বিনোদন প্রতিবেদক, ঢাকা
মৌলিক গানের পাশাপাশি বেশ কিছু হিন্দি গানের কাভার করেছেন অবন্তী সিঁথি। এবার তিনি নিয়ে এলেন মৌলিক হিন্দি গান। অবন্তী সিঁথির প্রথম হিন্দি গানের শিরোনাম ‘মেহসুস দিল কো’। এতে অবন্তীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন আর জয়। তাপসের সঙ্গে যৌথভাবে সুর করেছেন জয়, সংগীতায়োজনও তাঁর। গানের কথাও যৌথভাবে লিখেছেন তাপস ও প্রমোদ সেতি। গানের ভিডিওতে জয়ের সঙ্গে দেখা গেছে অবন্তী সিঁথিকে। গত শুক্রবার আর জয় অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হিন্দি গানটি।
মুম্বাইয়ে গান গাওয়ার পাশাপাশি সুরকার ও সংগীতায়োজক হিসেবে নিয়মিত কাজ করছেন আর জয়। এবারই প্রথম বাংলাদেশের কোনো শিল্পীর সঙ্গে গান করলেন তিনি। অবন্তী সিঁথি জানান, দীপাবলি উৎসবটি আরও বর্ণিল করে তুলতে ভিন্ন স্বাদের এই আয়োজন। এ দেশে অনেক হিন্দি গানের অনুরাগী আছেন, তাঁদের পাশাপাশি অন্যদেরও গানটি ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন এই শিল্পী।
অবন্তী সিঁথি বলেন, ‘আগে অনেক হিন্দি গান কাভার করেছি, এবার প্রথম একটি মৌলিক হিন্দি গান করলাম। এত সুন্দর একটি গানের অংশ হতে পেরে ভালো লাগছে। গানটির কথা ও সুর মনে দাগ কাটার মতো। যাঁরা আমার গান শোনেন, এটিও তাঁদের ভালো লাগবে বলে আশা করছি।’
মৌলিক গানের পাশাপাশি বেশ কিছু হিন্দি গানের কাভার করেছেন অবন্তী সিঁথি। এবার তিনি নিয়ে এলেন মৌলিক হিন্দি গান। অবন্তী সিঁথির প্রথম হিন্দি গানের শিরোনাম ‘মেহসুস দিল কো’। এতে অবন্তীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন আর জয়। তাপসের সঙ্গে যৌথভাবে সুর করেছেন জয়, সংগীতায়োজনও তাঁর। গানের কথাও যৌথভাবে লিখেছেন তাপস ও প্রমোদ সেতি। গানের ভিডিওতে জয়ের সঙ্গে দেখা গেছে অবন্তী সিঁথিকে। গত শুক্রবার আর জয় অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হিন্দি গানটি।
মুম্বাইয়ে গান গাওয়ার পাশাপাশি সুরকার ও সংগীতায়োজক হিসেবে নিয়মিত কাজ করছেন আর জয়। এবারই প্রথম বাংলাদেশের কোনো শিল্পীর সঙ্গে গান করলেন তিনি। অবন্তী সিঁথি জানান, দীপাবলি উৎসবটি আরও বর্ণিল করে তুলতে ভিন্ন স্বাদের এই আয়োজন। এ দেশে অনেক হিন্দি গানের অনুরাগী আছেন, তাঁদের পাশাপাশি অন্যদেরও গানটি ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন এই শিল্পী।
অবন্তী সিঁথি বলেন, ‘আগে অনেক হিন্দি গান কাভার করেছি, এবার প্রথম একটি মৌলিক হিন্দি গান করলাম। এত সুন্দর একটি গানের অংশ হতে পেরে ভালো লাগছে। গানটির কথা ও সুর মনে দাগ কাটার মতো। যাঁরা আমার গান শোনেন, এটিও তাঁদের ভালো লাগবে বলে আশা করছি।’
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
৬ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
৭ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
৯ ঘণ্টা আগেভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২০ ঘণ্টা আগে