Ajker Patrika

ঘর ভাঙছে নোবেল-সালসাবিলের

ঘর ভাঙছে নোবেল-সালসাবিলের

আলাদা হয়ে যাচ্ছেন সংগীতশিল্পী নোবেল ও তাঁর স্ত্রী সালসাবিল মাহমুদ। তাঁদের বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে। এরইমধ্যে নোবেলকে তালাকনামা পাঠিয়েছেন সালসাবিল।

মঙ্গলবার দুপুরে নোবেল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ডিভোর্স’ লিখে স্ট্যাটাস দেন। এরপরই তাঁদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে।

সালসাবিলও একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন, ‘যদিও আমার পাঠানো ডিভোর্স লেটারটায় সাইন দেওয়া হয়েছে কি না, তা আমি এখনও জানি না। একটা ডিভোর্স অথবা সংসার ভেঙে যাওয়া কখনোই সুন্দর কিছু না। তারপরও আমি নোবেলের সার্বিক সুস্থতা কামনা করি এবং তাঁর ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে সব সময় দোয়া থাকবে।’

সালসাবিল জানিয়েছেন, গত ১১ সেপ্টেম্বর নোবেলকে তালাকনামা পাঠিয়েছেন তিনি।

তখনই তালাকনামা হাতে পেয়েছেন নোবেল। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘তালাকনামা পেয়েছি কিন্তু আমি স্বাক্ষর করিনি, করব না। এটা তিন মাস পর নিজ থেকেই কার্যকর হবে। বিষয়টি নিয়ে আমি মোটেও বিচলিত নই।’

২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন নোবেল ও সালসাবিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পরিচয় হয়। আড়াই মাস প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত