বিনোদন ডেস্ক
অ্যাভাটারের তৃতীয় পর্ব নিয়ে আগ্রহ তুঙ্গে। ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর তিন বছর পর আগামী ১৯ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গত শুক্রবার থেকে সিনেমা হলে মার্ভেলের ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’-এর মাঝে দেখানো হচ্ছিল ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলার। সেখান থেকে অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল। গতকাল সন্ধ্যায় অফিশিয়ালি ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলার ইউটিউবে মুক্তি দিল ডিজনি।
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
অ্যাভাটারের দ্বিতীয় পর্ব দ্য ওয়ে অব ওয়াটারে ম্যাটাকাইনা নামে নতুন জাতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন জেমস ক্যামেরন। যারা সমুদ্রে থাকে। জল ও স্থল মিলিয়ে ছিল সে পর্বের কাহিনি। তৃতীয় পর্বে প্যান্ডোরায় এসেছে আরেক নতুন জাতি, যাদের নাম অ্যাশ পিপল। প্যান্ডোরার অন্যান্য জাতির তুলনায় তারা আরও বেশি হিংস্র আর ক্ষমতালোভী।
এবারের গল্পে আগুন এসেছে ভয়াবহতার রূপ নিয়ে। আগ্নেয়গিরির আশপাশে অ্যাশ পিপলদের বসবাস। আগুনকে নিয়ন্ত্রণ করতে জানে তারা। এই হিংস্র জাতির বিরুদ্ধে লড়াই চলে জ্যাক সুলি-নেতিরিদের। তাদের আবাসস্থল পুড়িয়ে দেয় অ্যাশ পিপলদের নেত্রী ভারাং। এ চরিত্রটিকে ভিলেন হিসেবে হাজির করেছেন জেমস ক্যামেরন। ভারাং চরিত্রটি করেছেন ‘গেম অব থ্রোনস’খ্যাত অভিনেত্রী ওনা চ্যাপলিন। মুল চরিত্র জ্যাক সুলি ও নেতিরি হয়ে এ পর্বেও ফিরছেন স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা।
ফায়ার অ্যান্ড অ্যাশ নিয়ে জেমস ক্যামেরন বলেন, ‘প্যান্ডোরার আরও অনেক দিক আবিষ্কৃত হবে ফায়ার অ্যান্ড অ্যাশে। দুর্দান্ত অ্যাডভেঞ্চার থাকবে, যা চোখে আরাম দেবে। আবেগের মুহূর্তও থাকবে আগের চেয়ে বেশি। যে সব চরিত্রকে দর্শক চেনে, ভালোবাসে; তাদের নিয়ে আমরা অন্য রকম এক চ্যালেঞ্জের দুনিয়ায় পা রাখতে চলেছি এ সিনেমায়।’
নির্মাতা জানিয়েছেন, দ্য ওয়ে অব ওয়াটার এবং ফায়ার অ্যান্ড অ্যাশ লেখা হয়েছিল একটি সিনেমার গল্প হিসেবে। তবে প্লট বড় হয়ে যাওয়ার কারণে এ গল্পকে দুইভাগে ভাগ করে দিয়েছেন।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল অ্যাভাটারের প্রথম কিস্তি। ২০২২ সালে আসে দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমার তালিকায় যথাক্রমে প্রথম ও তৃতীয় অবস্থানে আছে সিনেমা দুটি। দুই পর্ব মিলে বিশ্বব্যাপী আয় করেছে ৫ দশমিক ২ বিলিয়ন ডলার। এ বছরের ১৯ ডিসেম্বর ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তি পর ২০২৯ ও ২০৩১ সালে আসবে অ্যাভাটারের আরও দুটি পর্ব।
অ্যাভাটারের তৃতীয় পর্ব নিয়ে আগ্রহ তুঙ্গে। ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর তিন বছর পর আগামী ১৯ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গত শুক্রবার থেকে সিনেমা হলে মার্ভেলের ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’-এর মাঝে দেখানো হচ্ছিল ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলার। সেখান থেকে অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল। গতকাল সন্ধ্যায় অফিশিয়ালি ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলার ইউটিউবে মুক্তি দিল ডিজনি।
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
অ্যাভাটারের দ্বিতীয় পর্ব দ্য ওয়ে অব ওয়াটারে ম্যাটাকাইনা নামে নতুন জাতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন জেমস ক্যামেরন। যারা সমুদ্রে থাকে। জল ও স্থল মিলিয়ে ছিল সে পর্বের কাহিনি। তৃতীয় পর্বে প্যান্ডোরায় এসেছে আরেক নতুন জাতি, যাদের নাম অ্যাশ পিপল। প্যান্ডোরার অন্যান্য জাতির তুলনায় তারা আরও বেশি হিংস্র আর ক্ষমতালোভী।
এবারের গল্পে আগুন এসেছে ভয়াবহতার রূপ নিয়ে। আগ্নেয়গিরির আশপাশে অ্যাশ পিপলদের বসবাস। আগুনকে নিয়ন্ত্রণ করতে জানে তারা। এই হিংস্র জাতির বিরুদ্ধে লড়াই চলে জ্যাক সুলি-নেতিরিদের। তাদের আবাসস্থল পুড়িয়ে দেয় অ্যাশ পিপলদের নেত্রী ভারাং। এ চরিত্রটিকে ভিলেন হিসেবে হাজির করেছেন জেমস ক্যামেরন। ভারাং চরিত্রটি করেছেন ‘গেম অব থ্রোনস’খ্যাত অভিনেত্রী ওনা চ্যাপলিন। মুল চরিত্র জ্যাক সুলি ও নেতিরি হয়ে এ পর্বেও ফিরছেন স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা।
ফায়ার অ্যান্ড অ্যাশ নিয়ে জেমস ক্যামেরন বলেন, ‘প্যান্ডোরার আরও অনেক দিক আবিষ্কৃত হবে ফায়ার অ্যান্ড অ্যাশে। দুর্দান্ত অ্যাডভেঞ্চার থাকবে, যা চোখে আরাম দেবে। আবেগের মুহূর্তও থাকবে আগের চেয়ে বেশি। যে সব চরিত্রকে দর্শক চেনে, ভালোবাসে; তাদের নিয়ে আমরা অন্য রকম এক চ্যালেঞ্জের দুনিয়ায় পা রাখতে চলেছি এ সিনেমায়।’
নির্মাতা জানিয়েছেন, দ্য ওয়ে অব ওয়াটার এবং ফায়ার অ্যান্ড অ্যাশ লেখা হয়েছিল একটি সিনেমার গল্প হিসেবে। তবে প্লট বড় হয়ে যাওয়ার কারণে এ গল্পকে দুইভাগে ভাগ করে দিয়েছেন।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল অ্যাভাটারের প্রথম কিস্তি। ২০২২ সালে আসে দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমার তালিকায় যথাক্রমে প্রথম ও তৃতীয় অবস্থানে আছে সিনেমা দুটি। দুই পর্ব মিলে বিশ্বব্যাপী আয় করেছে ৫ দশমিক ২ বিলিয়ন ডলার। এ বছরের ১৯ ডিসেম্বর ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তি পর ২০২৯ ও ২০৩১ সালে আসবে অ্যাভাটারের আরও দুটি পর্ব।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৩ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৭ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৭ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৮ ঘণ্টা আগে