পপতারকা রিয়ান্নাকে আনুষ্ঠানিকভাবে একজন বিলিয়নিয়ার হিসেবে ঘোষণা দিল বিখ্যাত মার্কিন ম্যাগাজিন 'ফোর্বস। পাশাপাশি বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পীও তিনি।
এ নিয়ে রিয়ান্নার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই পপ তারকার সম্পদের মূল্য প্রায় ১.৭ বিলিয়ন ডলার। যার মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন ডলার তার ফেন্টি বিউটি কসমেটিকস কোম্পানি থেকে এসেছে।
এ ছাড়া তাঁর বাকি আয়ের বেশির ভাগ প্রায় ২৭০ মিলিয়ন স্যাভেজ এক্স ফেন্টি থেকে এবং সংগীত ও অভিনয় থেকে আসে।
বিনোদন জগতে বিশ্বের সবচেয়ে ধনী নারী হিসেবে অপরাহ উইনফ্রের পরে দ্বিতীয় স্থানে আছেন রিয়ান্না।
রিয়ান্নার আসল নাম রবিন ফেন্টি। তিনি ২০১৭ বিলাসবহুল পণ্য সংস্থা এলভিএমএইচ-এর সঙ্গে অংশীদারত্বে ফেন্টি বিউটি কসমেটিক ব্র্যান্ড চালু করে।
তখন রিয়ানা বলেছিলেন, আমার লক্ষ্য 'সব ধরনের নারীর' কাছে পৌঁছানো এবং ৪০টি বিভিন্ন ফাউন্ডেশন শেড চালু করা। যেটি তখন মূলত অভূতপূর্ব ছিল।
এলভিএমএইচ জানিয়েছে, এই মাধ্যমে তারা প্রথম বছরে ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।
তবে, রিয়ান্না সব ব্যবসায়িক উদ্যোগ অবশ্য ফলপ্রসূ হয়নি।
২০১৬ সালের পর থেকে রিয়ান্না কোনো স্টুডিও অ্যালবাম প্রকাশ করেননি। তবে, সম্প্রতি বয়ফ্রেন্ড রকির সঙ্গে তাঁকে একটি মিউজিক ভিডিও শুটিং করতে দেখা গেছে।
পপতারকা রিয়ান্নাকে আনুষ্ঠানিকভাবে একজন বিলিয়নিয়ার হিসেবে ঘোষণা দিল বিখ্যাত মার্কিন ম্যাগাজিন 'ফোর্বস। পাশাপাশি বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পীও তিনি।
এ নিয়ে রিয়ান্নার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই পপ তারকার সম্পদের মূল্য প্রায় ১.৭ বিলিয়ন ডলার। যার মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন ডলার তার ফেন্টি বিউটি কসমেটিকস কোম্পানি থেকে এসেছে।
এ ছাড়া তাঁর বাকি আয়ের বেশির ভাগ প্রায় ২৭০ মিলিয়ন স্যাভেজ এক্স ফেন্টি থেকে এবং সংগীত ও অভিনয় থেকে আসে।
বিনোদন জগতে বিশ্বের সবচেয়ে ধনী নারী হিসেবে অপরাহ উইনফ্রের পরে দ্বিতীয় স্থানে আছেন রিয়ান্না।
রিয়ান্নার আসল নাম রবিন ফেন্টি। তিনি ২০১৭ বিলাসবহুল পণ্য সংস্থা এলভিএমএইচ-এর সঙ্গে অংশীদারত্বে ফেন্টি বিউটি কসমেটিক ব্র্যান্ড চালু করে।
তখন রিয়ানা বলেছিলেন, আমার লক্ষ্য 'সব ধরনের নারীর' কাছে পৌঁছানো এবং ৪০টি বিভিন্ন ফাউন্ডেশন শেড চালু করা। যেটি তখন মূলত অভূতপূর্ব ছিল।
এলভিএমএইচ জানিয়েছে, এই মাধ্যমে তারা প্রথম বছরে ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।
তবে, রিয়ান্না সব ব্যবসায়িক উদ্যোগ অবশ্য ফলপ্রসূ হয়নি।
২০১৬ সালের পর থেকে রিয়ান্না কোনো স্টুডিও অ্যালবাম প্রকাশ করেননি। তবে, সম্প্রতি বয়ফ্রেন্ড রকির সঙ্গে তাঁকে একটি মিউজিক ভিডিও শুটিং করতে দেখা গেছে।
পুনের আদালতে ‘জলি এলএলবি ৩’ সিনেমার শিল্পীদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন আইনজীবী ওয়াজেদ রহিম খান। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, জলি এলএলবি ৩ সিনেমায় বিচারব্যবস্থাকে উপহাস করা হয়েছে এবং আদালতের কার্যক্রমকে অসম্মান করা হয়েছে।
২ ঘণ্টা আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম উঠে এসেছে কমলা রঙের বোধ নাটকে। এটি থিয়েটার ফ্যাক্টরির পঞ্চম প্রযোজনা। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু।
২ ঘণ্টা আগেআরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। ছেলের প্রথম সিরিজের প্রিভিউ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ খান ও গৌরী খান। ২০ আগস্ট সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানটির সঞ্চালনাও করেছেন শাহরুখ।
২ ঘণ্টা আগে১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ভ্রষ্টাচার’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন মিঠুন ও রজনীকান্ত। সর্বশেষ ১৯৯৫ সালে মিঠুন চক্রবর্তীর ‘ভাগ্যবিধাতা’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত।
৭ ঘণ্টা আগে