Ajker Patrika

সুমনের গান শুনতে দীর্ঘ লাইন

সুমনের গান শুনতে দীর্ঘ লাইন

লম্বা লাইনটা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট থেকে শুরু হয়ে এঁকেবেঁকে চলে গেছে অনেক দূর। আজ শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে এখানে কবীর সুমনের গান গাওয়ার কথা। টিকিট তো বিক্রি হয়ে গেছে অনেক আগেই। ৩টা ৪৫ মিনিটে গেট খুলে দেওয়া হয়। তার বেশ আগে থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসতে শুরু করেন সুমনভক্তরা।

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন ঢাকায় এসেছেন গত বৃহস্পতিবার। ১৫,১৮ ও ২১ অক্টোবর তিনটি আলাদা অনুষ্ঠানে গান শোনাবেন তিনি। আজ প্রথম দিন সুমন গাইবেন আধুনিক বাংলা গান। দ্বিতীয় অনুষ্ঠানে করবেন আধুনিক বাংলা খেয়াল। ২১ অক্টোবর আধুনিক গানের আরেকটি অনুষ্ঠান করে এবারের ঢাকা সফর শেষ করবেন সুমন।

দুপুর থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দীর্ঘ লাইন। ছবি: আজকের পত্রিকাএর আগেও কয়েকবার ঢাকায় এসেছেন সুমন। তবে এবারের ঢাকা সফরের বিশেষ উপলক্ষ আছে। তাঁর প্রথম আধুনিক বাংলা গানের অ্যালবাম ‘তোমাকে চাই’–এর ৩০ বছর পূর্তি হয়েছে এ বছর। এ উপলক্ষেই ঢাকায় এসেছেন তিনি, গান শোনাতে। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘তোমাকে চাই’–এর ৩০ বছর উদ্‌যাপন সুমনের গান ও বাংলা খেয়াল’।

দুপুর থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দীর্ঘ লাইন। ছবি: আজকের পত্রিকাবিকেল সাড়ে ৪টা থেকে সুমনের অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও এখনো গেটের বাইরে দীর্ঘ লাইন। অনুষ্ঠান শুরু হতে সাড়ে ৫টা পেরিয়ে যাবে বলে ধারণা দিচ্ছেন আয়োজকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত চান ট্রাম্প, লক্ষ্য চীনের পারমাণবিক স্থাপনা

মাঝ আকাশে হাত ভাঙল বিমানের কেবিন ক্রুর, অঙ্গহানির আশঙ্কা

এরদোয়ানকে খলিফা উমর (রা.)-এর সঙ্গে খ্রিষ্টানদের চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিলেন জেরুজালেমের পাদরি

জুলাই সনদ বাস্তবায়ন: গণভোটের সময়-প্রশ্ন নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ

প্রশাসনে এখন তিন ধরনের শক্তি সক্রিয়: ড. ইফতেখারুজ্জামান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত