অবশেষে গৃহনির্যাতন মামলায় সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে মামলার নিষ্পত্তিতে পৌঁছেছেন অ্যাম্বার হার্ড। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী।
অ্যাম্বার হার্ড ইনস্টাগ্রামে একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন। তবে নিষ্পত্তির শর্তাবলি উল্লেখ করেননি। ভার্জিনিয়া আদালতের জুরি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়ার পরেই নিষ্পত্তির ঘোষণা দিলেন অ্যাম্বার হার্ড।
অ্যাম্বার হার্ড বলেছেন, জুরি জনি ডেপকে ক্ষতিপূরণ দেওয়ার যে আদেশ দিয়েছেন সে রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেননি। মামলাটি নিষ্পত্তি করছেন কারণ আবার বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার মানসিকতা আর তাঁর নেই।
অ্যাম্বার হার্ড বলেন, ‘আমি আমেরিকান আইনি ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি, যেখানে আমার সাক্ষ্যগুলো বিনোদন এবং সোশ্যাল মিডিয়ার খাদ্য হিসেবে কাজ করেছে।’
‘এখন আমি এমন কিছু থেকে নিজেকে মুক্ত করার সুযোগ পেয়েছি যা আমি ছয় বছর আগে ছেড়ে যাওয়ার চেষ্টা করেছি।’ যোগ করেন হার্ড।
মানহানির মামলায় ভার্জিনিয়া আদালতের জুরি ডেপ এবং হার্ড উভয়কে দায়ী বলে মনে করেন। তবে গৃহনির্যাতনের অভিযোগ নিয়ে ছয় সপ্তাহের যে টানটান উত্তেজনার বিচার শুনানি চলে তাতে শেষ পর্যন্ত জনি ডেপের পক্ষেই জুরির সমর্থন চলে যায়।
জুরি ডেপকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিপরীতে অ্যাম্বার হার্ড তাঁর ‘যৌন সহিংসতার’ অভিজ্ঞতার ওপর ২০১৮ সালে সংবাদপত্রে যে নিবন্ধ লিখেছিলেন সেটি মানহানিকর ছিল বলে রায় দিয়েছে জুরি।
এ ঘটনায় অ্যাম্বার হার্ড পাল্টা মামলা করলে আদালত তাঁকে ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মাল্টি মিলিয়ন ডলারের মানহানি মামলাটি সোশ্যাল মিডিয়ায় ছিল হট কেকের মতো। লাখ লাখ মানুষ এই মামলার শুনানির লাইভ স্ট্রিম দেখেছে। হলিউড তারকাদের অন্দরের খবর জানার এর চেয়ে ভালো সুযোগ সম্ভবত সাধারণ মানুষের সামনে আর আসেনি!
অবশেষে গৃহনির্যাতন মামলায় সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে মামলার নিষ্পত্তিতে পৌঁছেছেন অ্যাম্বার হার্ড। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী।
অ্যাম্বার হার্ড ইনস্টাগ্রামে একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন। তবে নিষ্পত্তির শর্তাবলি উল্লেখ করেননি। ভার্জিনিয়া আদালতের জুরি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়ার পরেই নিষ্পত্তির ঘোষণা দিলেন অ্যাম্বার হার্ড।
অ্যাম্বার হার্ড বলেছেন, জুরি জনি ডেপকে ক্ষতিপূরণ দেওয়ার যে আদেশ দিয়েছেন সে রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেননি। মামলাটি নিষ্পত্তি করছেন কারণ আবার বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার মানসিকতা আর তাঁর নেই।
অ্যাম্বার হার্ড বলেন, ‘আমি আমেরিকান আইনি ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি, যেখানে আমার সাক্ষ্যগুলো বিনোদন এবং সোশ্যাল মিডিয়ার খাদ্য হিসেবে কাজ করেছে।’
‘এখন আমি এমন কিছু থেকে নিজেকে মুক্ত করার সুযোগ পেয়েছি যা আমি ছয় বছর আগে ছেড়ে যাওয়ার চেষ্টা করেছি।’ যোগ করেন হার্ড।
মানহানির মামলায় ভার্জিনিয়া আদালতের জুরি ডেপ এবং হার্ড উভয়কে দায়ী বলে মনে করেন। তবে গৃহনির্যাতনের অভিযোগ নিয়ে ছয় সপ্তাহের যে টানটান উত্তেজনার বিচার শুনানি চলে তাতে শেষ পর্যন্ত জনি ডেপের পক্ষেই জুরির সমর্থন চলে যায়।
জুরি ডেপকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিপরীতে অ্যাম্বার হার্ড তাঁর ‘যৌন সহিংসতার’ অভিজ্ঞতার ওপর ২০১৮ সালে সংবাদপত্রে যে নিবন্ধ লিখেছিলেন সেটি মানহানিকর ছিল বলে রায় দিয়েছে জুরি।
এ ঘটনায় অ্যাম্বার হার্ড পাল্টা মামলা করলে আদালত তাঁকে ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মাল্টি মিলিয়ন ডলারের মানহানি মামলাটি সোশ্যাল মিডিয়ায় ছিল হট কেকের মতো। লাখ লাখ মানুষ এই মামলার শুনানির লাইভ স্ট্রিম দেখেছে। হলিউড তারকাদের অন্দরের খবর জানার এর চেয়ে ভালো সুযোগ সম্ভবত সাধারণ মানুষের সামনে আর আসেনি!
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৬ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৬ ঘণ্টা আগে