বিনোদন ডেস্ক
প্রায় প্রতি বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল। পাঁচ দিনের এই পারফর্মিং আর্টস উৎসবে সংগীত ছাড়াও স্থান পায় ডান্স, কমেডি, থিয়েটার, সার্কাস, ক্যারাবেসহ বিভিন্ন আয়োজন। তবে সংগীতই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ। এবারের উৎসবটি অনুষ্ঠিত হয়েছে ২৫ থেকে ২৯ জুন। এ বছরের গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল শুধু সংগীতের জন্য নয়, স্মরণীয় হয়ে থাকল শক্তিশালী রাজনৈতিক বার্তার জন্যও।
মঞ্চে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ব্রিটিশ র্যাপ জুটি বব ভিলান। এ ব্যান্ডের দুই সদস্য ভোকাল ও গিটারিস্ট ববি ভিলান এবং ড্রামার বুবি ভিলানকে একত্রে ডাকা হয় বব ভিলান বলে। ২৮ জুন ছিল এ পাঙ্ক রক ও হিপহপ জুটির পারফরম্যান্স। তাঁদের পারফরম্যান্সের সময় মঞ্চে শোভা পাচ্ছিল ফিলিস্তিনের পতাকা। পেছনের স্ক্রিনে বড় বড় করে লেখা ছিল প্রতিবাদী বার্তা— ‘ফ্রি প্যালেস্টাইন, জাতিসংঘ এটিকে গণহত্যা বলে অভিহিত করেছে, আর বিবিসি এটাকে বলছে সংঘাত।’
অনুষ্ঠানে র্যাপার বব ভিলান শোনায় ‘আই হেয়ার্ড ইউ ওয়ান্ট ইয়োর কান্ট্রি ব্যাক’, ‘গেট ইয়োরসেলফ আ গান’, ‘ড্রিম বিগ’, ‘হি ইজ আ ম্যান’সহ নিজেদের জনপ্রিয় কিছু গান। এক পর্যায়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে শুরু করেন ববি। তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়ে দর্শকরাও স্লোগান দিতে থাকেন।
এ সময় অনেক দর্শককে ফিলিস্তিনের পতাকা উড়াতে দেখা যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বিরুদ্ধেও স্লোগান দেন ববি ভিলান। তাঁর সঙ্গে গলা মিলিয়ে ‘ডেথ, ডেথ টু দ্য আইডিএফ’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠানস্থল।
গ্লাস্টনবারি উৎসবে ববি ভিলান ‘ডেথ, ডেথ টু দ্য আইডিএফ’ স্লোগান দেওয়ার পর বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। এ স্লোগানকে ‘ভয়াবহ ঘৃণামূলক বক্তব্য’ আখ্যা দিয়ে এ জুটির নিন্দা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তীব্র প্রতিক্রিয়ার মুখে এ বিষয়ে বিবৃতি দিয়েছে গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ।
বিবৃতিতে তারা জানিয়েছে, ‘বব ভিলানের স্লোগানগুলো শুনে আমরা হতবাক। তাদের স্লোগান সীমা অতিক্রম করেছে। আমরা এ উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে মনে করিয়ে দিতে চাই যে, গ্লাস্টনবারি উৎসবে ইহুদি-বিদ্বেষ, ঘৃণামূলক বক্তব্য কিংবা সহিংসতার প্ররোচনার কোনো স্থান নেই।’
বব ভিলান ছাড়াও গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে একই দিনে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে আলোচনায় এসেছে আইরিশ হিপহপ ব্যান্ড নিক্যাপ। তিন সদস্যের এ ব্যান্ড অনেকদিন ধরেই গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সরব। গত বছর লন্ডন কনসার্টে হিজবুল্লাহর পতাকা প্রদর্শন করে আইনি ঝামেলায় জড়িয়েছিল ব্যান্ডটি।
এবার তাই গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে তাদেরকে পারফর্ম করতে দেওয়ার বিরোধিতা করেছিলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবুও তাদের ঠেকানো যায়নি। এবারও গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে ফিলিস্তিনের পক্ষে জোরালো স্লোগান দিয়েছে ব্যান্ড নিক্যাপ। কিয়ার স্টারমারের বিরুদ্ধেও কথা বলেছে। তাদের পরিবেশনার সময় ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে স্লোগানে কণ্ঠ মেলায় হাজারো দর্শক।
প্রায় প্রতি বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল। পাঁচ দিনের এই পারফর্মিং আর্টস উৎসবে সংগীত ছাড়াও স্থান পায় ডান্স, কমেডি, থিয়েটার, সার্কাস, ক্যারাবেসহ বিভিন্ন আয়োজন। তবে সংগীতই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ। এবারের উৎসবটি অনুষ্ঠিত হয়েছে ২৫ থেকে ২৯ জুন। এ বছরের গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল শুধু সংগীতের জন্য নয়, স্মরণীয় হয়ে থাকল শক্তিশালী রাজনৈতিক বার্তার জন্যও।
মঞ্চে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ব্রিটিশ র্যাপ জুটি বব ভিলান। এ ব্যান্ডের দুই সদস্য ভোকাল ও গিটারিস্ট ববি ভিলান এবং ড্রামার বুবি ভিলানকে একত্রে ডাকা হয় বব ভিলান বলে। ২৮ জুন ছিল এ পাঙ্ক রক ও হিপহপ জুটির পারফরম্যান্স। তাঁদের পারফরম্যান্সের সময় মঞ্চে শোভা পাচ্ছিল ফিলিস্তিনের পতাকা। পেছনের স্ক্রিনে বড় বড় করে লেখা ছিল প্রতিবাদী বার্তা— ‘ফ্রি প্যালেস্টাইন, জাতিসংঘ এটিকে গণহত্যা বলে অভিহিত করেছে, আর বিবিসি এটাকে বলছে সংঘাত।’
অনুষ্ঠানে র্যাপার বব ভিলান শোনায় ‘আই হেয়ার্ড ইউ ওয়ান্ট ইয়োর কান্ট্রি ব্যাক’, ‘গেট ইয়োরসেলফ আ গান’, ‘ড্রিম বিগ’, ‘হি ইজ আ ম্যান’সহ নিজেদের জনপ্রিয় কিছু গান। এক পর্যায়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে শুরু করেন ববি। তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়ে দর্শকরাও স্লোগান দিতে থাকেন।
এ সময় অনেক দর্শককে ফিলিস্তিনের পতাকা উড়াতে দেখা যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বিরুদ্ধেও স্লোগান দেন ববি ভিলান। তাঁর সঙ্গে গলা মিলিয়ে ‘ডেথ, ডেথ টু দ্য আইডিএফ’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠানস্থল।
গ্লাস্টনবারি উৎসবে ববি ভিলান ‘ডেথ, ডেথ টু দ্য আইডিএফ’ স্লোগান দেওয়ার পর বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। এ স্লোগানকে ‘ভয়াবহ ঘৃণামূলক বক্তব্য’ আখ্যা দিয়ে এ জুটির নিন্দা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তীব্র প্রতিক্রিয়ার মুখে এ বিষয়ে বিবৃতি দিয়েছে গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ।
বিবৃতিতে তারা জানিয়েছে, ‘বব ভিলানের স্লোগানগুলো শুনে আমরা হতবাক। তাদের স্লোগান সীমা অতিক্রম করেছে। আমরা এ উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে মনে করিয়ে দিতে চাই যে, গ্লাস্টনবারি উৎসবে ইহুদি-বিদ্বেষ, ঘৃণামূলক বক্তব্য কিংবা সহিংসতার প্ররোচনার কোনো স্থান নেই।’
বব ভিলান ছাড়াও গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে একই দিনে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে আলোচনায় এসেছে আইরিশ হিপহপ ব্যান্ড নিক্যাপ। তিন সদস্যের এ ব্যান্ড অনেকদিন ধরেই গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সরব। গত বছর লন্ডন কনসার্টে হিজবুল্লাহর পতাকা প্রদর্শন করে আইনি ঝামেলায় জড়িয়েছিল ব্যান্ডটি।
এবার তাই গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে তাদেরকে পারফর্ম করতে দেওয়ার বিরোধিতা করেছিলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবুও তাদের ঠেকানো যায়নি। এবারও গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে ফিলিস্তিনের পক্ষে জোরালো স্লোগান দিয়েছে ব্যান্ড নিক্যাপ। কিয়ার স্টারমারের বিরুদ্ধেও কথা বলেছে। তাদের পরিবেশনার সময় ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে স্লোগানে কণ্ঠ মেলায় হাজারো দর্শক।
দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
৩৬ মিনিট আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
৯ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
৯ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
১০ ঘণ্টা আগে