Ajker Patrika

শুধু গানে নয়, ব্যাডমিন্টনেও জাতীয় পুরস্কার জিতেছেন লিজা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৭: ০৬
শুধু গানে নয়, ব্যাডমিন্টনেও জাতীয় পুরস্কার জিতেছেন লিজা

সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।

এরপরই মূলত পরিচিতি পান লিজা। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী তিনি। 

জানেন কি, গান গাওয়ার পাশাপাশি ভালো ব্যাডমিন্টনও খেলেন লিজা। খেলেছেন জাতীয় পর্যায়ে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায়।

গানের ভুবনে যাত্রা শুরু প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন এক শিক্ষিকার উৎসাহে। লিজা তখন পড়তেন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মিডিয়াতে তাঁর যাত্রা শুরু নতুন কুঁড়িতে (২০০৪) অংশগ্রহণের মাধ্যমে।

লিজা ভালো ব্যাডমিন্টন খেলেন। ২০০৩ সালে জাতীয় পর্যায়ে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বিতীয় হন। স্কুলজীবনে ষষ্ঠ থেকে একেবারে দশম শ্রেণি পর্যন্ত শীতকালীন খেলাধুলা প্রতিযোগিতায় একটানা পাঁচবার ময়মনসিংহ জেলার চ্যাম্পিয়ন হন। 

২০০৯ সালে ময়মনসিংহে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হন। দেশাত্মবোধক গান গেয়ে তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন।

২০০৩ সালে অনুষ্ঠিত সারা দেশে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন লিজা। ২০০৬ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দেশাত্মবোধক ও পল্লিগীতি—দুই ক্যাটাগরিতে স্বর্ণপদক পান।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ইসলামিক গানে রৌপ্যপদক পেয়েছিলেন সানিয়া সুলতানা লিজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত