চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন—দুজনের মূল পরিচয় তাঁরা অভিনয়শিল্পী। কিন্তু অভিনয়ের বাইরে গানেও নিজেদের অবস্থান তৈরি করেছেন তাঁরা। চঞ্চলের কণ্ঠে একাধিক গান এর আগে জনপ্রিয়তা পেয়েছে। শাওনের গানও পছন্দ করেন শ্রোতারা।
এ দুই শিল্পী একসঙ্গে হাজির হয়েছিলেন গত বছর। গেয়েছিলেন ‘যুবতী রাধে’। দুই শিল্পীর পরিবেশনা প্রশংসিত হয়। ইউটিউব ও ফেসবুকে দ্রুতই গানটির ভিউ বাড়তে থাকে। একই সঙ্গে কপিরাইট ইস্যুতে শুরু হয় তর্ক–বিতর্ক।
‘সরলপুর’ ব্যান্ড দাবি করে, গানটি তাদের কপিরাইট করা। আপত্তির মুখে চঞ্চল ও শাওনের কণ্ঠে ধারণকৃত গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে বাধ্য হয় পরিবেশক প্রতিষ্ঠান।
গানটি সরিয়ে ফেলায় খুব কষ্ট পেয়েছিলেন চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। পৃথক বিবৃতিতে তাঁরা জানিয়েছিলেন সে কথা। তবে প্রথম গানের তিক্ত অভিজ্ঞতা ভুলে আবারও এক হয়েছেন তাঁরা। কণ্ঠ দিয়েছেন দ্বৈত গানে। এবারও তাঁদের কণ্ঠে উঠে এসেছে লোকগান। গেয়েছেন হাসন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিল রে’। সংগীত আয়োজনে আছেন পার্থ বড়ুয়া।
প্রযোজনা প্রতিষ্ঠান ‘আইপিডিসি আমাদের গান’–এর পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ আগেই গানটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন চঞ্চল চৌধুরী ও শাওন। এরই মধ্যে সব কাজ শেষ করে মুক্তির জন্য প্রস্তুত।
নতুন এ গান নিয়ে ভীষণ উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। দুই দিন আগে পার্থ বড়ুয়ার সঙ্গে ফেসবুকে সেলফি পোস্ট করে শাওন জানিয়েছিলেন, নতুন কিছু আসছে। আর চঞ্চল বলেছেন, ‘সর্বতঃ মঙ্গল রাধে বিনোদিনী রাই–এর পর আসছে নতুন গান। এবারের ঈদে। যথারীতি পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে।’ ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পাবে গানটি। শ্রোতাদের জন্য তাই এবার পার্থ বড়ুয়া–চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন ত্রয়ীর ঈদ উপহার ‘নিশা লাগিল রে’।
চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন—দুজনের মূল পরিচয় তাঁরা অভিনয়শিল্পী। কিন্তু অভিনয়ের বাইরে গানেও নিজেদের অবস্থান তৈরি করেছেন তাঁরা। চঞ্চলের কণ্ঠে একাধিক গান এর আগে জনপ্রিয়তা পেয়েছে। শাওনের গানও পছন্দ করেন শ্রোতারা।
এ দুই শিল্পী একসঙ্গে হাজির হয়েছিলেন গত বছর। গেয়েছিলেন ‘যুবতী রাধে’। দুই শিল্পীর পরিবেশনা প্রশংসিত হয়। ইউটিউব ও ফেসবুকে দ্রুতই গানটির ভিউ বাড়তে থাকে। একই সঙ্গে কপিরাইট ইস্যুতে শুরু হয় তর্ক–বিতর্ক।
‘সরলপুর’ ব্যান্ড দাবি করে, গানটি তাদের কপিরাইট করা। আপত্তির মুখে চঞ্চল ও শাওনের কণ্ঠে ধারণকৃত গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে বাধ্য হয় পরিবেশক প্রতিষ্ঠান।
গানটি সরিয়ে ফেলায় খুব কষ্ট পেয়েছিলেন চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। পৃথক বিবৃতিতে তাঁরা জানিয়েছিলেন সে কথা। তবে প্রথম গানের তিক্ত অভিজ্ঞতা ভুলে আবারও এক হয়েছেন তাঁরা। কণ্ঠ দিয়েছেন দ্বৈত গানে। এবারও তাঁদের কণ্ঠে উঠে এসেছে লোকগান। গেয়েছেন হাসন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিল রে’। সংগীত আয়োজনে আছেন পার্থ বড়ুয়া।
প্রযোজনা প্রতিষ্ঠান ‘আইপিডিসি আমাদের গান’–এর পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ আগেই গানটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন চঞ্চল চৌধুরী ও শাওন। এরই মধ্যে সব কাজ শেষ করে মুক্তির জন্য প্রস্তুত।
নতুন এ গান নিয়ে ভীষণ উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। দুই দিন আগে পার্থ বড়ুয়ার সঙ্গে ফেসবুকে সেলফি পোস্ট করে শাওন জানিয়েছিলেন, নতুন কিছু আসছে। আর চঞ্চল বলেছেন, ‘সর্বতঃ মঙ্গল রাধে বিনোদিনী রাই–এর পর আসছে নতুন গান। এবারের ঈদে। যথারীতি পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে।’ ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পাবে গানটি। শ্রোতাদের জন্য তাই এবার পার্থ বড়ুয়া–চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন ত্রয়ীর ঈদ উপহার ‘নিশা লাগিল রে’।
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
২ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
৩ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
৩ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে