গতকাল শুক্রবার বিকেল থেকেই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে লম্বা লাইন। সন্ধ্যা হতে হতেই মিলনায়তন দর্শকপূর্ণ, জীবনমুখী ধারার শিল্পী নচিকেতার অপেক্ষায় সবাই। উপস্থাপক মিনিট পাঁচেক বললেন তাঁকে নিয়ে। ঘোষণার মধ্যেই ঠিক রাত ৮টা ২৩ মিনিটে মঞ্চে হাজির সেই কাঙ্ক্ষিত পুরুষ। মঞ্চে এসেই দর্শকদের জানান অভিবাদন। আর সবার চিৎকারের জবাব দেন চুমুতে। তার পরই শুরু করেন গান।
‘অন্তবিহীন পথ চলাই জীবন’ দিয়ে করেন শুরু। এরপর কখনো গান থামিয়ে, কখনো দুই গানের মাঝে আলাপ জমিয়ে ফেললেন পুরো মিলনায়তনে। পুরো সময়েই বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা গানের আবদার মিটিয়েছেন তিনি। এরপর একে একে গেয়েছেন ‘তুমি আসবে বলে’, ‘এটাই আমার অ্যাম্বিশন’, ‘দেখে যা অর্নিবাণ’, ‘ইচ্ছে’, ‘দিন শেষে রাত্রি আসে’ গানগুলো। এরপর তিনি শোনালেন ‘বৃদ্ধাশ্রম’, গানের সঙ্গে সঙ্গে মিলনায়তনে তখন যেন নেমে আসে নীরবতা।
গান শুনতে এসেছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। সঙ্গে এনেছিলেন তাঁর পুত্রসন্তান মুহূর্তকে। তাঁর কথায়, ‘মুহূর্তকে নচিদার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এসেছি। এই বয়সেও মানুষটার যে প্রাণশক্তি, তা সত্যিই অবাক করে।’
টানা গান গেয়ে সোয়া ৯টার দিকে বিরতিতে যান তিনি। বিরতির ফাঁকে মঞ্চ ছেড়ে দেন সঙ্গে আসা মিউজিশিয়ানদের হাতে। নচিকেতার দাবি, তাঁরাও ভালো গান করেন। ১৫ মিনিটের বিরতি শেষে শুরু করেন ‘স্বপ্ন স্বপ্ন দেখে মন’, ‘রাজশ্রী’। গানের সঙ্গে নচিকেতা নাচলেন, নাচালেনও।
গানের মধ্যেই হঠাৎ তিনি মঞ্চে ডেকে নেন বাংলাদেশের সংগীতশিল্পী জয় শাহরিয়ারকে, যার পারফরম্যান্সে শুরু হয়েছিল আয়োজন। দুজন মিলে গাইলেন ‘যদি নিজের সঙ্গে দেখা হয়ে যায়’। আর গানের মধ্য দিয়ে জানান যুদ্ধ বন্ধের আহ্বান।
সংগীতজীবনের ৩০ বছর পার করছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী গানের শিল্পী বলা হয় তাঁকে। ৩০ বছর উপলক্ষে এবার ঢাকায় গান শোনাতে এসেছেন তিনি। রাজধানীর কেআইবি মিলনায়তনে ছিল এই আয়োজন। ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ শিরোনামের এই আয়োজন করেছিল আজব রেকর্ডস। অনুষ্ঠানের শুরুতে দর্শকদের গান শুনিয়েছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার।
গতকাল শুক্রবার বিকেল থেকেই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে লম্বা লাইন। সন্ধ্যা হতে হতেই মিলনায়তন দর্শকপূর্ণ, জীবনমুখী ধারার শিল্পী নচিকেতার অপেক্ষায় সবাই। উপস্থাপক মিনিট পাঁচেক বললেন তাঁকে নিয়ে। ঘোষণার মধ্যেই ঠিক রাত ৮টা ২৩ মিনিটে মঞ্চে হাজির সেই কাঙ্ক্ষিত পুরুষ। মঞ্চে এসেই দর্শকদের জানান অভিবাদন। আর সবার চিৎকারের জবাব দেন চুমুতে। তার পরই শুরু করেন গান।
‘অন্তবিহীন পথ চলাই জীবন’ দিয়ে করেন শুরু। এরপর কখনো গান থামিয়ে, কখনো দুই গানের মাঝে আলাপ জমিয়ে ফেললেন পুরো মিলনায়তনে। পুরো সময়েই বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা গানের আবদার মিটিয়েছেন তিনি। এরপর একে একে গেয়েছেন ‘তুমি আসবে বলে’, ‘এটাই আমার অ্যাম্বিশন’, ‘দেখে যা অর্নিবাণ’, ‘ইচ্ছে’, ‘দিন শেষে রাত্রি আসে’ গানগুলো। এরপর তিনি শোনালেন ‘বৃদ্ধাশ্রম’, গানের সঙ্গে সঙ্গে মিলনায়তনে তখন যেন নেমে আসে নীরবতা।
গান শুনতে এসেছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। সঙ্গে এনেছিলেন তাঁর পুত্রসন্তান মুহূর্তকে। তাঁর কথায়, ‘মুহূর্তকে নচিদার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এসেছি। এই বয়সেও মানুষটার যে প্রাণশক্তি, তা সত্যিই অবাক করে।’
টানা গান গেয়ে সোয়া ৯টার দিকে বিরতিতে যান তিনি। বিরতির ফাঁকে মঞ্চ ছেড়ে দেন সঙ্গে আসা মিউজিশিয়ানদের হাতে। নচিকেতার দাবি, তাঁরাও ভালো গান করেন। ১৫ মিনিটের বিরতি শেষে শুরু করেন ‘স্বপ্ন স্বপ্ন দেখে মন’, ‘রাজশ্রী’। গানের সঙ্গে নচিকেতা নাচলেন, নাচালেনও।
গানের মধ্যেই হঠাৎ তিনি মঞ্চে ডেকে নেন বাংলাদেশের সংগীতশিল্পী জয় শাহরিয়ারকে, যার পারফরম্যান্সে শুরু হয়েছিল আয়োজন। দুজন মিলে গাইলেন ‘যদি নিজের সঙ্গে দেখা হয়ে যায়’। আর গানের মধ্য দিয়ে জানান যুদ্ধ বন্ধের আহ্বান।
সংগীতজীবনের ৩০ বছর পার করছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী গানের শিল্পী বলা হয় তাঁকে। ৩০ বছর উপলক্ষে এবার ঢাকায় গান শোনাতে এসেছেন তিনি। রাজধানীর কেআইবি মিলনায়তনে ছিল এই আয়োজন। ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ শিরোনামের এই আয়োজন করেছিল আজব রেকর্ডস। অনুষ্ঠানের শুরুতে দর্শকদের গান শুনিয়েছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার।
নব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১৮ মিনিট আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
৩ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
৩ ঘণ্টা আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
৪ ঘণ্টা আগে