বিনোদন প্রতিবেদক, ঢাকা
সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। শুধু গায়ক হিসেবে নয়, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন ইমরান। এক দশক আগে জনি, জিতু, মিঠু, কাইয়ূমসহ একটি ব্যান্ড গঠন করেছিলেন ইমরান। নাম ‘আই কিংস’। সেই থেকে নিজের ব্যান্ড নিয়েই স্টেজে ওঠেন ইমরান। বিদেশের মাটিতেও সুনাম কুড়িয়েছেন তাঁরা। আই কিংস প্রথম স্টেজ শো করেছিল মালয়েশিয়ায়। এরপর বাংলাদেশের পাশাপাশি জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, বাহরাইন, থাইল্যান্ডসহ অনেক দেশেই অনুষ্ঠান করেছে দলটি।
চলতি বছরের শুরুতে পরিবর্তন এসেছে দলে। লিড গিটারিস্ট জিত যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তাই তাঁর স্থলাভিষিক্ত হলেন শাহরিয়ার সাঈদ শুভ্র। নতুন সেটআপে আই কিংস প্রস্তুতি নিচ্ছে স্টেজ শোয়ের জন্য। দেশের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি তারা তৈরি হচ্ছে বিদেশ সফরের উদ্দেশে।
রমজান মাসের আগে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের বেশ কিছু অনুষ্ঠানে গাইবে আই কিংস। রমজান মাসে বিরতি দিয়ে আগামী ৩১ মার্চ কাতারে ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাইবে দলটি। এরপর ১৯ এপ্রিল মালয়েশিয়া, ২৭ এপ্রিল সিঙ্গাপুর, ১ ও ৮ মে সৌদি আরবে স্টেজ শোতে অংশ নেবে। কথা চলছে ইউরোপ ও আমেরিকার বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়ে। পাকা কথা হলেই সেখানকার অনুষ্ঠানের জন্যও প্রস্তুতি সারবে আই কিংস।
আই কিংসের ভোকাল ইমরান বলেন, ‘জিতু ভাই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় কিছুটা শূন্যতা তৈরি হয়েছিল। এ বছর তাঁর স্থলাভিষিক্ত হলেন শুভ্র। আই কিংস আবার নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। আগামী ঈদ থেকে আই কিংস দেশের বাইরে পারফর্ম শুরু করবে।’
ড্রামার মিঠু বলেন, ‘আই কিংস একটা আবেগের নাম, ভালোবাসার নাম। আমাদের জীবনজুড়ে আই কিংস। দেশে-বিদেশে দর্শক-শ্রোতাদের যে ভালোবাসা আমরা পেয়েছি; আশা করছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
আই কিংসের বর্তমান লাইনআপ
বেজ গিটার: জাহাঙ্গীর আলম জনি
কি-বোর্ড: মো. কাইয়ূম খান
ভোকাল: মো. মাহমুদুল হক ইমরান
ড্রামার: সজল কুমার সাহা মিঠু
লিড গিটার: মো. শাহরিয়ার সাঈদ শুভ্র
সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। শুধু গায়ক হিসেবে নয়, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন ইমরান। এক দশক আগে জনি, জিতু, মিঠু, কাইয়ূমসহ একটি ব্যান্ড গঠন করেছিলেন ইমরান। নাম ‘আই কিংস’। সেই থেকে নিজের ব্যান্ড নিয়েই স্টেজে ওঠেন ইমরান। বিদেশের মাটিতেও সুনাম কুড়িয়েছেন তাঁরা। আই কিংস প্রথম স্টেজ শো করেছিল মালয়েশিয়ায়। এরপর বাংলাদেশের পাশাপাশি জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, বাহরাইন, থাইল্যান্ডসহ অনেক দেশেই অনুষ্ঠান করেছে দলটি।
চলতি বছরের শুরুতে পরিবর্তন এসেছে দলে। লিড গিটারিস্ট জিত যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তাই তাঁর স্থলাভিষিক্ত হলেন শাহরিয়ার সাঈদ শুভ্র। নতুন সেটআপে আই কিংস প্রস্তুতি নিচ্ছে স্টেজ শোয়ের জন্য। দেশের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি তারা তৈরি হচ্ছে বিদেশ সফরের উদ্দেশে।
রমজান মাসের আগে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের বেশ কিছু অনুষ্ঠানে গাইবে আই কিংস। রমজান মাসে বিরতি দিয়ে আগামী ৩১ মার্চ কাতারে ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাইবে দলটি। এরপর ১৯ এপ্রিল মালয়েশিয়া, ২৭ এপ্রিল সিঙ্গাপুর, ১ ও ৮ মে সৌদি আরবে স্টেজ শোতে অংশ নেবে। কথা চলছে ইউরোপ ও আমেরিকার বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়ে। পাকা কথা হলেই সেখানকার অনুষ্ঠানের জন্যও প্রস্তুতি সারবে আই কিংস।
আই কিংসের ভোকাল ইমরান বলেন, ‘জিতু ভাই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় কিছুটা শূন্যতা তৈরি হয়েছিল। এ বছর তাঁর স্থলাভিষিক্ত হলেন শুভ্র। আই কিংস আবার নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। আগামী ঈদ থেকে আই কিংস দেশের বাইরে পারফর্ম শুরু করবে।’
ড্রামার মিঠু বলেন, ‘আই কিংস একটা আবেগের নাম, ভালোবাসার নাম। আমাদের জীবনজুড়ে আই কিংস। দেশে-বিদেশে দর্শক-শ্রোতাদের যে ভালোবাসা আমরা পেয়েছি; আশা করছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
আই কিংসের বর্তমান লাইনআপ
বেজ গিটার: জাহাঙ্গীর আলম জনি
কি-বোর্ড: মো. কাইয়ূম খান
ভোকাল: মো. মাহমুদুল হক ইমরান
ড্রামার: সজল কুমার সাহা মিঠু
লিড গিটার: মো. শাহরিয়ার সাঈদ শুভ্র
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১০ ঘণ্টা আগে