বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো যুক্তরাজের কোনো কনসার্টে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘ফোক কনসার্ট’-এ গান গাইবেন তিনি। গতকাল রাতে ঐশী এক্সপ্রেস টিম নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। ঐশী জানান, ২৭ মে লন্ডনে এবং ২ জুন বার্মিংহামে ফোক কনসার্টে সংগীত পরিবেশন করবেন তিনি। শো শেষে আগামী ৪ জুন দেশে ফিরবেন।
এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘যুক্তরাজ্যে আমার গানের অনেক ভক্ত রয়েছেন। আরও আগেই সেখানে গাইতে যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যাটে-বলে হয়নি। এবারই প্রথম যাওয়া হচ্ছে। আমার সঙ্গে পুরো টিম যাচ্ছে। শোটা যেহেতু ফোক গানের; তাই ফোক গান, লোকগান গাওয়ার পাশাপাশি নিজের কিছু গান গাইব। সেখানে যেহেতু অনেক সিলেটি ভাইবোন রয়েছেন; তাঁদের অনুরোধেও গাইব কিছু গান। দেশে ফিরে ঈদের অনুষ্ঠানে অংশ নেব। আশা করছি সবার মন জয় করতে পারব।’
দেশে ফিরে ঈদের পর আগামী ৯ জুন টাঙ্গাইলের মধুপুরের মধুপুর শহীদ স্মৃতি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ঐশী।
সম্প্রতি সৌদি আরবের জেদ্দাতে ‘ইয়োর পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন ঐশী। তিনি বলেন, ‘সৌদি আরবের জেদ্দার অনুষ্ঠানটি আমার জীবনের বড় অর্জন। এই আয়োজনে বিভিন্ন দেশের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে সেখানে নিমন্ত্রণ পাওয়া এবং গানে গানে দর্শকদের আনন্দ দিতে পারাটা আমার জন্য বড় পাওয়া।’
উল্লেখ্য, দেশের বাইরে গান গাইতে ঐশী প্রথম কাতারে যান। এরপর অস্ট্রেলিয়া, ওমান, সৌদি আরব ও ভারতে গিয়েছেন গান গাইতে।
প্রথমবারের মতো যুক্তরাজের কোনো কনসার্টে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘ফোক কনসার্ট’-এ গান গাইবেন তিনি। গতকাল রাতে ঐশী এক্সপ্রেস টিম নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। ঐশী জানান, ২৭ মে লন্ডনে এবং ২ জুন বার্মিংহামে ফোক কনসার্টে সংগীত পরিবেশন করবেন তিনি। শো শেষে আগামী ৪ জুন দেশে ফিরবেন।
এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘যুক্তরাজ্যে আমার গানের অনেক ভক্ত রয়েছেন। আরও আগেই সেখানে গাইতে যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যাটে-বলে হয়নি। এবারই প্রথম যাওয়া হচ্ছে। আমার সঙ্গে পুরো টিম যাচ্ছে। শোটা যেহেতু ফোক গানের; তাই ফোক গান, লোকগান গাওয়ার পাশাপাশি নিজের কিছু গান গাইব। সেখানে যেহেতু অনেক সিলেটি ভাইবোন রয়েছেন; তাঁদের অনুরোধেও গাইব কিছু গান। দেশে ফিরে ঈদের অনুষ্ঠানে অংশ নেব। আশা করছি সবার মন জয় করতে পারব।’
দেশে ফিরে ঈদের পর আগামী ৯ জুন টাঙ্গাইলের মধুপুরের মধুপুর শহীদ স্মৃতি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ঐশী।
সম্প্রতি সৌদি আরবের জেদ্দাতে ‘ইয়োর পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন ঐশী। তিনি বলেন, ‘সৌদি আরবের জেদ্দার অনুষ্ঠানটি আমার জীবনের বড় অর্জন। এই আয়োজনে বিভিন্ন দেশের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে সেখানে নিমন্ত্রণ পাওয়া এবং গানে গানে দর্শকদের আনন্দ দিতে পারাটা আমার জন্য বড় পাওয়া।’
উল্লেখ্য, দেশের বাইরে গান গাইতে ঐশী প্রথম কাতারে যান। এরপর অস্ট্রেলিয়া, ওমান, সৌদি আরব ও ভারতে গিয়েছেন গান গাইতে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৭ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে