চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন—দুজনের মূল পরিচয় তাঁরা অভিনয়শিল্পী। কিন্তু অভিনয়ের বাইরে গানেও নিজেদের অবস্থান তৈরি করেছেন তাঁরা। চঞ্চলের কণ্ঠে একাধিক গান এর আগে জনপ্রিয়তা পেয়েছে। শাওনের গানও পছন্দ করেন শ্রোতারা।
এ দুই শিল্পী একসঙ্গে হাজির হয়েছিলেন গত বছর। গেয়েছিলেন ‘যুবতী রাধে’। দুই শিল্পীর পরিবেশনা প্রশংসিত হয়। ইউটিউব ও ফেসবুকে দ্রুতই গানটির ভিউ বাড়তে থাকে। একই সঙ্গে কপিরাইট ইস্যুতে শুরু হয় তর্ক–বিতর্ক।
‘সরলপুর’ ব্যান্ড দাবি করে, গানটি তাদের কপিরাইট করা। আপত্তির মুখে চঞ্চল ও শাওনের কণ্ঠে ধারণকৃত গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে বাধ্য হয় পরিবেশক প্রতিষ্ঠান।
গানটি সরিয়ে ফেলায় খুব কষ্ট পেয়েছিলেন চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। পৃথক বিবৃতিতে তাঁরা জানিয়েছিলেন সে কথা। তবে প্রথম গানের তিক্ত অভিজ্ঞতা ভুলে আবারও এক হয়েছেন তাঁরা। কণ্ঠ দিয়েছেন দ্বৈত গানে। এবারও তাঁদের কণ্ঠে উঠে এসেছে লোকগান। গেয়েছেন হাসন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিল রে’। সংগীত আয়োজনে আছেন পার্থ বড়ুয়া।
প্রযোজনা প্রতিষ্ঠান ‘আইপিডিসি আমাদের গান’–এর পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ আগেই গানটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন চঞ্চল চৌধুরী ও শাওন। এরই মধ্যে সব কাজ শেষ করে মুক্তির জন্য প্রস্তুত।
নতুন এ গান নিয়ে ভীষণ উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। দুই দিন আগে পার্থ বড়ুয়ার সঙ্গে ফেসবুকে সেলফি পোস্ট করে শাওন জানিয়েছিলেন, নতুন কিছু আসছে। আর চঞ্চল বলেছেন, ‘সর্বতঃ মঙ্গল রাধে বিনোদিনী রাই–এর পর আসছে নতুন গান। এবারের ঈদে। যথারীতি পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে।’ ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পাবে গানটি। শ্রোতাদের জন্য তাই এবার পার্থ বড়ুয়া–চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন ত্রয়ীর ঈদ উপহার ‘নিশা লাগিল রে’।
চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন—দুজনের মূল পরিচয় তাঁরা অভিনয়শিল্পী। কিন্তু অভিনয়ের বাইরে গানেও নিজেদের অবস্থান তৈরি করেছেন তাঁরা। চঞ্চলের কণ্ঠে একাধিক গান এর আগে জনপ্রিয়তা পেয়েছে। শাওনের গানও পছন্দ করেন শ্রোতারা।
এ দুই শিল্পী একসঙ্গে হাজির হয়েছিলেন গত বছর। গেয়েছিলেন ‘যুবতী রাধে’। দুই শিল্পীর পরিবেশনা প্রশংসিত হয়। ইউটিউব ও ফেসবুকে দ্রুতই গানটির ভিউ বাড়তে থাকে। একই সঙ্গে কপিরাইট ইস্যুতে শুরু হয় তর্ক–বিতর্ক।
‘সরলপুর’ ব্যান্ড দাবি করে, গানটি তাদের কপিরাইট করা। আপত্তির মুখে চঞ্চল ও শাওনের কণ্ঠে ধারণকৃত গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে বাধ্য হয় পরিবেশক প্রতিষ্ঠান।
গানটি সরিয়ে ফেলায় খুব কষ্ট পেয়েছিলেন চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। পৃথক বিবৃতিতে তাঁরা জানিয়েছিলেন সে কথা। তবে প্রথম গানের তিক্ত অভিজ্ঞতা ভুলে আবারও এক হয়েছেন তাঁরা। কণ্ঠ দিয়েছেন দ্বৈত গানে। এবারও তাঁদের কণ্ঠে উঠে এসেছে লোকগান। গেয়েছেন হাসন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিল রে’। সংগীত আয়োজনে আছেন পার্থ বড়ুয়া।
প্রযোজনা প্রতিষ্ঠান ‘আইপিডিসি আমাদের গান’–এর পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ আগেই গানটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন চঞ্চল চৌধুরী ও শাওন। এরই মধ্যে সব কাজ শেষ করে মুক্তির জন্য প্রস্তুত।
নতুন এ গান নিয়ে ভীষণ উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। দুই দিন আগে পার্থ বড়ুয়ার সঙ্গে ফেসবুকে সেলফি পোস্ট করে শাওন জানিয়েছিলেন, নতুন কিছু আসছে। আর চঞ্চল বলেছেন, ‘সর্বতঃ মঙ্গল রাধে বিনোদিনী রাই–এর পর আসছে নতুন গান। এবারের ঈদে। যথারীতি পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে।’ ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পাবে গানটি। শ্রোতাদের জন্য তাই এবার পার্থ বড়ুয়া–চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন ত্রয়ীর ঈদ উপহার ‘নিশা লাগিল রে’।
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
৬ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
৭ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
৯ ঘণ্টা আগেভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২০ ঘণ্টা আগে