Ajker Patrika

একই দিনে চার শহরে স্বাধীনতা কনসার্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা
জেমস, আসিফ, হাসান ও বেবী নাজনীন। ছবি: সংগৃহীত
জেমস, আসিফ, হাসান ও বেবী নাজনীন। ছবি: সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয় ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের ওপেন এয়ার কনসার্ট। দুপুর ১২টা থেকে প্রিয় শিল্পীদের গানে মেতে ওঠে হাজার হাজার মানুষ। এবার একসঙ্গে চার শহরে স্বাধীনতা দিবস কনসার্টের আয়োজন করছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। রোজার কারণে ২৬ মার্চ আয়োজন করা না গেলেও ১১ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে স্বাধীনতা কনসার্ট।

ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন নগর বাউল জেমস। বিজয় দিবস কনসার্টেও জেমসের পরিবেশনা দিয়ে শেষ হয়েছিল আয়োজন। জেমস ছাড়া ঢাকায় আরও গাইবে ব্যান্ড ফিডব্যাক, শিরোনামহীন, পাওয়ারসার্জ, আপেক্ষিক, আফটার ম্যাথ, সংগীতশিল্পী প্রীতম হাসান, জেফার, পড়শী, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, হায়দার হোসেন, অনিমেষ রায়, সোহান আলী, আবরার শাহরিয়ার, মাহতিম সাকিব, সেলিম চৌধুরী, আলেয়া বেগম ও মিফতা জামান।

গতকাল মানিক মিয়া অ্যাভিনিউ পরিদর্শনে যান সবার আগে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু। সে সময় তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা অনুষ্ঠানটির আয়োজন করছি। বিগত সরকারের আমলে ভারতের শিল্পীদের এনে অনুষ্ঠান করা হতো। ইদানীং পাকিস্তানি শিল্পীদের নিয়ে আসা হচ্ছে। আমরা মনেপ্রাণে এই বাংলাদেশকে ধারণ করতে চাই। আমাদের দেশে অনেক মেধাবী সংস্কৃতি ব্যক্তিত্ব রয়েছেন। যারা যোগ্যতা দিয়ে নিজেদের নাম জানান দিতে সক্ষম হয়েছেন। তাঁদেরকে ব্র্যান্ডিং করতেই জাতীয় দিবসগুলোয় এই কনসার্টের আয়োজন। আমাদের দেশের যে প্রতিভা আছে, তা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং নিজেদের সংস্কৃতি সঙ্গে নিয়েই সামনের পথ চলতে চাই।’

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গান শোনাবে ব্যান্ড মাইলস, সোলস, আর্ক, লালন, অ্যাশেজ, সাবকনসাস, বে অব বেঙ্গল, তীরন্দাজ, মেট্রিক্যাল, সংগীতশিল্পী কিরণ দাস, ইমরান, কোনাল, চিশতি বাউল, তাসনিম আনিকা, সালমা, রায়হান, শুভ্র, মৌসুমী, ইথুন বাবু, পরাণ আহসান, আকলিমা মুক্তা ও ঋতুরাজ।

খুলনা জেলা স্টেডিয়ামে দর্শক মাতাবে ব্যান্ড ওয়ারফেজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, বাংলা ফাইভ, কাগুল, কুঁড়েঘর, বিবর্তন, সংগীতশিল্পী মনির খান, আসিফ আকবর, বালাম, তাহসান খান, কনা, নাসির, জয় শাহরিয়ার, টুনটুন বাউল, রুখসার রহমান, লিজা ও পলাশ।

বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে গাইবে ব্যান্ড আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফরেন্ট টাচ, এমএনবি, ভাইকিংস, বাগধারা, সংগীতশিল্পী খুরশীদ আলম, বেবী নাজনীন, কনকচাঁপা, আলম আরা মিনু, হৃদয় খান, কর্নিয়া, মিজান, লুইপা, কে জেড রাব্বী, মুত্তাকী হাসিব, রাজীব ও মুহিন।

১১ এপ্রিল চার শহরে একযোগে শুরু হবে কনসার্ট। বেলা ৩টায় শুরু হবে মূল আয়োজন। চলবে রাত ১১টা পর্যন্ত। গানের পাশাপাশি এই আয়োজনে বাংলাদেশের সংস্কৃতিকে উৎসাহিত করার জন্য স্থানীয় লোকগান, সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরা হবে বলে জানিয়েছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...