বিনোদন প্রতিবেদক, ঢাকা
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’, ‘সোনালি প্রান্তরে’সহ মোট ছয়টি গান ছিল এতে। ফেরদৌসের লিপে প্রতিটি গানই গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। বিভিন্ন গানে আরও কণ্ঠ দিয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, শিখা বসু ও স্বস্তিকা মিত্র। ২৭ বছর পর ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে রিমেক হচ্ছে সিনেমাটি। এমন ঘোষণার পর অনেকের মনে প্রশ্ন জেগেছিল, হঠাৎ বৃষ্টি সিনেমার গানগুলোও কি রিমেক হচ্ছে? অবশেষে জানা গেল সেই উত্তর। সিনেমায় ব্যবহৃত ছয়টি গানের তিনটি গানের রিমেক হচ্ছে নতুন সিনেমায়। সঙ্গে থাকছে নতুন দুটি গান। এমনটাই জানালেন আবার হঠাৎ বৃষ্টি সিনেমার পরিচালক কামরুজ্জামান।
আজকের পত্রিকাকে কামরুজ্জামান জানান, হঠাৎ বৃষ্টি সিনেমার তিনটি গানের রিমেক হচ্ছে। সঙ্গে থাকছে নতুন দুটি গান। নচিকেতার গাওয়া ছোট ছোট স্বপ্নের নীল ও সোনালি প্রান্তরে গান দুটি এবার শোনা যাবে ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী অপু আমানের একক কণ্ঠে। একদিন স্বপ্নের দিন গানটি অপু আমানের সঙ্গে গেয়েছেন অনুপমা মুক্তি। গানের কথা ও সুর একই রেখে নতুন করে সংগীত আয়োজন করা হয়েছে। এ ছাড়া ‘একটি গল্প অল্প অল্প’ শিরোনামের নতুন গানে পাওয়া যাবে ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনাকে। সম্প্রতি মগবাজারের ফোকাস মাল্টিমিডিয়া স্টুডিওতে গানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন তাঁরা। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত আয়োজন করেছেন ইমন সাহা। নতুন অন্য গানটি এখনও চূড়ান্ত করা যায়নি।
পরিচালক কামরুজ্জামান বলেন, ‘হঠাৎ বৃষ্টি একটি আইকনিক সিনেমা। এর গানগুলো এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। তাই দুটি নতুন গানের পাশাপাশি তিনটি পুরোনো গান রাখা হয়েছে। নতুন সংগীতায়োজনে গানগুলো খুব ভালো গেয়েছেন অপু ও অনুপমা। এ ছাড়া ইমরান ও কনার গাওয়া একটি গল্প অল্প অল্প গানটিও বেশ ভালো হয়েছে। গানটির চিত্রায়ণ হয়েছে রাঙামাটিতে। নৃত্য পরিচালনা করেছেন জাকির হোসেন। আশা করছি, হঠাৎ বৃষ্টির মতো আবার হঠাৎ বৃষ্টি সিনেমার গানগুলোও সবার মনে জায়গা করে নেবে।’
বাসুদেব চ্যাটার্জ্জির পরিচালনায় হঠাৎ বৃষ্টিতে দেখা গিয়েছিল নতুন অভিনয়শিল্পীদের; বিশেষ করে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন মন জিতে নেয় দর্শকের। এবারও দেখা যাবে নতুন এক জুটিকে। অভিনয় করেছেন আরিয়ান সরোয়ার ও রাদিফা। নতুন এই জুটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে নির্মাতা কামরুজ্জামান বলেন, ‘আরিয়ান ও রাদিফা খুব ভালো করছে। নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করছে। দর্শক তাদের আপন করে নিলেই আমাদের চেষ্টা সফল হবে। ব্যক্তিগতভাবে আশা করছি, বাংলা সিনেমা নতুন দুই অভিনয়শিল্পী পেতে যাচ্ছে।’
আবার হঠাৎ বৃষ্টি সিনেমায় আরও অভিনয় করছেন মৌ খান, কায়েস আরজু, ঝুনা চৌধুরী, ফারজানা ছবি, আজাদ আবুল কালাম প্রমুখ। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও আশীর্বাদ চলচ্চিত্র। আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে সিনেমাটির।
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’, ‘সোনালি প্রান্তরে’সহ মোট ছয়টি গান ছিল এতে। ফেরদৌসের লিপে প্রতিটি গানই গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। বিভিন্ন গানে আরও কণ্ঠ দিয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, শিখা বসু ও স্বস্তিকা মিত্র। ২৭ বছর পর ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে রিমেক হচ্ছে সিনেমাটি। এমন ঘোষণার পর অনেকের মনে প্রশ্ন জেগেছিল, হঠাৎ বৃষ্টি সিনেমার গানগুলোও কি রিমেক হচ্ছে? অবশেষে জানা গেল সেই উত্তর। সিনেমায় ব্যবহৃত ছয়টি গানের তিনটি গানের রিমেক হচ্ছে নতুন সিনেমায়। সঙ্গে থাকছে নতুন দুটি গান। এমনটাই জানালেন আবার হঠাৎ বৃষ্টি সিনেমার পরিচালক কামরুজ্জামান।
আজকের পত্রিকাকে কামরুজ্জামান জানান, হঠাৎ বৃষ্টি সিনেমার তিনটি গানের রিমেক হচ্ছে। সঙ্গে থাকছে নতুন দুটি গান। নচিকেতার গাওয়া ছোট ছোট স্বপ্নের নীল ও সোনালি প্রান্তরে গান দুটি এবার শোনা যাবে ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী অপু আমানের একক কণ্ঠে। একদিন স্বপ্নের দিন গানটি অপু আমানের সঙ্গে গেয়েছেন অনুপমা মুক্তি। গানের কথা ও সুর একই রেখে নতুন করে সংগীত আয়োজন করা হয়েছে। এ ছাড়া ‘একটি গল্প অল্প অল্প’ শিরোনামের নতুন গানে পাওয়া যাবে ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনাকে। সম্প্রতি মগবাজারের ফোকাস মাল্টিমিডিয়া স্টুডিওতে গানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন তাঁরা। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত আয়োজন করেছেন ইমন সাহা। নতুন অন্য গানটি এখনও চূড়ান্ত করা যায়নি।
পরিচালক কামরুজ্জামান বলেন, ‘হঠাৎ বৃষ্টি একটি আইকনিক সিনেমা। এর গানগুলো এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। তাই দুটি নতুন গানের পাশাপাশি তিনটি পুরোনো গান রাখা হয়েছে। নতুন সংগীতায়োজনে গানগুলো খুব ভালো গেয়েছেন অপু ও অনুপমা। এ ছাড়া ইমরান ও কনার গাওয়া একটি গল্প অল্প অল্প গানটিও বেশ ভালো হয়েছে। গানটির চিত্রায়ণ হয়েছে রাঙামাটিতে। নৃত্য পরিচালনা করেছেন জাকির হোসেন। আশা করছি, হঠাৎ বৃষ্টির মতো আবার হঠাৎ বৃষ্টি সিনেমার গানগুলোও সবার মনে জায়গা করে নেবে।’
বাসুদেব চ্যাটার্জ্জির পরিচালনায় হঠাৎ বৃষ্টিতে দেখা গিয়েছিল নতুন অভিনয়শিল্পীদের; বিশেষ করে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন মন জিতে নেয় দর্শকের। এবারও দেখা যাবে নতুন এক জুটিকে। অভিনয় করেছেন আরিয়ান সরোয়ার ও রাদিফা। নতুন এই জুটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে নির্মাতা কামরুজ্জামান বলেন, ‘আরিয়ান ও রাদিফা খুব ভালো করছে। নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করছে। দর্শক তাদের আপন করে নিলেই আমাদের চেষ্টা সফল হবে। ব্যক্তিগতভাবে আশা করছি, বাংলা সিনেমা নতুন দুই অভিনয়শিল্পী পেতে যাচ্ছে।’
আবার হঠাৎ বৃষ্টি সিনেমায় আরও অভিনয় করছেন মৌ খান, কায়েস আরজু, ঝুনা চৌধুরী, ফারজানা ছবি, আজাদ আবুল কালাম প্রমুখ। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও আশীর্বাদ চলচ্চিত্র। আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে সিনেমাটির।
শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধূলিবেলায়’। গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর এবার দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক। ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গোধূলিবেলায়।
৩ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার মিউজিক ইন্ডাস্ট্রিতে এ মুহূর্তে সবচেয়ে বড় নাম লি জি উন। সারা বিশ্ব যাঁকে চেনে আই ইউ নামে। ২০০৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সংগীতের দুনিয়ায় পা রাখেন। গত দেড় যুগে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী সংগীতশিল্পী।
৩ ঘণ্টা আগেঅভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।
১৪ ঘণ্টা আগেঅপু বিশ্বাসের পর এবার শবনম বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি। এরপর বিষয়টি আর গোপন রাখেননি বুবলী। তিনজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইন ইউএসএ’।
১৫ ঘণ্টা আগে