বিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। আর ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ডোয়াইন জনসন ওরফে রক গত বছর আনুমানিক ৮৮ মিলিয়ন ডলার আয় করেছেন। এই আয়ের বেশির ভাগই এসেছে তাঁর অভিনীত ‘রেড ওয়ান’, ‘মোয়ানা ২’ এবং তাঁর পুরোনো সিনেমাগুলোর রয়্যালটি থেকে।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রায়ান রেনল্ডস গত বছর আয় করেছেন ৮৫ মিলিয়ন ডলার, তৃতীয় স্থানে থাকা কেভিন হার্ট ৮১ মিলিয়ন ডলার, চতুর্থ স্থানে থাকা জেরি সাইনফেল্ড ৬০ মিলিয়ন ডলার এবং পঞ্চম স্থানে থাকা হিউ জ্যাকম্যান আয় করেছেন ৫০ মিলিয়ন ডলার।
এ ছাড়া তালিকার ষষ্ঠ থেকে দশম স্থানে থাকা অভিনেতারা হলেন যথাক্রমে—ব্র্যাড পিট, জর্জ ক্লুনি, নিকোল কিডম্যান, অ্যাডাম শ্যান্ডলার ও উইল স্মিথ।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, শীর্ষস্থানীয় অভিনেতারা মূলত বড় পর্দার বাইরে থেকেই বিপুল অর্থ উপার্জন করেছেন। কারণ, ২০২৪ সালের শীর্ষ দশ ছবির মধ্যে ছয়টিই ছিল অ্যানিমেটেড, যেখানে অভিনেতারা সাধারণত বড় অঙ্কের পারিশ্রমিক পান না।
শীর্ষ ২০ জন অভিনেতার মধ্যে মাত্র তিনজন নারী। নিকোল কিডম্যান, মারিস্কা হার্গিটে এবং স্কারলেট জোহানসন। স্কারলেটই এই তালিকার সর্বকনিষ্ঠ অভিনেতা, যার বয়স ৪০ বছর।
অত্যন্ত সফল একটি বছর কাটালেও টিমোথি শালামেট তালিকায় স্থান পাননি। কারণ, তাঁর ২০২৪ সালের সফল ছবিগুলোর জন্য তিনি চুক্তি করেছিলেন আগের বছরই।
ওটিটি থেকেও অনেক তারকা বিপুল অর্থ উপার্জন করেছেন। ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি ‘উলভস’ সিনেমার জন্য প্রত্যেকে ৩৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছেন। স্ট্রিমিং প্ল্যাটফর্মে চলচ্চিত্রের মালিকানা কেনার সুযোগ না থাকায়, তারকাদের বিশাল অঙ্কের সম্মানী আগেভাগেই পরিশোধ করা হয়।
বিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। আর ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ডোয়াইন জনসন ওরফে রক গত বছর আনুমানিক ৮৮ মিলিয়ন ডলার আয় করেছেন। এই আয়ের বেশির ভাগই এসেছে তাঁর অভিনীত ‘রেড ওয়ান’, ‘মোয়ানা ২’ এবং তাঁর পুরোনো সিনেমাগুলোর রয়্যালটি থেকে।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রায়ান রেনল্ডস গত বছর আয় করেছেন ৮৫ মিলিয়ন ডলার, তৃতীয় স্থানে থাকা কেভিন হার্ট ৮১ মিলিয়ন ডলার, চতুর্থ স্থানে থাকা জেরি সাইনফেল্ড ৬০ মিলিয়ন ডলার এবং পঞ্চম স্থানে থাকা হিউ জ্যাকম্যান আয় করেছেন ৫০ মিলিয়ন ডলার।
এ ছাড়া তালিকার ষষ্ঠ থেকে দশম স্থানে থাকা অভিনেতারা হলেন যথাক্রমে—ব্র্যাড পিট, জর্জ ক্লুনি, নিকোল কিডম্যান, অ্যাডাম শ্যান্ডলার ও উইল স্মিথ।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, শীর্ষস্থানীয় অভিনেতারা মূলত বড় পর্দার বাইরে থেকেই বিপুল অর্থ উপার্জন করেছেন। কারণ, ২০২৪ সালের শীর্ষ দশ ছবির মধ্যে ছয়টিই ছিল অ্যানিমেটেড, যেখানে অভিনেতারা সাধারণত বড় অঙ্কের পারিশ্রমিক পান না।
শীর্ষ ২০ জন অভিনেতার মধ্যে মাত্র তিনজন নারী। নিকোল কিডম্যান, মারিস্কা হার্গিটে এবং স্কারলেট জোহানসন। স্কারলেটই এই তালিকার সর্বকনিষ্ঠ অভিনেতা, যার বয়স ৪০ বছর।
অত্যন্ত সফল একটি বছর কাটালেও টিমোথি শালামেট তালিকায় স্থান পাননি। কারণ, তাঁর ২০২৪ সালের সফল ছবিগুলোর জন্য তিনি চুক্তি করেছিলেন আগের বছরই।
ওটিটি থেকেও অনেক তারকা বিপুল অর্থ উপার্জন করেছেন। ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি ‘উলভস’ সিনেমার জন্য প্রত্যেকে ৩৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছেন। স্ট্রিমিং প্ল্যাটফর্মে চলচ্চিত্রের মালিকানা কেনার সুযোগ না থাকায়, তারকাদের বিশাল অঙ্কের সম্মানী আগেভাগেই পরিশোধ করা হয়।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৩৮ মিনিট আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১২ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১২ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১২ ঘণ্টা আগে