‘হ্যারি পটার’-এর জনপ্রিয় চরিত্র ‘ডাম্বলডোর’খ্যাত অভিনেতা মাইকেল গ্যামবন মারা গেছেন। ৮২ বছর বয়সে না-ফেরার দেশে চলে গেলেন তিনি। তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করেছে বিবিসি। প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে কাজ করেছেন একাধিক সুপারহিট ছবিতে। তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির ছবিতে ‘ডাম্বলডোর’ চরিত্রটি।
এক বিবৃতিতে তাঁর পরিবার জানিয়েছে, ‘আমরা শোকসন্তপ্ত আমাদের সবার প্রিয় স্যার মাইকেল গ্যামবন। প্রিয় স্বামী ও দায়িত্ববান পিতা, হাসপাতালে শেষবারের মতো শান্তিতে ঘুমিয়েছেন। সেই সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী অ্যানি ও পুত্র ফেরগুস।’
হ্যারি পটারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে জানানো হয়, ‘স্যার মাইকেল গ্যামবনের মৃত্যুর খবরে আমরা মর্মাহত। সারা বিশ্বের হ্যারি পটারপ্রেমীদের উনি নিখাদ বিনোদন, আনন্দের রসদ জুগিয়েছেন তাঁর রসবোধ, মমতা আর দয়ার মাধ্যমে। তাঁর স্মৃতি আজীবন আমাদের হৃদয়ে থাকবে।’
এই আইরিশ ব্রিটিশ অভিনেতার অভিনয়জীবন শুরু হয়েছিল থিয়েটারের মঞ্চ থেকে। রয়্যাল ন্যাশনাল থিয়েটারে লরেন্স ওলিভারের সঙ্গে মাইকেলের যাত্রাপথ শুরু। হ্যারি পটার সিনেমা সিরিজ ছাড়াও ‘ওথেলো’, ‘দ্য ইনসাইডার’, ‘দ্য উইংস অব দ্য ডাব’, ‘দ্য কিংস স্পিচ’-এর মতো ছবির জন্যও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। মাইকেল গ্যামবন দাপটের সঙ্গে কাজ করেছেন টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও। জিতেছেন চারটি বাফটা পুরস্কার। ১৯৯৮ সালে ব্রিটিশ রাজপরিবার গ্যামবনকে নাইটহুড উপাধিতে সম্মানিত করে।
‘হ্যারি পটার’-এর জনপ্রিয় চরিত্র ‘ডাম্বলডোর’খ্যাত অভিনেতা মাইকেল গ্যামবন মারা গেছেন। ৮২ বছর বয়সে না-ফেরার দেশে চলে গেলেন তিনি। তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করেছে বিবিসি। প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে কাজ করেছেন একাধিক সুপারহিট ছবিতে। তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির ছবিতে ‘ডাম্বলডোর’ চরিত্রটি।
এক বিবৃতিতে তাঁর পরিবার জানিয়েছে, ‘আমরা শোকসন্তপ্ত আমাদের সবার প্রিয় স্যার মাইকেল গ্যামবন। প্রিয় স্বামী ও দায়িত্ববান পিতা, হাসপাতালে শেষবারের মতো শান্তিতে ঘুমিয়েছেন। সেই সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী অ্যানি ও পুত্র ফেরগুস।’
হ্যারি পটারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে জানানো হয়, ‘স্যার মাইকেল গ্যামবনের মৃত্যুর খবরে আমরা মর্মাহত। সারা বিশ্বের হ্যারি পটারপ্রেমীদের উনি নিখাদ বিনোদন, আনন্দের রসদ জুগিয়েছেন তাঁর রসবোধ, মমতা আর দয়ার মাধ্যমে। তাঁর স্মৃতি আজীবন আমাদের হৃদয়ে থাকবে।’
এই আইরিশ ব্রিটিশ অভিনেতার অভিনয়জীবন শুরু হয়েছিল থিয়েটারের মঞ্চ থেকে। রয়্যাল ন্যাশনাল থিয়েটারে লরেন্স ওলিভারের সঙ্গে মাইকেলের যাত্রাপথ শুরু। হ্যারি পটার সিনেমা সিরিজ ছাড়াও ‘ওথেলো’, ‘দ্য ইনসাইডার’, ‘দ্য উইংস অব দ্য ডাব’, ‘দ্য কিংস স্পিচ’-এর মতো ছবির জন্যও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। মাইকেল গ্যামবন দাপটের সঙ্গে কাজ করেছেন টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও। জিতেছেন চারটি বাফটা পুরস্কার। ১৯৯৮ সালে ব্রিটিশ রাজপরিবার গ্যামবনকে নাইটহুড উপাধিতে সম্মানিত করে।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৪ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৪ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
১৫ ঘণ্টা আগে