বিনোদন প্রতিবেদক, ঢাকা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ঈদের গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’। ঈদের আনন্দ, সৌন্দর্য ও আধ্যাত্মিক দিক তুলে ধরা হয়েছে এই গানে। গানটি বাঙালি মুসলিম সমাজে ঈদ আনন্দের এক আবশ্যকীয় অংশ হয়ে উঠেছে। গানটি প্রথম গেয়েছিলেন আব্বাসউদ্দীন। এবার ঈদে চ্যানেল আইয়ে প্রচারের জন্য নতুন করে গানটি গাইলেন ফেরদৌস ওয়াহিদ, ফেরদৌস আরা, রিজিয়া পারভীন, আগুন, দিঠি আনোয়ার, লুইপা, কোনাল, আয়েশা মৌসুমী, মেজবাহ বাপ্পী প্রমুখ। গত মঙ্গলবার রাতে গানটির ভিডিও নির্মাণ করেন অনন্যা রুমা। কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘সব মিলিয়ে চমৎকার ছিল আয়োজন। গান তো একই। শুধু ভিডিওতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। সবাই আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছেন, ভিডিওতে অংশ নিয়েছেন। সত্যি বলতে, গানটি গাইতে গেলে অন্য রকম ভালো লাগা কাজ করে। খুব ভালো লেগেছে কাজটি করে।’
ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন আদিব কবির। পুরো আয়োজনের নির্দেশনায় ছিলেন অনন্যা রুমা। তিনি জানিয়েছেন, ঈদের চাঁদ দেখার পর থেকে চ্যানেল আইয়ে গানটির প্রচার শুরু হবে।
২০০৬ সাল থেকে চ্যানেল আইয়ের জন্য প্রতিবছর নতুন সংগীতায়োজনে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’ গানটি নির্মাণ করে আসছেন অনন্যা রুমা। কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ অনেকে এর আগে এই গানে কণ্ঠ দিয়েছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ঈদের গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’। ঈদের আনন্দ, সৌন্দর্য ও আধ্যাত্মিক দিক তুলে ধরা হয়েছে এই গানে। গানটি বাঙালি মুসলিম সমাজে ঈদ আনন্দের এক আবশ্যকীয় অংশ হয়ে উঠেছে। গানটি প্রথম গেয়েছিলেন আব্বাসউদ্দীন। এবার ঈদে চ্যানেল আইয়ে প্রচারের জন্য নতুন করে গানটি গাইলেন ফেরদৌস ওয়াহিদ, ফেরদৌস আরা, রিজিয়া পারভীন, আগুন, দিঠি আনোয়ার, লুইপা, কোনাল, আয়েশা মৌসুমী, মেজবাহ বাপ্পী প্রমুখ। গত মঙ্গলবার রাতে গানটির ভিডিও নির্মাণ করেন অনন্যা রুমা। কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘সব মিলিয়ে চমৎকার ছিল আয়োজন। গান তো একই। শুধু ভিডিওতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। সবাই আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছেন, ভিডিওতে অংশ নিয়েছেন। সত্যি বলতে, গানটি গাইতে গেলে অন্য রকম ভালো লাগা কাজ করে। খুব ভালো লেগেছে কাজটি করে।’
ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন আদিব কবির। পুরো আয়োজনের নির্দেশনায় ছিলেন অনন্যা রুমা। তিনি জানিয়েছেন, ঈদের চাঁদ দেখার পর থেকে চ্যানেল আইয়ে গানটির প্রচার শুরু হবে।
২০০৬ সাল থেকে চ্যানেল আইয়ের জন্য প্রতিবছর নতুন সংগীতায়োজনে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’ গানটি নির্মাণ করে আসছেন অনন্যা রুমা। কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ অনেকে এর আগে এই গানে কণ্ঠ দিয়েছেন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে