প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসছেন ভারতীয় তরুণ গায়ক, সুরকার ও গীতিকার দর্শন রাওয়াল। তাঁকে নিয়ে ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টের ঘোষণা দিয়েছে কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টি টু ইভেন্টস।
‘তেরা জিকর’, ‘খিচ মেরি ফটো’, ‘বেখুদি’, ‘কামারিয়া’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়েছেন দর্শন রাওয়াল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন দর্শন রাওয়াল।
টিকিফাই ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হবে শিগগিরই। আপাতত প্রি–রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। সেখানেও বেশ সাড়া মিলছে দর্শকদের।
এ বিষয়ে কনসার্টটির লোকাল ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে কাজ করা এডভেন্টর কমিউনিকেশনসের করপোরেট সেলস ম্যানেজার মাহিন রহমান সাকিফ আজকের পত্রিকাকে বলেন, ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা এ বছরের দেশের সবচেয়ে বড় ইভেন্ট হতে যাচ্ছে। আমাদের টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকিফাইয়ে প্রি–রেজিস্ট্রেশনে বেশ সাড়া পাচ্ছি। আশা করছি শ্রোতাদের ভালো একটি কনসার্ট উপহার দিতে পারব আমরা।’
এদিকে আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টি টু ইভেন্টস জানিয়েছে, গত জুন মাসে তাদের সঙ্গে দর্শন রাওয়ালের প্রতিষ্ঠান ই পজিটিভ কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দর্শন রাওয়াল হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন। তরুণদের কাছে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। ২০১৪ সালে ভারতের একটি রিয়্যালিটি শোর মাধ্যমে পরিচিতি পান তিনি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দর্শন রাওয়ালের গান ‘মাহিয়া জিন্নাহ সোহনা’ বিশ্বজুড়ে সাড়া ফেলেছে।
প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসছেন ভারতীয় তরুণ গায়ক, সুরকার ও গীতিকার দর্শন রাওয়াল। তাঁকে নিয়ে ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টের ঘোষণা দিয়েছে কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টি টু ইভেন্টস।
‘তেরা জিকর’, ‘খিচ মেরি ফটো’, ‘বেখুদি’, ‘কামারিয়া’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়েছেন দর্শন রাওয়াল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন দর্শন রাওয়াল।
টিকিফাই ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হবে শিগগিরই। আপাতত প্রি–রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। সেখানেও বেশ সাড়া মিলছে দর্শকদের।
এ বিষয়ে কনসার্টটির লোকাল ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে কাজ করা এডভেন্টর কমিউনিকেশনসের করপোরেট সেলস ম্যানেজার মাহিন রহমান সাকিফ আজকের পত্রিকাকে বলেন, ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা এ বছরের দেশের সবচেয়ে বড় ইভেন্ট হতে যাচ্ছে। আমাদের টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকিফাইয়ে প্রি–রেজিস্ট্রেশনে বেশ সাড়া পাচ্ছি। আশা করছি শ্রোতাদের ভালো একটি কনসার্ট উপহার দিতে পারব আমরা।’
এদিকে আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টি টু ইভেন্টস জানিয়েছে, গত জুন মাসে তাদের সঙ্গে দর্শন রাওয়ালের প্রতিষ্ঠান ই পজিটিভ কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দর্শন রাওয়াল হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন। তরুণদের কাছে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। ২০১৪ সালে ভারতের একটি রিয়্যালিটি শোর মাধ্যমে পরিচিতি পান তিনি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দর্শন রাওয়ালের গান ‘মাহিয়া জিন্নাহ সোহনা’ বিশ্বজুড়ে সাড়া ফেলেছে।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৯ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৯ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
২০ ঘণ্টা আগে