Ajker Patrika

স্যাড রোমান্টিক ধাঁচের গানটি মিশ্র রাগের ওপর তৈরি

স্যাড রোমান্টিক ধাঁচের গানটি মিশ্র রাগের ওপর তৈরি

বাংলাদেশের সুরকার ও সংগীতকার বিনোদ রায়ের সুর-সংগীতে গাইলেন ভারতের কণ্ঠশিল্পী শুভমিতা। ‘রয়েছো কত দূরে’ শিরোনামের গানটি লিখেছেন মইনুল হক মঈন। স্যাড রোমান্টিক ধাঁচের গানটি মিশ্র রাগের ওপর তৈরি করেছেন বলে জানিয়েছেন বিনোদ রায়। ৩ নভেম্বর কলকাতায় গানটির রেকর্ডিং হয়েছে আরেক প্রথিতযশা শিল্পী ঊষা উত্থুপের ‘ভাইব্রেশন’ স্টুডিওতে।

গানের কাজে বিনোদ রায় এখন আছেন কলকাতায়। সেখান থেকে তিনি জানিয়েছেন, ভয়েজ রেকর্ডিং শেষে গানটির মূল অডিও নিয়ে ৮ নভেম্বর দেশে ফিরবেন তিনি। এখানে গানের মিক্স মাস্টারিং শেষে সুরের পিয়াসী নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।

রেকর্ডিংয়ে বিনোদ রায় ও শুভমিতাবিনোদ রায় বলেন, ‘আমার প্রিয় শিল্পীদের একজন শুভমিতা। তিনি আমার সুর-সংগীতে গেয়েছেন, এটা আমার বড় প্রাপ্তি। আমি যতটা আশা করেছিলাম, তিনি ততটাই ভালো গেয়েছেন।’

শুভমিতা বলেন, ‘বিনোদ রায়ের সুর-সংগীত শুনলেই বোঝা যায় তিনি গানের মানুষ। দারুণ কাজ করেন। আমার জন্য যে গানটি বেঁধেছেন, খুব ভালো লেগেছে আমার। বলতে পারেন তৃপ্তি নিয়ে গেয়েছি। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে গানটি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত