Ajker Patrika

পরমাণু বোমার জনককে নিয়ে নোলানের ‘ওপেনহাইমার’, ট্রেলার প্রকাশ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৯: ০৪
পরমাণু বোমার জনককে নিয়ে নোলানের ‘ওপেনহাইমার’, ট্রেলার প্রকাশ

বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ওপেনহাইমার’ নিয়ে ফিরছেন আধুনিক চলচ্চিত্রের জাদুকর ক্রিস্টোফার নোলান। সিনেপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার পর আজ ১৯ ডিসেম্বর সিনেমাটির প্রথম ট্রেলার প্রকাশিত হয়েছে। জনপ্রিয় অভিনেতা কিলিয়ান মারফি অভিনীত পারমাণবিক বোমা তৈরির ঘটনা নিয়ে নির্মিত সিনেমাটির জন্য দর্শকদের অপেক্ষার অবসান হলো।

মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তাঁর জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান। 

ট্রেলারটিতে ওপেনহাইমারের বয়ানে কিলিয়ান মার্ফিকে বলতে শোনা যায়, ‘আমরা এক ভবিষ্যৎ কল্পনা করি এবং সেই কল্পনা আমাদের ত্রস্ত করে। এই কল্পনাগুলোকে না বোঝা পর্যন্ত মানুষ ভয়ই পাবে, আবার সেগুলোকে কাজে না লাগানো পর্যন্ত বোঝাও যাবে না।’

তিনি আরও বলেন, ‘তত্ত্ব অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমি জানি না, এমন এক হাতিয়ার নিয়ে আমাদের ওপর আস্থা রাখা যায় কি না। তবে আমাদের কোনো বিকল্পও নেই।’

 ২০২৩ সালের ২১ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবেমারফি ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পুগ, রবার্ট ডাউনি জুনিয়র, ম্যাট ড্যামন, রামি মালেক, বেনি সাফডি, জোশ হার্টনেট, ডেন ডিহান, জ্যাক কায়েড, ম্যাথিউ মোডিন, ডিলান আর্নল্ড, ডেভিড ক্রুমহোল্টজ, অ্যালডেন ইহরেনরিচ, ডেভিড ডাস্টমালচিয়ান, অলি হায়াভি, জেসন ক্লার্ক, জেমস ডি'আর্সি, মাইকেল অ্যাঙ্গারানো, গাই বার্নেট, ড্যানি ডেফারারি, ম্যাথিয়াস শোয়েইফার, গ্যারি ওল্ডম্যান, হ্যারিসন গিলবার্টসন, এমা ডুমন্ট, ডেভন বোস্টিক, অলিভিয়া থার্লবি, ট্রন্ড ফাউসা, ক্রিস্টোফার ডেনহাম এবং জোশ জুকারম্যান। 

২০২৩ সালের ২১ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত