অবশেষে গৃহনির্যাতন মামলায় সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে মামলার নিষ্পত্তিতে পৌঁছেছেন অ্যাম্বার হার্ড। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী।
অ্যাম্বার হার্ড ইনস্টাগ্রামে একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন। তবে নিষ্পত্তির শর্তাবলি উল্লেখ করেননি। ভার্জিনিয়া আদালতের জুরি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়ার পরেই নিষ্পত্তির ঘোষণা দিলেন অ্যাম্বার হার্ড।
অ্যাম্বার হার্ড বলেছেন, জুরি জনি ডেপকে ক্ষতিপূরণ দেওয়ার যে আদেশ দিয়েছেন সে রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেননি। মামলাটি নিষ্পত্তি করছেন কারণ আবার বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার মানসিকতা আর তাঁর নেই।
অ্যাম্বার হার্ড বলেন, ‘আমি আমেরিকান আইনি ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি, যেখানে আমার সাক্ষ্যগুলো বিনোদন এবং সোশ্যাল মিডিয়ার খাদ্য হিসেবে কাজ করেছে।’
‘এখন আমি এমন কিছু থেকে নিজেকে মুক্ত করার সুযোগ পেয়েছি যা আমি ছয় বছর আগে ছেড়ে যাওয়ার চেষ্টা করেছি।’ যোগ করেন হার্ড।
মানহানির মামলায় ভার্জিনিয়া আদালতের জুরি ডেপ এবং হার্ড উভয়কে দায়ী বলে মনে করেন। তবে গৃহনির্যাতনের অভিযোগ নিয়ে ছয় সপ্তাহের যে টানটান উত্তেজনার বিচার শুনানি চলে তাতে শেষ পর্যন্ত জনি ডেপের পক্ষেই জুরির সমর্থন চলে যায়।
জুরি ডেপকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিপরীতে অ্যাম্বার হার্ড তাঁর ‘যৌন সহিংসতার’ অভিজ্ঞতার ওপর ২০১৮ সালে সংবাদপত্রে যে নিবন্ধ লিখেছিলেন সেটি মানহানিকর ছিল বলে রায় দিয়েছে জুরি।
এ ঘটনায় অ্যাম্বার হার্ড পাল্টা মামলা করলে আদালত তাঁকে ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মাল্টি মিলিয়ন ডলারের মানহানি মামলাটি সোশ্যাল মিডিয়ায় ছিল হট কেকের মতো। লাখ লাখ মানুষ এই মামলার শুনানির লাইভ স্ট্রিম দেখেছে। হলিউড তারকাদের অন্দরের খবর জানার এর চেয়ে ভালো সুযোগ সম্ভবত সাধারণ মানুষের সামনে আর আসেনি!
অবশেষে গৃহনির্যাতন মামলায় সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে মামলার নিষ্পত্তিতে পৌঁছেছেন অ্যাম্বার হার্ড। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী।
অ্যাম্বার হার্ড ইনস্টাগ্রামে একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন। তবে নিষ্পত্তির শর্তাবলি উল্লেখ করেননি। ভার্জিনিয়া আদালতের জুরি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়ার পরেই নিষ্পত্তির ঘোষণা দিলেন অ্যাম্বার হার্ড।
অ্যাম্বার হার্ড বলেছেন, জুরি জনি ডেপকে ক্ষতিপূরণ দেওয়ার যে আদেশ দিয়েছেন সে রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেননি। মামলাটি নিষ্পত্তি করছেন কারণ আবার বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার মানসিকতা আর তাঁর নেই।
অ্যাম্বার হার্ড বলেন, ‘আমি আমেরিকান আইনি ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি, যেখানে আমার সাক্ষ্যগুলো বিনোদন এবং সোশ্যাল মিডিয়ার খাদ্য হিসেবে কাজ করেছে।’
‘এখন আমি এমন কিছু থেকে নিজেকে মুক্ত করার সুযোগ পেয়েছি যা আমি ছয় বছর আগে ছেড়ে যাওয়ার চেষ্টা করেছি।’ যোগ করেন হার্ড।
মানহানির মামলায় ভার্জিনিয়া আদালতের জুরি ডেপ এবং হার্ড উভয়কে দায়ী বলে মনে করেন। তবে গৃহনির্যাতনের অভিযোগ নিয়ে ছয় সপ্তাহের যে টানটান উত্তেজনার বিচার শুনানি চলে তাতে শেষ পর্যন্ত জনি ডেপের পক্ষেই জুরির সমর্থন চলে যায়।
জুরি ডেপকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিপরীতে অ্যাম্বার হার্ড তাঁর ‘যৌন সহিংসতার’ অভিজ্ঞতার ওপর ২০১৮ সালে সংবাদপত্রে যে নিবন্ধ লিখেছিলেন সেটি মানহানিকর ছিল বলে রায় দিয়েছে জুরি।
এ ঘটনায় অ্যাম্বার হার্ড পাল্টা মামলা করলে আদালত তাঁকে ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মাল্টি মিলিয়ন ডলারের মানহানি মামলাটি সোশ্যাল মিডিয়ায় ছিল হট কেকের মতো। লাখ লাখ মানুষ এই মামলার শুনানির লাইভ স্ট্রিম দেখেছে। হলিউড তারকাদের অন্দরের খবর জানার এর চেয়ে ভালো সুযোগ সম্ভবত সাধারণ মানুষের সামনে আর আসেনি!
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
১৪ ঘণ্টা আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিনরাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তাঁরা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাঁদের নিঃশব্দ শ্রম।
২ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
২ দিন আগে