অন্য রকম পারিবারিক আবহে অনুষ্ঠিত হলো জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর গায়েহলুদ অনুষ্ঠান। অন্য রকম এ জন্য যে নিজের পরিবারের বাইরে ঐশীর আছে সংগীতশিল্পীদের নিয়ে আরও একটি পরিবার। এক ঝাঁক সংগীতশিল্পীর অংশগ্রহণে সেই টিএম পরিবারের আয়োজনেই গতকাল বুধবার অনুষ্ঠিত হলো অন্য রকম এক হলুদ সন্ধ্যা।
সদ্য প্রয়াত ঐশীর বাবার একটি চিঠি দিয়ে শুরু হয় হলুদ সন্ধ্যার আয়োজন। সে চিঠি শুনে কান্নায় ভেঙে পড়েন ঐশী। তবে মেঘ কাটতে দেরি হয়নি, লুইপার মজার উপস্থাপনায় মঞ্চে এসে হাজির হন সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ। একে একে মজার সব পারফরমেন্সে মঞ্চে আসেন আনিকা, লুইপা, তূর্য, নাবিলা, সজল, পূজা, নাদিয়া ডোরা, নিলয় প্রমুখ।
মজার মজার গানে ঐশীর সতীর্থ সংগীতশিল্পীরাই হয়ে ওঠেন ড্যান্সার। নাচে অংশ নেন ঐশী ও তাঁর হবু বর জিলানিও। নৈশভোজের পর মঞ্চে গিটার হাতে তুলে নেন কৌশিক হোসেন তাপস। তাঁর সঙ্গে যুক্ত হয়ে একে একে গান পরিবেশন করেন শিল্পীরা। গান করেন ঐশীও।
ঐশী বলেন, ‘আমার বাবা-মায়ের পরে কৌশিক হোসেন তাপস ভাইয়া, মুন্নী ভাবি আমাকে সন্তানের মতো করে সংগীতজীবনে বড় করে তুলেছেন। তাঁদের ঘিরে আমাদের সংগীতশিল্পীদের যে বলয়, তা-ই আমাদের টিএম পরিবার। গায়েহলুদের এমন আনন্দঘন মুহূর্ত উপহার দেওয়ায় টিএম পরিবার ও গানবাংলাকে অনেক ধন্যবাদ।’
গায়েহলুদের আয়োজনে উপস্থিত থেকে ঐশী-জিলানিকে আশীর্বাদ জানিয়েছেন বরের মা-বাবা, ঐশীর মা নাসিমা মান্নান, টিএম পরিবারের দুই মধ্যমণি কৌশিক হোসেন তাপস-ফারজানা মুন্নী, ব্যান্ড লিজেন্ড হামিন আহমেদসহ দুই পরিবারের অনেকেই।
আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর গত ২ এপ্রিল আংটি বদল হয় ঐশী ও জিলানির। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে ঐশী এখন চিকিৎসক। অন্যদিকে জিলানি পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ওষুধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।
অন্য রকম পারিবারিক আবহে অনুষ্ঠিত হলো জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর গায়েহলুদ অনুষ্ঠান। অন্য রকম এ জন্য যে নিজের পরিবারের বাইরে ঐশীর আছে সংগীতশিল্পীদের নিয়ে আরও একটি পরিবার। এক ঝাঁক সংগীতশিল্পীর অংশগ্রহণে সেই টিএম পরিবারের আয়োজনেই গতকাল বুধবার অনুষ্ঠিত হলো অন্য রকম এক হলুদ সন্ধ্যা।
সদ্য প্রয়াত ঐশীর বাবার একটি চিঠি দিয়ে শুরু হয় হলুদ সন্ধ্যার আয়োজন। সে চিঠি শুনে কান্নায় ভেঙে পড়েন ঐশী। তবে মেঘ কাটতে দেরি হয়নি, লুইপার মজার উপস্থাপনায় মঞ্চে এসে হাজির হন সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ। একে একে মজার সব পারফরমেন্সে মঞ্চে আসেন আনিকা, লুইপা, তূর্য, নাবিলা, সজল, পূজা, নাদিয়া ডোরা, নিলয় প্রমুখ।
মজার মজার গানে ঐশীর সতীর্থ সংগীতশিল্পীরাই হয়ে ওঠেন ড্যান্সার। নাচে অংশ নেন ঐশী ও তাঁর হবু বর জিলানিও। নৈশভোজের পর মঞ্চে গিটার হাতে তুলে নেন কৌশিক হোসেন তাপস। তাঁর সঙ্গে যুক্ত হয়ে একে একে গান পরিবেশন করেন শিল্পীরা। গান করেন ঐশীও।
ঐশী বলেন, ‘আমার বাবা-মায়ের পরে কৌশিক হোসেন তাপস ভাইয়া, মুন্নী ভাবি আমাকে সন্তানের মতো করে সংগীতজীবনে বড় করে তুলেছেন। তাঁদের ঘিরে আমাদের সংগীতশিল্পীদের যে বলয়, তা-ই আমাদের টিএম পরিবার। গায়েহলুদের এমন আনন্দঘন মুহূর্ত উপহার দেওয়ায় টিএম পরিবার ও গানবাংলাকে অনেক ধন্যবাদ।’
গায়েহলুদের আয়োজনে উপস্থিত থেকে ঐশী-জিলানিকে আশীর্বাদ জানিয়েছেন বরের মা-বাবা, ঐশীর মা নাসিমা মান্নান, টিএম পরিবারের দুই মধ্যমণি কৌশিক হোসেন তাপস-ফারজানা মুন্নী, ব্যান্ড লিজেন্ড হামিন আহমেদসহ দুই পরিবারের অনেকেই।
আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর গত ২ এপ্রিল আংটি বদল হয় ঐশী ও জিলানির। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে ঐশী এখন চিকিৎসক। অন্যদিকে জিলানি পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ওষুধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।
চীনে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আমির খান। তাঁর দুটি চলচ্চিত্র—দঙ্গল এবং সিক্রেট সুপারস্টার—চীনে দারুণ হিট করেছিল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই দুটি সিনেমা।
৩ ঘণ্টা আগেতরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা উড়াল। পর্দায় দেখা যাবে তিন বন্ধু এবং এক তরুণীর গল্প। এতে অভিনয় করেছেন একদল নতুন মুখ। বানিয়েছেন জোবায়দুর রহমান। ২০২৩ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। অবশেষে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। গত বৃহস্পতিবার সিনেমার...
১০ ঘণ্টা আগেমুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে আয়োজিত নৃত্যাঞ্চল পদক পেলেন কুমকুম রানী চন্দ। গত ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপন করে নৃত্য সংগঠন ‘নৃত্যাঞ্চল’। অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ছিল...
১১ ঘণ্টা আগেপাকিস্তানের সঙ্গে ভারতের যেকোনো রাজনৈতিক জটিলতার প্রথম কোপ গিয়ে পড়ে শিল্পীদের ওপর। ২০১৬ সালে ভারতশাসিত কাশ্মীরের উরিতে হামলার পর ভারতে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন পাকিস্তানি শিল্পীরা। ২০২৩ সাল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল ছিল। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার...
১১ ঘণ্টা আগে