Ajker Patrika

ইমনকে নিয়ে জুলফিকার-টুনাই জুটির ‘শুধু ভালোবাসাই সব নয়’

ইমনকে নিয়ে জুলফিকার-টুনাই জুটির ‘শুধু ভালোবাসাই সব নয়’

ঢাকার জুলফিকার রাসেলের গীতিকবিতায় বেশ ক’বছর ধরে সুর-সংগীতের সুতো বেঁধে চলেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলী। যে জুটির সর্বশেষ কাজ ছিল নচিকেতার কণ্ঠে ‘সে একটা গাছ’। এ মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়া গানটির জন্য প্রচুর প্রশংসা মিলছে এখনো। সেই রেশ না কাটতে ফের তাদের জুটি হাজির হচ্ছে ঈদ উপহার নিয়ে।

এবার দুজনে হাজির হচ্ছেন দুই বাংলার অসম্ভব জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীকে নিয়ে। ২৬ জুন বিকেলে জুটি মিউজিকের ব্যানারে উন্মুক্ত হবে তাদের বিশেষ গান ‘শুধু ভালোবাসাই সব নয়’।

গানটি প্রসঙ্গে টুনাই দেবাশীষ গাঙ্গুলী কলকাতা থেকে মুঠোফোনে বললেন, ‘ইমন আমার ছোট বোনের মতো। রাসেল আমার প্রাণের বন্ধুদের একজন। আমি ভীষণ আপ্লুত এই গানটির সুর-সংগীত করে। অত্যন্ত ভালোবাসা নিয়ে গানটা গেয়েছে ইমন। আর রাসেলের গীতিকবিতার প্রশংসা নতুন করে বলার কিছু নেই। আশা রাখি দুই বাংলার সবার ভালো লাগবে গানটি।’টুনাই জানান, জুলফিকার রাসেলের গীতিকবিতায় তিনি অনেক গানের সুর বেঁধেছেন। আবার ইমন চক্রবর্তীর জন্যও গান বেঁধেছেন বেশ ক’টি। তবে তিনজনের প্রথম কাজ হলো ‘শুধু ভালোবাসাই সব নয়’। তার ভাষায়, ‘সে জন্যই এই গানটি আমাদের কাছে স্পেশাল।’

এদিকে গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘টুনাই-এর সঙ্গে আমার কাজের তালিকা বলে শেষ করা যাবে না। আমরা এক হয়ে প্রচুর গান বেঁধেছি। সেটা অব্যাহত রয়েছে এখনো। হ্যাঁ, ইমন চক্রবর্তীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। বলাই বাহুল্য, অসাধারণ গেয়েছেন ইমন চক্রবর্তী। বাকিটা শ্রোতারা শুনে বলবেন।’

এদিকে গানটি প্রসঙ্গে ইমন চক্রবর্তীর প্রতিক্রিয়া এমন, ‘ভালো একটি গান গাওয়া সুযোগ পেয়েছি। এটি লিখেছেন শ্রদ্ধেয় জুলফিকার রাসেল আর সুর-সংগীত করেছেন খুব প্রিয় টুনাইদা। গানটি প্রকাশ হলো জুটি মিউজিকের ব্যানারে। আপনাদের সকলকে অনুরোধ করছি, গানটি শুনবেন। জানাবেন কেমন লাগল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত