ভিন্ন ধরনের কথা, গায়কি আর উপস্থাপনা দিয়ে শ্রোতাদের মন জয় করা ব্যান্ড ‘জলের গান’। ফোক-ফিউশন ধারার এ ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। শুরু থেকেই ব্যান্ডের ভোকাল হিসেবে আছেন রাহুল আনন্দ। দেশীয় বাদ্যযন্ত্র ব্যবহার করে তিনি এমন গান তুলে নেন কণ্ঠে, যা প্রতিনিধিত্ব করে বাঙালি সংস্কৃতির। খুব কম সময়ে ‘জলের গান’ তাই পৌঁছে গেছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। পারফর্ম করেছে ভারতের কয়েকটি টিভি চ্যানেলসহ বিভিন্ন সংগীত উৎসবে।
‘জলের গান’ এবার কণ্ঠে তুলেছে বিখ্যাত মরমী শিল্পী গফুর হালীর জনপ্রিয় গান ‘দেখে যারে মাইজভান্ডারি হইতাছে নূরের খেলা’। গানটি নতুনভাবে সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। কয়েক দিন আগে গানের ভিডিও শুটিংয়ে অংশ নিয়েছে ‘জলের গান’। এরই মধ্যে প্রকাশ হয়েছে ২৩ সেকেন্ডের দুটি টিজার। ব্যান্ডটির ভোকাল রাহুল আনন্দ বলেন, ‘গানটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে পারছি না। প্রচারণা নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের বড় পরিকল্পনা আছে। শুধু এটুকু জানিয়ে রাখি, খুব আনন্দ নিয়ে গানটি করেছি আমরা। কথা ছিল একটি গান করার। কিন্তু শেষ পর্যন্ত দুটি গান করেছি। সঙ্গে যোগ হয়েছে নাটকীয়তা। গানের পাশাপাশি জলের গানের নিজস্ব ঢঙের পারফরম্যান্সও থাকছে গানে।’
‘দেখে যারে মাইজভান্ডারি’ গানটি এর আগেও পারফর্ম করেছিলেন তাঁরা। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘বাংলার গান’-এ গানটি গেয়েছিলেন আসরের প্রতিযোগী ইলমা। সঙ্গে বাজিয়েছিল জলের গান। কিন্তু পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে এবারই প্রথম এ গান গাইল ব্যান্ডটি।
এ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘এমনিতেই জলের গান ভীষণ জনপ্রিয় একটি গানের দল। তাদের গায়কী গানটি নতুন মাত্রা যোগ করবে নিশ্চিত। ইতিমধ্যে গানটির টিজার প্রকাশিত হয়েছে। বেশ সাড়া পাচ্ছি।’
‘দেখে যারে মাইজভান্ডারি’র সঙ্গে জলের গানের পারফরম্যান্স শিগগিরই দেখা যাবে ‘আইপিডিসি-আমাদের গান’ ইউটিউব চ্যানেলে।
ভিন্ন ধরনের কথা, গায়কি আর উপস্থাপনা দিয়ে শ্রোতাদের মন জয় করা ব্যান্ড ‘জলের গান’। ফোক-ফিউশন ধারার এ ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। শুরু থেকেই ব্যান্ডের ভোকাল হিসেবে আছেন রাহুল আনন্দ। দেশীয় বাদ্যযন্ত্র ব্যবহার করে তিনি এমন গান তুলে নেন কণ্ঠে, যা প্রতিনিধিত্ব করে বাঙালি সংস্কৃতির। খুব কম সময়ে ‘জলের গান’ তাই পৌঁছে গেছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। পারফর্ম করেছে ভারতের কয়েকটি টিভি চ্যানেলসহ বিভিন্ন সংগীত উৎসবে।
‘জলের গান’ এবার কণ্ঠে তুলেছে বিখ্যাত মরমী শিল্পী গফুর হালীর জনপ্রিয় গান ‘দেখে যারে মাইজভান্ডারি হইতাছে নূরের খেলা’। গানটি নতুনভাবে সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। কয়েক দিন আগে গানের ভিডিও শুটিংয়ে অংশ নিয়েছে ‘জলের গান’। এরই মধ্যে প্রকাশ হয়েছে ২৩ সেকেন্ডের দুটি টিজার। ব্যান্ডটির ভোকাল রাহুল আনন্দ বলেন, ‘গানটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে পারছি না। প্রচারণা নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের বড় পরিকল্পনা আছে। শুধু এটুকু জানিয়ে রাখি, খুব আনন্দ নিয়ে গানটি করেছি আমরা। কথা ছিল একটি গান করার। কিন্তু শেষ পর্যন্ত দুটি গান করেছি। সঙ্গে যোগ হয়েছে নাটকীয়তা। গানের পাশাপাশি জলের গানের নিজস্ব ঢঙের পারফরম্যান্সও থাকছে গানে।’
‘দেখে যারে মাইজভান্ডারি’ গানটি এর আগেও পারফর্ম করেছিলেন তাঁরা। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘বাংলার গান’-এ গানটি গেয়েছিলেন আসরের প্রতিযোগী ইলমা। সঙ্গে বাজিয়েছিল জলের গান। কিন্তু পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে এবারই প্রথম এ গান গাইল ব্যান্ডটি।
এ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘এমনিতেই জলের গান ভীষণ জনপ্রিয় একটি গানের দল। তাদের গায়কী গানটি নতুন মাত্রা যোগ করবে নিশ্চিত। ইতিমধ্যে গানটির টিজার প্রকাশিত হয়েছে। বেশ সাড়া পাচ্ছি।’
‘দেখে যারে মাইজভান্ডারি’র সঙ্গে জলের গানের পারফরম্যান্স শিগগিরই দেখা যাবে ‘আইপিডিসি-আমাদের গান’ ইউটিউব চ্যানেলে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৮ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৬ ঘণ্টা আগে