কবি নির্মলেন্দু গুণের কবিতা থেকে গান বাঁধলেন সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান। নির্মাতা সোহেল রানা বয়াতির প্রথম সিনেমা ‘নয়া মানুষ’-এর জন্য তৈরি হয়েছে গানটি। কবির ‘বাংলার মাটি বাংলার জল’ কাব্যগ্রন্থের ‘পুরো মানুষের গান’ কবিতা থেকে তৈরি হলো সিনেমার ‘মানুষ’ শিরোনামের গানটি। গানের সুর ও কণ্ঠ দিয়েছেন বেলাল খান। সংগীত আয়োজন করেছেন শোভন রায়।
নয়া মানুষ সিনেমার গানটি নিয়ে কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘এই কঠিন কবিতার বাণীকে সুরের শিকলে বাঁধা কঠিন। এই কঠিন কাজটি করার জন্য সুরকার, কণ্ঠশিল্পী, চলচ্চিত্রটির নির্মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। গানটি আমার খুবই ভালো লেগেছে।’
নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘নির্মলেন্দু গুণ দাদাকে একদিন জানালাম আমার প্রথম সিনেমার জন্য গান প্রয়োজন। সিনেমার বিষয়বস্তু জেনে দাদা কবিতাটি আমাকে দিয়ে বললেন, “প্রথম দুটি স্তবক থেকে গানটা করতে পারো, খুব ভালো হবে।” তাঁর মতো কবির ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। এই ভালোবাসা নয়া মানুষ সিনেমার টিমকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছে।’
বেলাল খান বলেন, ‘কবিতাকে গানে রূপ দেওয়া বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি খুব আনন্দিত। কারণ, কবি নির্মলেন্দু গুণের কবিতা দিয়ে অদ্ভুত সুন্দর একটা সুর তৈরি করতে পেরেছি। গানটি করতে পেরে পুরোপুরি তৃপ্ত। আমার বিশ্বাস, গানটি মানুষ অনেক দিন মনে রাখবে।’
আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত নয়া মানুষ সিনেমার দৃশ্য ধারণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী প্রমুখ।
কবি নির্মলেন্দু গুণের কবিতা থেকে গান বাঁধলেন সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান। নির্মাতা সোহেল রানা বয়াতির প্রথম সিনেমা ‘নয়া মানুষ’-এর জন্য তৈরি হয়েছে গানটি। কবির ‘বাংলার মাটি বাংলার জল’ কাব্যগ্রন্থের ‘পুরো মানুষের গান’ কবিতা থেকে তৈরি হলো সিনেমার ‘মানুষ’ শিরোনামের গানটি। গানের সুর ও কণ্ঠ দিয়েছেন বেলাল খান। সংগীত আয়োজন করেছেন শোভন রায়।
নয়া মানুষ সিনেমার গানটি নিয়ে কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘এই কঠিন কবিতার বাণীকে সুরের শিকলে বাঁধা কঠিন। এই কঠিন কাজটি করার জন্য সুরকার, কণ্ঠশিল্পী, চলচ্চিত্রটির নির্মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। গানটি আমার খুবই ভালো লেগেছে।’
নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘নির্মলেন্দু গুণ দাদাকে একদিন জানালাম আমার প্রথম সিনেমার জন্য গান প্রয়োজন। সিনেমার বিষয়বস্তু জেনে দাদা কবিতাটি আমাকে দিয়ে বললেন, “প্রথম দুটি স্তবক থেকে গানটা করতে পারো, খুব ভালো হবে।” তাঁর মতো কবির ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। এই ভালোবাসা নয়া মানুষ সিনেমার টিমকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছে।’
বেলাল খান বলেন, ‘কবিতাকে গানে রূপ দেওয়া বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি খুব আনন্দিত। কারণ, কবি নির্মলেন্দু গুণের কবিতা দিয়ে অদ্ভুত সুন্দর একটা সুর তৈরি করতে পেরেছি। গানটি করতে পেরে পুরোপুরি তৃপ্ত। আমার বিশ্বাস, গানটি মানুষ অনেক দিন মনে রাখবে।’
আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত নয়া মানুষ সিনেমার দৃশ্য ধারণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী প্রমুখ।
পুনের আদালতে ‘জলি এলএলবি ৩’ সিনেমার শিল্পীদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন আইনজীবী ওয়াজেদ রহিম খান। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, জলি এলএলবি ৩ সিনেমায় বিচারব্যবস্থাকে উপহাস করা হয়েছে এবং আদালতের কার্যক্রমকে অসম্মান করা হয়েছে।
২ ঘণ্টা আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম উঠে এসেছে কমলা রঙের বোধ নাটকে। এটি থিয়েটার ফ্যাক্টরির পঞ্চম প্রযোজনা। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু।
২ ঘণ্টা আগেআরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। ছেলের প্রথম সিরিজের প্রিভিউ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ খান ও গৌরী খান। ২০ আগস্ট সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানটির সঞ্চালনাও করেছেন শাহরুখ।
২ ঘণ্টা আগে১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ভ্রষ্টাচার’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন মিঠুন ও রজনীকান্ত। সর্বশেষ ১৯৯৫ সালে মিঠুন চক্রবর্তীর ‘ভাগ্যবিধাতা’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত।
৭ ঘণ্টা আগে