বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেশের পাশাপাশি বিদেশে নিয়মিত কনসার্টে পারফর্ম করে দেশের অনেক ব্যান্ড। এবার প্রথমবারের মতো কানাডায় কনসার্ট করতে যাচ্ছে ব্যান্ড অ্যাশেজ। সোশ্যাল মিডিয়ায় অ্যাশেজের কানাডা সফর নিশ্চিত করেছেন ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান।
ফেসবুকে ইভান জানান, জুলাইয়ের প্রথম দিন থেকে শুরু হবে তাঁদের কানাডা সফর। ১ জুলাই টরন্টো, ৫ জুলাই রেজিনা, ১০ জুলাই নিউফাউন্ডল্যান্ড, ১১ জুলাই হ্যালিফ্যাক্স ও ১৩ জুলাই মন্ট্রিয়ালে গাইবে অ্যাশেজ। ঢাকা থেকে ২৯ জুন কানাডার উদ্দেশে রওনা দেওয়ার কথা অ্যাশেজের। আগামী ১৪ জুলাই দেশে ফেরার পর দেশেও বেশ কয়েকটি কনসার্ট করার পরিকল্পনা করছে ব্যান্ডটি।
জুনায়েদ ইভান বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এর আগে আমরা বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করেছি, কিন্তু কানাডায় যাওয়ার সুযোগ হয়নি। এবার যেহেতু সেখানকার কয়েকটি শহরে গাওয়ার সুযোগ পেয়েছি, এ জন্য কৃতজ্ঞতা জানাই আয়োজকদের প্রতি, যাঁরা আমাদের ওপর আস্থা রেখেছেন।’
শুধু কানাডা নয়, বছর শেষে যুক্তরাষ্ট্রেও কনসার্ট করার কথা রয়েছে ব্যান্ডটির। তাই সব মিলিয়ে, ২০২৫ সালটি হতে যাচ্ছে অ্যাশেজের জন্য একটি স্মরণীয় বছর।
অ্যাশেজ ব্যান্ডের লাইনআপ
জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কিবোর্ড) ও তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।
দেশের পাশাপাশি বিদেশে নিয়মিত কনসার্টে পারফর্ম করে দেশের অনেক ব্যান্ড। এবার প্রথমবারের মতো কানাডায় কনসার্ট করতে যাচ্ছে ব্যান্ড অ্যাশেজ। সোশ্যাল মিডিয়ায় অ্যাশেজের কানাডা সফর নিশ্চিত করেছেন ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান।
ফেসবুকে ইভান জানান, জুলাইয়ের প্রথম দিন থেকে শুরু হবে তাঁদের কানাডা সফর। ১ জুলাই টরন্টো, ৫ জুলাই রেজিনা, ১০ জুলাই নিউফাউন্ডল্যান্ড, ১১ জুলাই হ্যালিফ্যাক্স ও ১৩ জুলাই মন্ট্রিয়ালে গাইবে অ্যাশেজ। ঢাকা থেকে ২৯ জুন কানাডার উদ্দেশে রওনা দেওয়ার কথা অ্যাশেজের। আগামী ১৪ জুলাই দেশে ফেরার পর দেশেও বেশ কয়েকটি কনসার্ট করার পরিকল্পনা করছে ব্যান্ডটি।
জুনায়েদ ইভান বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এর আগে আমরা বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করেছি, কিন্তু কানাডায় যাওয়ার সুযোগ হয়নি। এবার যেহেতু সেখানকার কয়েকটি শহরে গাওয়ার সুযোগ পেয়েছি, এ জন্য কৃতজ্ঞতা জানাই আয়োজকদের প্রতি, যাঁরা আমাদের ওপর আস্থা রেখেছেন।’
শুধু কানাডা নয়, বছর শেষে যুক্তরাষ্ট্রেও কনসার্ট করার কথা রয়েছে ব্যান্ডটির। তাই সব মিলিয়ে, ২০২৫ সালটি হতে যাচ্ছে অ্যাশেজের জন্য একটি স্মরণীয় বছর।
অ্যাশেজ ব্যান্ডের লাইনআপ
জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কিবোর্ড) ও তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৪১ মিনিট আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৪ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৬ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৯ ঘণ্টা আগে