ঈদে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন কণ্ঠশিল্পী রাহিদা লগ্না। গানের শিরোনাম ‘জল’। লগ্নার কণ্ঠে এই গান লিখেছেন ও সুর করেছেন তাপস চৌধুরী। সংগীতায়োজন করেছেন এম এইচ রাহেল।
জি সিরিজের ব্যানারে ‘জল’ গানটির ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিও প্রকাশের পর শ্রোতা দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। শ্রোতারা গানটির প্রতি ভালোলাগা প্রকাশ করেছেন। এই গানের ভিডিওচিত্রের নির্দেশনা দিয়েছেন ইকবাল হোসাইন।
গান প্রসঙ্গে লগ্না বলেন, ‘আমি ফোক গান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ঈদের প্রকাশিতব্য গানটির কথা, সুর ও সংগীতায়োজন-সবকিছুই দারুণ হয়েছে। এ সময়ের শ্রোতাদের চাহিদা ও নিজের পছন্দ দুটির সমন্বয়েই গানটি তৈরি করেছি। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’
ছোটবেলা থেকেই গান শিখছেন লগ্না। তার প্রথম সংগীতগুরু শ্রী স্বপন কুমার সাহা। লগ্না বলেন,‘ বাবা রাফেউল ইসলাম এবং আনোয়ারা খাতুনের ইচ্ছাতে গানে আসা। শ্রী স্বপন কুমার সাহার কাছে ৪ বছর বয়সে গান শিখতে শুরু করি। তারপর দীর্ঘদিন আমার চাচা রাশেদুল ইসলামের কাছে গান শিখেছি। জামালপুর শিল্পকলা একাডেমি ও লোকজ থেকেও নেওয়া হয়েছে গানের প্রশিক্ষণ। ঢাকায় এসে নজরুল ইনস্টিটিউট থেকে গানের তালিমা নেওয়া হয়েছে দীর্ঘদিন।’
লগ্না সরল নামে ব্যান্ড দলের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। দলটির ব্যানারে প্রকাশিত তার কণ্ঠে ‘দেহতরী’ শিরোনামের একটি গান শ্রোতাদের প্রশংসা পেয়েছিল।
ঈদে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন কণ্ঠশিল্পী রাহিদা লগ্না। গানের শিরোনাম ‘জল’। লগ্নার কণ্ঠে এই গান লিখেছেন ও সুর করেছেন তাপস চৌধুরী। সংগীতায়োজন করেছেন এম এইচ রাহেল।
জি সিরিজের ব্যানারে ‘জল’ গানটির ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিও প্রকাশের পর শ্রোতা দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। শ্রোতারা গানটির প্রতি ভালোলাগা প্রকাশ করেছেন। এই গানের ভিডিওচিত্রের নির্দেশনা দিয়েছেন ইকবাল হোসাইন।
গান প্রসঙ্গে লগ্না বলেন, ‘আমি ফোক গান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ঈদের প্রকাশিতব্য গানটির কথা, সুর ও সংগীতায়োজন-সবকিছুই দারুণ হয়েছে। এ সময়ের শ্রোতাদের চাহিদা ও নিজের পছন্দ দুটির সমন্বয়েই গানটি তৈরি করেছি। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’
ছোটবেলা থেকেই গান শিখছেন লগ্না। তার প্রথম সংগীতগুরু শ্রী স্বপন কুমার সাহা। লগ্না বলেন,‘ বাবা রাফেউল ইসলাম এবং আনোয়ারা খাতুনের ইচ্ছাতে গানে আসা। শ্রী স্বপন কুমার সাহার কাছে ৪ বছর বয়সে গান শিখতে শুরু করি। তারপর দীর্ঘদিন আমার চাচা রাশেদুল ইসলামের কাছে গান শিখেছি। জামালপুর শিল্পকলা একাডেমি ও লোকজ থেকেও নেওয়া হয়েছে গানের প্রশিক্ষণ। ঢাকায় এসে নজরুল ইনস্টিটিউট থেকে গানের তালিমা নেওয়া হয়েছে দীর্ঘদিন।’
লগ্না সরল নামে ব্যান্ড দলের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। দলটির ব্যানারে প্রকাশিত তার কণ্ঠে ‘দেহতরী’ শিরোনামের একটি গান শ্রোতাদের প্রশংসা পেয়েছিল।
গত শনিবার ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে।
২ ঘণ্টা আগে২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায়নি তৌকীর আহমেদকে। এ সময়টায় মঞ্চে নির্দেশনা দিলেও ভিজ্যুয়াল কোনো কনটেন্ট বানাননি। বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরেছেন তৌকীর। গতকাল থেকে বিটিভিতে শুরু হয়েছে তাঁর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ধূসর সময়’-এর প্রচার।
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা স্নো হোয়াইটকে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে ‘স্নো হোয়াইট’। এতে স্নো হোয়াইট চরিত্রে র্যাচেল জেগলার আর ইভিল কুইন চরিত্রে অভিনয় করেছেন গল গাদত।
২ ঘণ্টা আগেমির্জাপুর ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে অন্যভাবে। গত বছর ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর ঘোষণা আসার পর থেকে এই ক্রাইম ড্রামার অপেক্ষায় দর্শকেরা। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল দুই তারকার নাম।
২ ঘণ্টা আগে