন নোবেল ও সালসাবিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পরিচয় হয়। আড়াই মাস প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৭ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৮ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
১১ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১৩ ঘণ্টা আগে