মুক্তির ১৭ দিনেই বিশ্বজুড়ে বিলিয়ন ডলার আয় ছাড়াল ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’র। এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় ১.০৩ বিলিয়ন ডলার। ‘বার্বি’ বক্স অফিসে ১ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁতেই রেকর্ড গড়ে ফেললেন পরিচালক গ্রেটা গেরউইগ। তিনিই প্রথম মহিলা পরিচালক যার সিনেমা ১ বিলিয়ন ডলারের গণ্ডি ছুঁল।
বার্বেনহাইমারের ক্রেজের মধ্যে ‘বার্বি’র সাফল্য হয়তো প্রত্যাশিত ছিল। তবে এত দ্রুত বক্স অফিসে এই সাফল্য কারও ধারণাতেও ছিল না।
কমস্কোরের সিনিয়র মিডিয়া অ্যানালিস্ট পল ডারগারাবেডিয়ান এই প্রসঙ্গে বলেন, ‘আমি ৩০ বছর ধরে এই পেশায় আছি। বার্বি বলুন বা বার্বেনহাইমার এই ট্রেন্ড বা ক্রেজটা একেবারেই অপ্রত্যাশিত এবং অকল্পিত ছিল।’ তাঁর মতে অতীতে কম-বেশি মাত্র ৫০টির মতো সিনেমা মূল্যস্ফীতির কারণে ১ বিলিয়ন ডলারের গণ্ডি ছুঁতে পেরেছে।
‘বার্বি’ সিনেমার বিপণনের দায়িত্বে ছিল ওয়ার্নার ব্রোস। তারা মনে করছে বিশ্বজুড়ে এই সিনেমার এই বিপুল সাফল্যের নেপথ্যে রয়েছে কিছু বড় মার্কেটে এই ছবিটিকে ঘিরে উন্মাদনা। এর মধ্যে যুক্তরাজ্য, মেক্সিকো এবং অস্ট্রেলিয়ার বক্স অফিসে সব থেকে বেশি ব্যবসা করেছে সিনেমাটি।
বিশ্বের দ্বিতীয় সব থেকে বড় বাজার চীনেও এই সিনেমা অপ্রত্যাশিতভাবে দারুণ ব্যবসা করেছে। ‘ট্রান্সফর্মারস’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, মার্ভেলের সুপারহিরো মুভির দারুণ চাহিদা আছে চীনে।
সেন্টার ফর চাইনিজ স্টাডিজের ডিরেক্টর মাইকেল বেরি মনে করেন ‘বার্বি’র সেখানে এত সাড়া পাওয়ার কারণ হচ্ছে খেলনা হিসেবে চীনে এর জনপ্রিয়তা অনেক বেশি।
‘বার্বি’ সিনেমায় অভিনয় করেছেন হলিউডের নামী তারকারা। কেন্দ্রীয় চরিত্র বার্বি ও কেইন হিসেবে দেখা গেছে মার্গট রোবি ও রায়ান গসলিংকে। মার্কিন পপ তারকা ডুয়া লিপা ‘মারমেইড বার্বি’ চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া আরও রয়েছেন নিকোলা কফলান, আনা ক্রুজ কেইন, এমা ম্যাকি, মারেল্ড ফেনেল, স্কট ইভান্স, কিংসলে বেন-আডির, কেইট ম্যাককেনন, মাইকেল সেরা, আমেরিকা ফেরেরা প্রমুখ। সিনেমায় ধারা বর্ণনা শোনা যাবে ডেম হেলেন মিরেনের কণ্ঠে।
মুক্তির ১৭ দিনেই বিশ্বজুড়ে বিলিয়ন ডলার আয় ছাড়াল ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’র। এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় ১.০৩ বিলিয়ন ডলার। ‘বার্বি’ বক্স অফিসে ১ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁতেই রেকর্ড গড়ে ফেললেন পরিচালক গ্রেটা গেরউইগ। তিনিই প্রথম মহিলা পরিচালক যার সিনেমা ১ বিলিয়ন ডলারের গণ্ডি ছুঁল।
বার্বেনহাইমারের ক্রেজের মধ্যে ‘বার্বি’র সাফল্য হয়তো প্রত্যাশিত ছিল। তবে এত দ্রুত বক্স অফিসে এই সাফল্য কারও ধারণাতেও ছিল না।
কমস্কোরের সিনিয়র মিডিয়া অ্যানালিস্ট পল ডারগারাবেডিয়ান এই প্রসঙ্গে বলেন, ‘আমি ৩০ বছর ধরে এই পেশায় আছি। বার্বি বলুন বা বার্বেনহাইমার এই ট্রেন্ড বা ক্রেজটা একেবারেই অপ্রত্যাশিত এবং অকল্পিত ছিল।’ তাঁর মতে অতীতে কম-বেশি মাত্র ৫০টির মতো সিনেমা মূল্যস্ফীতির কারণে ১ বিলিয়ন ডলারের গণ্ডি ছুঁতে পেরেছে।
‘বার্বি’ সিনেমার বিপণনের দায়িত্বে ছিল ওয়ার্নার ব্রোস। তারা মনে করছে বিশ্বজুড়ে এই সিনেমার এই বিপুল সাফল্যের নেপথ্যে রয়েছে কিছু বড় মার্কেটে এই ছবিটিকে ঘিরে উন্মাদনা। এর মধ্যে যুক্তরাজ্য, মেক্সিকো এবং অস্ট্রেলিয়ার বক্স অফিসে সব থেকে বেশি ব্যবসা করেছে সিনেমাটি।
বিশ্বের দ্বিতীয় সব থেকে বড় বাজার চীনেও এই সিনেমা অপ্রত্যাশিতভাবে দারুণ ব্যবসা করেছে। ‘ট্রান্সফর্মারস’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, মার্ভেলের সুপারহিরো মুভির দারুণ চাহিদা আছে চীনে।
সেন্টার ফর চাইনিজ স্টাডিজের ডিরেক্টর মাইকেল বেরি মনে করেন ‘বার্বি’র সেখানে এত সাড়া পাওয়ার কারণ হচ্ছে খেলনা হিসেবে চীনে এর জনপ্রিয়তা অনেক বেশি।
‘বার্বি’ সিনেমায় অভিনয় করেছেন হলিউডের নামী তারকারা। কেন্দ্রীয় চরিত্র বার্বি ও কেইন হিসেবে দেখা গেছে মার্গট রোবি ও রায়ান গসলিংকে। মার্কিন পপ তারকা ডুয়া লিপা ‘মারমেইড বার্বি’ চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া আরও রয়েছেন নিকোলা কফলান, আনা ক্রুজ কেইন, এমা ম্যাকি, মারেল্ড ফেনেল, স্কট ইভান্স, কিংসলে বেন-আডির, কেইট ম্যাককেনন, মাইকেল সেরা, আমেরিকা ফেরেরা প্রমুখ। সিনেমায় ধারা বর্ণনা শোনা যাবে ডেম হেলেন মিরেনের কণ্ঠে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
১০ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১৩ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
২০ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
২০ ঘণ্টা আগে