ঢাকা: বছরখানেক আগেই এক গান দিয়ে মাতিয়ে দিয়েছিলেন র্যাপার বাদশা ও জ্যাকুলিন ফার্নান্দেজ। বাদশা ছিলেন গানের শিল্পী। জ্যাকুলিন ঝড় তুলেছিলেন বাঙালি নারীর ছাচে বাহারি নাচে। বলছি তুমুল জনপ্রিয় ও আলোচিত ‘গেন্দা ফুল’ গানের কথা। বহুল প্রচলিত গানটি নতুন করে গেয়ে অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন বাদশা।
গেল বছর গানটি প্রকাশ হতেই সাড়া পড়ে যায় ইউটিউবে। বর্তমানে গানটির টোটাল ভিউ ৮২ কোটির বেশি। ভিডিওটি ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখার তালিকায় চার নম্বরে উঠে এসেছিল। সেই সময় অবশ্য গানটি নিয়ে বেশ বিতর্কের মধ্যে পড়েছিলেন বাদশা।
কারণ ‘গেন্দা ফুল’ শিরোনামের মূল গান ‘বড় লোকের বিটি লো’র রচয়িতা পশ্চিমবঙ্গের বীরভূমের গীতিকবি রতন কাহার। কিন্তু প্রথমে তার নাম দেওয়া হয়নি। আলোচনা-সমালোচনায় গানটি পেয়েছে ব্যাপক সাফল্য। বিগত কয়েক বছর ধরে সঙ্গীতের জগতে বাদশা পরিচিত মুখ হয়ে উঠেছেন। তাঁর অন্য ধরনের গান মানুষের মন জয় করেছে। শুধু র্যাপই নয়, কয়েকটি বলিউড সিনেমাতেও গান গেয়েছেন বাদশা। গত বছর বাংলা গানকে র্যাপের ঘরানায় গেয়ে তাক লাগিয়েছিলেন তিনি।
‘গেন্দা ফুল’ এর দারুণ এই সাফল্যের পর ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসলেন গায়ক ও অভিনেত্রীর এ জুটি। এবার তাঁরা হাজির হলেন ‘পানি পানি’ শিরোনামের গান নিয়ে। গানটি লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন বাদশা নিজেই। বাদশার সঙ্গে গানটি গেয়েছেন সংগীতশিল্পী আস্থা গিল।
দেখুন ‘পানি পানি’ গানের ভিডিও:
রাজস্থানের অসাধারণ লোকেশনে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গানটির শুটিং হয়। মিউজিক ভিডিওটিতে উঠে এসেছে রাজস্থানের বিখ্যাত কালবেলিয়া লোকনৃত্য। এমনকি গানটির মাঝে পাওয়া গেছে রাজস্থানি লোক বাদ্যযন্ত্র রাওয়ানহট্টের সুরও। এই ভিডিওতেও ঝড় তুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। চারদিন আগে ইউটিউবে গানটির মিউজিক ভিডিও মুক্তি দেয়া হয়েছে। এরমধ্যে গানটি দেখা হয়েছে প্রায় চার কোটি বার।
ভিডিওটিতে বেশিরভাগ সময়জুড়ে জ্যাকুলিনকে দেখা গেছে রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাকে। যার সঙ্গে তার শরীরে শোভা পেয়েছে মানানসই নানা রকমের গয়না। রুক্ষ মরু প্রান্তর কিংবা প্রাসাদের ভেতর, যেখানেই হোক ভিডিওটির পরতে পরতে যেন উষ্ণতার পারদ ছড়িয়েছেন জ্যাকুলিন।
দেখুন ‘গেন্দা ফুল’ গানের ভিডিও:
ঢাকা: বছরখানেক আগেই এক গান দিয়ে মাতিয়ে দিয়েছিলেন র্যাপার বাদশা ও জ্যাকুলিন ফার্নান্দেজ। বাদশা ছিলেন গানের শিল্পী। জ্যাকুলিন ঝড় তুলেছিলেন বাঙালি নারীর ছাচে বাহারি নাচে। বলছি তুমুল জনপ্রিয় ও আলোচিত ‘গেন্দা ফুল’ গানের কথা। বহুল প্রচলিত গানটি নতুন করে গেয়ে অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন বাদশা।
গেল বছর গানটি প্রকাশ হতেই সাড়া পড়ে যায় ইউটিউবে। বর্তমানে গানটির টোটাল ভিউ ৮২ কোটির বেশি। ভিডিওটি ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখার তালিকায় চার নম্বরে উঠে এসেছিল। সেই সময় অবশ্য গানটি নিয়ে বেশ বিতর্কের মধ্যে পড়েছিলেন বাদশা।
কারণ ‘গেন্দা ফুল’ শিরোনামের মূল গান ‘বড় লোকের বিটি লো’র রচয়িতা পশ্চিমবঙ্গের বীরভূমের গীতিকবি রতন কাহার। কিন্তু প্রথমে তার নাম দেওয়া হয়নি। আলোচনা-সমালোচনায় গানটি পেয়েছে ব্যাপক সাফল্য। বিগত কয়েক বছর ধরে সঙ্গীতের জগতে বাদশা পরিচিত মুখ হয়ে উঠেছেন। তাঁর অন্য ধরনের গান মানুষের মন জয় করেছে। শুধু র্যাপই নয়, কয়েকটি বলিউড সিনেমাতেও গান গেয়েছেন বাদশা। গত বছর বাংলা গানকে র্যাপের ঘরানায় গেয়ে তাক লাগিয়েছিলেন তিনি।
‘গেন্দা ফুল’ এর দারুণ এই সাফল্যের পর ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসলেন গায়ক ও অভিনেত্রীর এ জুটি। এবার তাঁরা হাজির হলেন ‘পানি পানি’ শিরোনামের গান নিয়ে। গানটি লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন বাদশা নিজেই। বাদশার সঙ্গে গানটি গেয়েছেন সংগীতশিল্পী আস্থা গিল।
দেখুন ‘পানি পানি’ গানের ভিডিও:
রাজস্থানের অসাধারণ লোকেশনে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গানটির শুটিং হয়। মিউজিক ভিডিওটিতে উঠে এসেছে রাজস্থানের বিখ্যাত কালবেলিয়া লোকনৃত্য। এমনকি গানটির মাঝে পাওয়া গেছে রাজস্থানি লোক বাদ্যযন্ত্র রাওয়ানহট্টের সুরও। এই ভিডিওতেও ঝড় তুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। চারদিন আগে ইউটিউবে গানটির মিউজিক ভিডিও মুক্তি দেয়া হয়েছে। এরমধ্যে গানটি দেখা হয়েছে প্রায় চার কোটি বার।
ভিডিওটিতে বেশিরভাগ সময়জুড়ে জ্যাকুলিনকে দেখা গেছে রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাকে। যার সঙ্গে তার শরীরে শোভা পেয়েছে মানানসই নানা রকমের গয়না। রুক্ষ মরু প্রান্তর কিংবা প্রাসাদের ভেতর, যেখানেই হোক ভিডিওটির পরতে পরতে যেন উষ্ণতার পারদ ছড়িয়েছেন জ্যাকুলিন।
দেখুন ‘গেন্দা ফুল’ গানের ভিডিও:
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
১ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
১ ঘণ্টা আগে