বিনোদন প্রতিবেদক, ঢাকা
টেলিভিশনে নিয়মিত সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নেন সংগীতশিল্পীরা। নিজেদের গানের পাশাপাশি অন্য শিল্পীর জনপ্রিয় গানও পরিবেশন করেন কেউ কেউ। তবে অনেক সময় কভার করা গানের গীতিকার ও শিল্পীর নাম থাকে উপেক্ষিত। এবার এই বিষয়ে অভিযোগ জানালেন সংগীতশিল্পী কাজী শুভ। গতকাল সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ করে কাজী শুভ জানান, বিষয়টি একধরনের বাটপারি ও বেয়াদবি। এটা প্রশ্রয় দেওয়া ঠিক হবে না বলে অভিমত তাঁর।
ফেসবুকে কাজী শুভ লেখেন, ‘আমার গাওয়া মৌলিক গানের মাঝে অন্যতম একটি গান “ভুলিয়া না যাইও”; যার গীতিকবি পাগল হাসান। মিউজিক করেছিল রাফি। ছয় বছর আগে ধ্রুব মিউজিক স্টেশন থেকে মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়। এই গানের জন্য শ্রোতাদের অনেক ভালোবাসাও পেয়েছি। ইদানীং দেখছি অনেক শিল্পী বিভিন্ন টিভি চ্যানেলে লাইভে গিয়ে গানটি গাইছে। যেখানে মূল শিল্পীর নামটা তারা বলে না; যেটা সত্যিকার অর্থে চরম পর্যায়ের বেয়াদবি। আর টিভি চ্যানেলগুলো লাইভ গাওয়া গানটা আবার বাণিজ্যিকভাবে ইউটিউবে প্রকাশ করছে, যেখানে মূল শিল্পীর ক্রেডিট পর্যন্ত নেই। আমার দৃষ্টিতে এ ধরনের কাজ চরম পর্যায়ের বাটপারি। তবে অনেক চ্যানেলে ফোন করে বলার পর তারা মূল শিল্পীর নাম যুক্ত করেছে।’
শুভ আরও লেখেন, ‘একটা মৌলিক গানকে প্রতিষ্ঠা করতে এবং শ্রোতাদের কাছে পৌঁছাতে অনেক পরিশ্রম করতে হয়। যা-ই হোক, এ ধরনের কাজকে প্রশ্রয় দেওয়াটা ঠিক হবে না। আর সে কারণেই আমার এই প্রতিবাদ।’
টেলিভিশনে নিয়মিত সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নেন সংগীতশিল্পীরা। নিজেদের গানের পাশাপাশি অন্য শিল্পীর জনপ্রিয় গানও পরিবেশন করেন কেউ কেউ। তবে অনেক সময় কভার করা গানের গীতিকার ও শিল্পীর নাম থাকে উপেক্ষিত। এবার এই বিষয়ে অভিযোগ জানালেন সংগীতশিল্পী কাজী শুভ। গতকাল সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ করে কাজী শুভ জানান, বিষয়টি একধরনের বাটপারি ও বেয়াদবি। এটা প্রশ্রয় দেওয়া ঠিক হবে না বলে অভিমত তাঁর।
ফেসবুকে কাজী শুভ লেখেন, ‘আমার গাওয়া মৌলিক গানের মাঝে অন্যতম একটি গান “ভুলিয়া না যাইও”; যার গীতিকবি পাগল হাসান। মিউজিক করেছিল রাফি। ছয় বছর আগে ধ্রুব মিউজিক স্টেশন থেকে মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়। এই গানের জন্য শ্রোতাদের অনেক ভালোবাসাও পেয়েছি। ইদানীং দেখছি অনেক শিল্পী বিভিন্ন টিভি চ্যানেলে লাইভে গিয়ে গানটি গাইছে। যেখানে মূল শিল্পীর নামটা তারা বলে না; যেটা সত্যিকার অর্থে চরম পর্যায়ের বেয়াদবি। আর টিভি চ্যানেলগুলো লাইভ গাওয়া গানটা আবার বাণিজ্যিকভাবে ইউটিউবে প্রকাশ করছে, যেখানে মূল শিল্পীর ক্রেডিট পর্যন্ত নেই। আমার দৃষ্টিতে এ ধরনের কাজ চরম পর্যায়ের বাটপারি। তবে অনেক চ্যানেলে ফোন করে বলার পর তারা মূল শিল্পীর নাম যুক্ত করেছে।’
শুভ আরও লেখেন, ‘একটা মৌলিক গানকে প্রতিষ্ঠা করতে এবং শ্রোতাদের কাছে পৌঁছাতে অনেক পরিশ্রম করতে হয়। যা-ই হোক, এ ধরনের কাজকে প্রশ্রয় দেওয়াটা ঠিক হবে না। আর সে কারণেই আমার এই প্রতিবাদ।’
শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধূলিবেলায়’। গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর এবার দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক। ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গোধূলিবেলায়।
৩ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার মিউজিক ইন্ডাস্ট্রিতে এ মুহূর্তে সবচেয়ে বড় নাম লি জি উন। সারা বিশ্ব যাঁকে চেনে আই ইউ নামে। ২০০৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সংগীতের দুনিয়ায় পা রাখেন। গত দেড় যুগে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী সংগীতশিল্পী।
৩ ঘণ্টা আগেঅভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।
১৪ ঘণ্টা আগেঅপু বিশ্বাসের পর এবার শবনম বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি। এরপর বিষয়টি আর গোপন রাখেননি বুবলী। তিনজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইন ইউএসএ’।
১৫ ঘণ্টা আগে