ঈদুল ফিতরের চাঁদ রাতে আসছে নগরবাউল খ্যাত সংগীতশিল্পী জেমসের নতুন গান, যেটির শিরোনাম ‘সবই ভুল’। জেমস এবং বিশু শিকদারের যৌথভাবে কথায় গানটির সুর করেছেন জেমস নিজেই।
এ উপলক্ষে আজ সোমবার বসুন্ধরার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে গানটি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেমস। অনুষ্ঠানে জেমসের আসন্ন গানটির স্মারক বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে জেমসের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে গানটির আনুষ্ঠানিক প্রকাশের তারিখও ঘোষণা করা হয়।
বসুন্ধরা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে জানানো হয় গুণগতমানের দিকে ছাড় না দিতেই নতুন গানটির জন্য জেমস প্রায় বছর খানেক সময় নিয়েছেন। জেমসের সঙ্গে তাদের আরও কিছু গান আসছে, সেগুলো সম্পর্কেও শিগগিরই জানানো হবে।
নতুন এই গানটি প্রসঙ্গে মাহ্ফুজ আনাম জেমস বলেন, ‘প্রথম গানের শ্রোতাদের প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে সময় নিয়ে দ্বিতীয় গানটি করা হয়েছে। ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করব।’
নগরবাউলের সামনে কোনো গান আসবে কিনা জানতে চাইলে জেমস বলেন, ‘সামনে নতুন কয়েকটি গান আনার পরিকল্পনা আছে।’
বসুন্ধরা ডিজিটালের ইউটিউব প্ল্যাটফর্মে চাঁদরাতে মুক্তি পাবে গানটি। গেল বছরে এই প্ল্যাটফর্মের ব্যানারেই দীর্ঘ দিন পর নতুন গানে কণ্ঠ দিয়েছিলেন জেমস।
ঈদুল ফিতরের চাঁদ রাতে আসছে নগরবাউল খ্যাত সংগীতশিল্পী জেমসের নতুন গান, যেটির শিরোনাম ‘সবই ভুল’। জেমস এবং বিশু শিকদারের যৌথভাবে কথায় গানটির সুর করেছেন জেমস নিজেই।
এ উপলক্ষে আজ সোমবার বসুন্ধরার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে গানটি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেমস। অনুষ্ঠানে জেমসের আসন্ন গানটির স্মারক বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে জেমসের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে গানটির আনুষ্ঠানিক প্রকাশের তারিখও ঘোষণা করা হয়।
বসুন্ধরা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে জানানো হয় গুণগতমানের দিকে ছাড় না দিতেই নতুন গানটির জন্য জেমস প্রায় বছর খানেক সময় নিয়েছেন। জেমসের সঙ্গে তাদের আরও কিছু গান আসছে, সেগুলো সম্পর্কেও শিগগিরই জানানো হবে।
নতুন এই গানটি প্রসঙ্গে মাহ্ফুজ আনাম জেমস বলেন, ‘প্রথম গানের শ্রোতাদের প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে সময় নিয়ে দ্বিতীয় গানটি করা হয়েছে। ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করব।’
নগরবাউলের সামনে কোনো গান আসবে কিনা জানতে চাইলে জেমস বলেন, ‘সামনে নতুন কয়েকটি গান আনার পরিকল্পনা আছে।’
বসুন্ধরা ডিজিটালের ইউটিউব প্ল্যাটফর্মে চাঁদরাতে মুক্তি পাবে গানটি। গেল বছরে এই প্ল্যাটফর্মের ব্যানারেই দীর্ঘ দিন পর নতুন গানে কণ্ঠ দিয়েছিলেন জেমস।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে