Ajker Patrika

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গাইতে না পারার আক্ষেপের গান

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গাইতে না পারার আক্ষেপের গান

১৮ বছর আগে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি প্রকাশ করেছিল আরমান খানের লেখা ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ শিরোনামের একটি গান। গানটি গেয়েছিল ব্যান্ড প্রমিথিউস। ১৮ বছর পর আবার নতুন করে নিজের লেখা গানটি নতুন সুর ও সংগীত আয়োজনে গাইলেন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী আরমান খান। সংগীত আয়োজন করেছেন আদনান খান। গানের কথায় প্রকাশ পেয়েছে একজন শিল্পীর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গাইতে না পারার আক্ষেপ ও দুঃখ।

সম্প্রতি গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন রায়হান খান। পর্দায় থাকছেন শিল্পী আরমান খান নিজেই। ভিডিওর শুটিং হয়েছে গ্র্যান্ড সুলতান রিসোর্টসহ সিলেটের বিভিন্ন লোকেশনে।

বিজয় দিবসের আগেই বিশেষ গানচিত্রটি প্রকাশ পাচ্ছে সিএমভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ প্রসঙ্গে আরমান খান বলেন, ‘গানটি লিখেছি ১৮ বছর আগে। লেখার অনুভূতিটা এখনো একই আছে। এখনো আমার ভেতরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গাইতে না পারার আক্ষেপ কাজ করে। অথচ ১৯৭১ সালে আমার জন্মই হয়নি! তো স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে মনে হলো, এবার অন্তত একটা গান কণ্ঠে নিয়ে দেশের সামনে দাঁড়াই। আমার বিশ্বাস, গানটি দেশপ্রেমিক প্রতিটি মানুষের ভালো লাগবে অথবা হৃদয়ে নাড়া দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত