বিনোদন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস দিয়ে পরিচিতি পান জে-হোপ। বর্তমানে ব্যান্ডটির বেশির ভাগ সদস্য সামরিক প্রশিক্ষণে থাকায় আপাতত বন্ধ আছে বিটিএসের কার্যক্রম। জে-হোপও ১৮ মাসের প্রশিক্ষণ শেষ করে ফিরেছেন গত বছরের অক্টোবরে। সেই থেকে নিজেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন এই র্যাপার। মাত্র কয়েকটি ফ্যান ইভেন্টকে ঘিরে ছিল তাঁর উপস্থিতি। বিটিএসের বাইরে আগেও নিজের একক গান প্রকাশ করেছেন জে-হোপ। একক ক্যারিয়ার সমৃদ্ধ করতে এবার আরও বড় পদক্ষেপ নিলেন তিনি।
বিটিএসের সব সদস্য সামরিক প্রশিক্ষণ শেষ করে ফিরবেন এ বছরের শেষ নাগাদ। তাই এই সময়ে নিজের একক ক্যারিয়ারে মন দিয়েছেন জে-হোপ। শুরু করছেন নিজের প্রথম একক ওয়ার্ল্ড ট্যুর। ‘হোপ অন দ্য স্টেজ’ নামের সফরটি শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ১ জুন। সফরে এশিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরে গান শোনাবেন তিনি।
নিজের জন্মশহর সিউলে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ—৩ দিনের কনসার্ট দিয়ে সংগীতসফরটি শুরু করবেন জে-হোপ। এরপর ১৫টি শহরে ৩১টি কনসার্ট করবেন তিনি। তালিকায় রয়েছে সিঙ্গাপুর, ব্রুকলিন, শিকাগো, মেক্সিকো সিটি, ফিলিপাইনের ম্যানিলা, জাপানের সাইতামা ও ওসাকা, ইন্দোনেশিয়ার জাকার্তা, চীনের ম্যাকাও, তাইওয়ানের তাইপে, থাইল্যান্ডের ব্যাংকক ইত্যাদি।
ভক্তরা আশা করছেন, এ সফরে বিটিএস ও নিজের জনপ্রিয় গান ছাড়াও কিছু নতুন গান গাইবেন জে-হোপ। থাকতে পারে ‘চিকেন নুডলস স্যুপ’, ‘অন দ্য স্ট্রিট’ অথবা ‘রাশ আওয়ার’-এর মতো শ্রোতানন্দিত গান। সারা বিশ্বের শ্রোতাদের মন কাড়তে সাউন্ড ও স্টাইলেও পরিবর্তন আসতে পারে।
সব সদস্যকে নিয়ে ব্যান্ডের কার্যক্রম শুরু করতে এ বছরটা লেগে যাবে। সে পর্যন্ত বিটিএস ভক্তদের অনুপ্রাণিত করতে জে-হোপের এ সফর খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে শিল্পীর ম্যানেজমেন্ট এজেন্সি বিগ হিট মিউজিক।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস দিয়ে পরিচিতি পান জে-হোপ। বর্তমানে ব্যান্ডটির বেশির ভাগ সদস্য সামরিক প্রশিক্ষণে থাকায় আপাতত বন্ধ আছে বিটিএসের কার্যক্রম। জে-হোপও ১৮ মাসের প্রশিক্ষণ শেষ করে ফিরেছেন গত বছরের অক্টোবরে। সেই থেকে নিজেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন এই র্যাপার। মাত্র কয়েকটি ফ্যান ইভেন্টকে ঘিরে ছিল তাঁর উপস্থিতি। বিটিএসের বাইরে আগেও নিজের একক গান প্রকাশ করেছেন জে-হোপ। একক ক্যারিয়ার সমৃদ্ধ করতে এবার আরও বড় পদক্ষেপ নিলেন তিনি।
বিটিএসের সব সদস্য সামরিক প্রশিক্ষণ শেষ করে ফিরবেন এ বছরের শেষ নাগাদ। তাই এই সময়ে নিজের একক ক্যারিয়ারে মন দিয়েছেন জে-হোপ। শুরু করছেন নিজের প্রথম একক ওয়ার্ল্ড ট্যুর। ‘হোপ অন দ্য স্টেজ’ নামের সফরটি শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ১ জুন। সফরে এশিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরে গান শোনাবেন তিনি।
নিজের জন্মশহর সিউলে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ—৩ দিনের কনসার্ট দিয়ে সংগীতসফরটি শুরু করবেন জে-হোপ। এরপর ১৫টি শহরে ৩১টি কনসার্ট করবেন তিনি। তালিকায় রয়েছে সিঙ্গাপুর, ব্রুকলিন, শিকাগো, মেক্সিকো সিটি, ফিলিপাইনের ম্যানিলা, জাপানের সাইতামা ও ওসাকা, ইন্দোনেশিয়ার জাকার্তা, চীনের ম্যাকাও, তাইওয়ানের তাইপে, থাইল্যান্ডের ব্যাংকক ইত্যাদি।
ভক্তরা আশা করছেন, এ সফরে বিটিএস ও নিজের জনপ্রিয় গান ছাড়াও কিছু নতুন গান গাইবেন জে-হোপ। থাকতে পারে ‘চিকেন নুডলস স্যুপ’, ‘অন দ্য স্ট্রিট’ অথবা ‘রাশ আওয়ার’-এর মতো শ্রোতানন্দিত গান। সারা বিশ্বের শ্রোতাদের মন কাড়তে সাউন্ড ও স্টাইলেও পরিবর্তন আসতে পারে।
সব সদস্যকে নিয়ে ব্যান্ডের কার্যক্রম শুরু করতে এ বছরটা লেগে যাবে। সে পর্যন্ত বিটিএস ভক্তদের অনুপ্রাণিত করতে জে-হোপের এ সফর খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে শিল্পীর ম্যানেজমেন্ট এজেন্সি বিগ হিট মিউজিক।
এই সাফল্যের আনন্দ কিছুটা হলেও মলিন করে দিয়েছে নকলের অভিযোগ। অনেকে অভিযোগ করছে, ২০০৪ সালের কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর গল্প চুরি করে তৈরি হয়েছে সাইয়ারা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে কাটাছেঁড়া।
৮ ঘণ্টা আগেইদানীং হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন যদিও, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। সুড়ঙ্গ ২ সিনেমার শুটিং শুরুর আগে তাই নিশোকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। করাতে হবে হাঁটুর অস্ত্রোপচার।
৮ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে টিভিতে প্রচার হয়েছিল ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘বকুল ফুল’। এতে একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশের পর আবার আলোচনায় তিনি। প্রশংসিত হচ্ছে মাহির অভিনয় ও লুক। বকুল ফুল নাটকসহ অন্যান্য বিষয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন শিহাব...
২১ ঘণ্টা আগেসেই আশির দশকের শুরুতে পরিচালনা শুরু জেমস ক্যামেরনের। বানিয়েছেন ‘টার্মিনেটর’, ‘এলিয়েনস’, ‘টাইটানিক’সহ অনেক আলোচিত সিনেমা। তবে দেড় যুগ ধরে এই জনপ্রিয় নির্মাতা আটকে আছেন একই বিষয়ে। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’, তার পর থেকে অন্য কোনো বিষয় নিয়ে ভাবেননি।
১ দিন আগে